মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

মৌলভীবাজারে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার প্রতিনিধি:

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সিনিয়র সদস্য এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বেলা ২টায় এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্দোগে মৌলভীবাজার কোর্ট জামে মসজিদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মসজিদের ইমাম ও টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম। দোয়া মাহফিলে এম সাইফুর রহমানের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং বাংলাদেশের অর্থনীতিতে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের আহ্বায়ক সৈয়দ তৌফিক আহমদ, যুগ্ম আহ্বায়ক মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলা জজ কোর্টের পিপি ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সদস্য এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সদস্য আলহাজ মো. বদরুল আলম, বকসী মিসবাউর রহমান, এম ইদ্রিস আলী, মু. ইমাদ উদ-দীন, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য মুজিবুর রহমান মজনু, এডভোকেট হাফিজ আব্দুল আলীমসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মুসল্লিরা।

বুড়িচংয়ে কয়েকটি বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি! নগদ টাকা স্বর্ণালংকার লুট! আতংকে এলাকাবাসী

 

বুড়িচং প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলার খাড়েরা পূর্বপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত এক সেনাবাহিনীর সদস্যসহ সিএনজি চালকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে খাড়েরা পূর্বপাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ তৈয়ব আলী ও সিএনজি চালক আক্তার হোসেনের বাড়িতে।
সরেজমিনে গিয়ে স্থানীয় ও ভোক্তভোগীর সূত্রে জেনেছে,শনিবার রাত তিনটার সময় ১৫ সদস্যের এক ডাকাত দল প্রথমে সিএনজি চালক আক্তার হোসেনের বাড়ির লোহার গেইট ভেঙে ঘরে প্রবেশ করে স্বামী-স্ত্রীকে হাত-পা বেঁধে মারধর করে নগদ ৪৫ হাজার টাকা ও স্বর্ণ লুট করে। পরে ওই ডাকাত দল আক্তার হোসেনের স্ত্রীকে দিয়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের পরিবারকে ডাক দিয়ে ঘুম ভাঙিয়ে তাদের ঘরে প্রবেশ করে সেনাসদস্য তৈয়ব আলীর হাত-পা বেঁধে ফেলে তারপর স্ত্রী সাবিনা ইয়াছমিন,বিবাহিত মেয়ে পাপিয়া আক্তার ও কুমিল্লা সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর পড়ুয়া মেয়ে শাহনাজ আক্তার জেরিনকে। তাদের সকলকে হাত-পা বেঁধে মারধর করে প্রচন্ড ভাবে আহত করে নগদ এক লক্ষ টাকা ও ৮ ভরি স্বর্ণ সহ প্রয়োজনীয় জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এতে ডাকাত দলের মারধর কারণে সেনাসদস্য তৈয়ব আলীর একটি চোখ নষ্ট হয়ে যায়। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত হয় স্ত্রী সাবিনা ইয়াছমিন,মেয়ে পাপিয়া আক্তার ও শাহনাজ আক্তার। আহত হয় সিএনজি চালক আক্তার হোসেন ও তার স্ত্রী।স্থানীয়রা অভিযোগ করে বলেন ইদানিং বুড়িচংয়ে সীমান্ত এলাকাসহ বিভিন্ন এলাকায় চুরি,ডাকাতি ও মাটি কাটা বেড়ে গেছে। এইগুলো যদি বন্ধ না হয় অপরাধ দিন দিন আরো বেড়ে যাবে। তাই প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া।

ঘটনার পর পরিদর্শনে যায় বুড়িচং থানার ওসি আবুল হাসানাত খন্দকার ও সঙ্গীয় ফোর্স। বাকশীমূল ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল করিম ও ইউপি সদস্য ফয়েজ আহমেদ সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। এব্যাপারে বুড়িচং থানার ওসি বলেছেন,আমরা ঘটনার খবর শোনে তাদের বাড়িতে গিয়েছি এবং ভোক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বুড়িচং থানা এলাকায় ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে এই চুরি ডাকাতির ঘঠনা, প্রশাসন ও জন প্রতিনিধিরা এ বিষয়ে কোন ব্যবস্থাই গ্রহন করছে না এতে করে মানুষ আতংকের মাঝে রাত কাটাচ্ছেন। সচেতন মহল মনে পরে পুলিশের টহল বৃদ্ধি সহ গ্রাম পুলিশের কার্যক্রম সহ চোকিদার নিয়োগ করলেই এই চুর ডাকাতদের হাত থেকে সাধারন মানুষকে নিরাপদ রাখতে পারবেন।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান