আগুন নেভাতে সক্রিয় রোভার স্কাউট সদস্যরা

আগুন নেভাতে সক্রিয় রোভার স্কাউট সদস্যরা

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার মিরপুর রোডে একটি ভবনে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে আগুনও ধরে যায়।সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অগ্নিকান্ডের সক্রিয় ছিল স্কাউট সদস্যরা। ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার ও আগুন নেভানোর কাজে তাদের ভূমিকা ছিল প্রশংসনীয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাথে রোভার স্কাউট,রেড ক্রিসেন্টের সদস্যরা।

সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের পাশাপাশি ঢাকা কলেজ ও নো দাইসেলফ মুক্ত দলের স্কাউট সদস্যরা কাজ করছে সমানতালে। কেউ ফায়ার সার্ভিসের পাইপ তুলে ধরে রাখছে। কেউ ঘটনাস্থল থেকে সরাচ্ছে সাধারণ মানুষদের। তাদের একজন নো দাইসেফ ওপেন স্কাউট গ্রুপের একজন সদস্য এম এ এস হুমায়ুন কবির দৈনিক সবুজ বাংলাদেশকে বলেন, ‘খবর পেয়ে সকাল ১১:০০ টার দিকে আমরা ঘটনাস্থলে আসি। তার কিছুক্ষণের মাঝে ঢাকা কলেজ থেকে ৭/৮ জনের একটি দল ঘটনাস্থলে আসে। তখন থেকে আমরা আগুন নিভাতে কাজ করছি।রেড ক্রিসেন্টের এক জন বলেন, ‘সাধারণ মানুষের ভিড়ে আগুন নেভানো খুব কঠিন। সবাই দোষ দেয় ফায়ার সার্ভিসের, কিন্তু দোষ সাধারণ মানুষেরও আছে। ফায়ার সার্ভিস তাদের সাধ্যমতো কাজ করে।

ছাত্রলীগ নেতা আল-আমিন আটক

ডেস্ক রিপোর্ট:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার দা সূর্য সেন হল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা আল-আমিনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন শিক্ষার্থীরা।

রবিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টায় তাকে হল ফটক থেকে আটক করা হয়। আল-আমিন ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক এবং ঢাবি ছাত্রলীগের সহ-সদস্য ছিলেন।

এ বিষয়ে ঢাবির ২০২০-২১ সেশনের শিক্ষার্থী সাকিবুল হাসান বলেন, কয়েকজন জুনিয়র হলে ছাত্রলীগ নেতা আল-আমিনকে দেখে আমাদের খবর দেয়।

আমরা তার পরিচয় নিশ্চিত হয়ে তাকে আটক করে পুলিশে খবর দেই। তিনি হলে থাকাকালীন শিক্ষার্থীদের গেস্টরুমের নামে নানাভাবে নির্যাতন করতেন। এমনকি পরীক্ষার সময়ও শিক্ষার্থীদের জোরপূর্বক ছাত্রলীগের প্রোগ্রামে নিয়ে যাওয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, ‘আল-আমিনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এজন্য ভুক্তভোগী শিক্ষার্থীদের পক্ষ থেকে মামলা করা হবে। তার বিরুদ্ধে বরগুনা থানায় আরও দুটি মামলা রয়েছে।’

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান