নালিতাবাড়ীতে শিশুদের হাতে ৩০০ তালবীজ রোপণ

নালিতাবাড়ীতে শিশুদের হাতে ৩০০ তালবীজ রোপণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:

“তালবীজ লাগাবো, পরিবেশ বাঁচাবো” – এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ীতে তালবীজ রোপণ কর্মসূচি চালিয়েছে একদল ক্ষুদে শিক্ষার্থী। ৪ অক্টোবর, শনিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত নালিতাবাড়ী নাকুগাঁও প্রধান সড়ক থেকে খলিশাকুড়া গারো বাজার পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার ধারে তিন শতাধিক তালবীজ রোপণ করা হয়।

এই উদ্যোগ নিয়েছে শিমুলতলা স্লোইসগেইট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা প্রত্যেকে নিজ বাড়ি ও আশপাশের এলাকা থেকে তালবীজ সংগ্রহ করে স্কুলে এনে জমায়েত করে। এরপর তারা নিজেরাই রাস্তার পাশে তালবীজ গুলো রোপণ করে।

বিদ্যালয়ের শিক্ষকরা আগে থেকেই শিক্ষার্থীদের তালগাছের উপকারিতা বোঝান এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন। এতে শিশুরা উৎসাহ পায় এবং নিজেরাই এই উদ্যোগ নেয়।

তালবীজ রোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এবিএম সাব্বির, মোকাম্মেল কাজল, আ. লতিফ, নুরুল আমীন মাস্টার, ছাত্রদল নেতা বুলবুল, কায়েসসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

পঞ্চগড়ের সব কটি আসন শেখ হাসিনাকে উপহার দিতে চাই: সাদ্দাম হোসেন

এনামুল,পঞ্চগড়,প্রতিনিধি:
‘আগামী নির্বাচনে পঞ্চগড় জেলার সব কটি আসন শেখ হাসিনাকে উপহার দিতে চাই। আর সে জন্য ছাত্রলীগকে সুসংগঠিত হতে হবে। নিজের দলে কোনো কোন্দল থাকবে না, ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করতে হবে।

আজ সোমবার দুপুর সাড়ে ২ টার দিকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ চৌরাস্তা ট্রাফিক মোরে এক পথসভায় এসব কথা বলেন বাংলাদেশ ছাত্রলীগের নবনিযুক্ত কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

এর আগে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে আসেন। পরে সড়ক পথে নিজ গ্রামের বাড়ি পঞ্চগড়ের বোদায় যাওয়ার পথে নীলফামারী,সোনাহার, দেবীগঞ্জ সহ বিভিন্ন জায়গায় ছাত্রলীগের আয়োজনে ওই পথসভায় বক্তব্য দেন।

সাদ্দাম হোসেন বলেন, শেখ হাসিনা তরুণদের উদ্যোক্তা হওয়ার সুযোগ দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে এখন দেশের তরুণ সমাজ স্বীকৃতি পাচ্ছেন। এসব তরুণ প্রযুক্তির দুয়ার উন্মোচন করার ফলে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এতে শিক্ষার গুণগত মান নিশ্চিত হয়েছে,দেশের চাকরির বাজার দক্ষতা এবং মেধাভিত্তিক হয়েছে।

ছাত্রলীগের সভাপতি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনার নির্দেশেই কৃষকের পাশে দাঁড়িয়েছিল, যাতে শ্রমিক সংকটের কোনো ঘটনা না ঘটে। প্রতিটি ইউনিট ছাত্রলীগের নেতা-কর্মীরা কৃষকের পাশে দাঁড়িয়েছিল। গণমানুষের প্রতি দায়বদ্ধতায় উদ্বুদ্ধ হয়ে ছাত্রলীগ এ কাজ করেছে। ফলে আজ কৃষক ও তরুণদের মধ্যে একটি সেতুবন্ধ তৈরি হয়েছে।

এই পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ দেবীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ্ব হাসনাৎ জামান চৌধুরী জজ,বাংলাদেশ কৃষক লীগ দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল আলম এমু,আওয়ামী যুবলীগ দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিঠু,দেবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামিনুর ইসলাম শাওন সহ জেলা,উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন কমিটির হাজার হাজার নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের পর ৫ শতাধিক মাইক্রোবাস ও ২ হাজার এর বেশি মোটরসাইকেল যোগে নেতা-কর্মীরা সাদ্দামকে নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান