মাদ্রিদের অভিজ্ঞতা কাজে লাগাবে- ঢাকা দক্ষিণ সিটি

রিমি সরদার॥
মানজানেরে নদীর তীরে গড়ে উঠেছে স্পেনের মাদ্রিদ শহর। একসময় সেই নদীও দখল-দূষণের কারণে ছিল মৃতপ্রায়। নদীটিকে দখলমুক্ত ও দূষণ রোধ করে নদীর পুনর্জীবন ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে মাদ্রিদ। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বুড়িগঙ্গাসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অধিভুক্ত নদীগুলো দখল-দূষণমুক্ত করতে দক্ষিণ সিটি ও স্পেন একযোগে কাজ করবে বলে জানিয়েছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার নগর ভবনের মেয়র কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো বেনিতেজ দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় মেয়র শেখ তাপস ও স্পেনের রাষ্ট্রদূত বেনিতেজ বুড়িগঙ্গার দখল-দূষণ রোধে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো বেনিতেজ বলেন, ‘মানজানেরে নদীর তীরে গড়ে ওঠা স্পেনের মাদ্রিদ শহর। সেই নদীও একসময় দখল-দূষণে মৃতপ্রায় ছিল। কিন্তু আমরা সেই নদীর দখল অবমুক্ত ও দূষণ রোধ করে মানজানেরে নদীর পুনর্জীবন দিয়েছি। সেই অভিজ্ঞতা এবং প্রযুক্তি সহায়তার মাধ্যমে স্পেন ঢাকা শহরের বুড়িগঙ্গাসহ অন্যান্য নদীর দখল-দূষণ রোধে পারস্পরিক সহযোগিতা ভিত্তিতে এগিয়ে যেতে পারে।

মেয়র শেখ তাপস বলেন, ‘পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে বুড়িগঙ্গা নদীর দখল-দূষণ রোধ করার এই প্রস্তাব সাধুবাদযোগ্য। নদীর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের মাধ্যমে নদীর তীর ও অববাহিকায় নান্দনিক ও মনোরম পরিবেশ সৃষ্টি করতে আমরা একযোগে কাজ করতে পারি। ঢাকা ও মাদ্রিদ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ধারাবাহিক উদ্যোমে, সমৃদ্ধি অর্জন করতে পারে, উপকৃত হতে পারে।

এ সময় স্পেনের রাষ্ট্রদূত বেনিতেজ মাদ্রিদ সিটি কাউন্সিল পরিচালিত পরিবেশ-বান্ধব গণপরিবহন ব্যবস্থাপনার মাধ্যমে গণপরিবহনে শৃঙ্খলা আনা ও পরিবেশের উন্নয়নে মাদ্রিদ সিটি করপোরেশন গৃহীত উদ্যোগ মেয়রকে জানান এবং এ বিষয়ে দক্ষিণ সিটিকে মাদ্রিদের অভিজ্ঞতা কাজে লাগাতে সহযোগিতার প্রস্তাব দেন।

সহযোগিতামূলক প্রস্তাবনার জন্য ধন্যবাদ জানিয়ে মেয়র তাপস বিষয়টি খতিয়ে দেখে প্রযোজ্য ক্ষেত্রে তা ঢাকা শহরেও বাস্তবায়ন (রেপ্লিকেট) করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেন।

বৈঠকে নবগঠিত ১৮টি ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়নে রাষ্ট্রদূত স্পেনের বিনিয়োগ প্রবাহের আগ্রহ ব্যক্ত করেন। জবাবে মেয়র তাপস দক্ষিণ সিটি করপোরেশনের নবগঠিত ১৮ ওয়ার্ডে অবকাঠামোগত উন্নয়ন বিশেষত সড়ক-অন্তর্জাল (রোড নেটওয়ার্ক) সৃষ্টিতে প্রয়োজনীয় বিনিয়োগ প্রবাহকে স্বাগত জানান। তবে স্পেনের বিনিয়োগ যেন সহজ শর্তে এবং ঢাকা শহরের বর্তমান বাস্তবতা ও যথার্থতা বিবেচনায় নিয়ে প্রদান করা হয় মেয়র সেই বিষয়ে গুরুত্বারোপ করেন।

ঢাকা দক্ষিণের মেয়র স্পেনের রাষ্ট্রদূত বেনিতেজকে বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ সিটি করপোরেশনের নানাবিধ উদ্যোগের কথা জানিয়ে বলেন, ‘আমরা বর্জ্য ব্যবস্থাপনায় উন্নত প্রযুক্তি ও যান-যন্ত্রপাতির সন্নিবেশ ঘটাতে উদ্যোগ গ্রহণ করেছি। সেজন্য ইতিমধ্যে ৩০টি কম্প্যাক্টর ভেহিকেল ক্রয়ের লক্ষ্যে আন্তর্জাতিক দরপত্র আহবান করা হয়েছে। প্রতিযোগিতামূলক এই দরপত্রে স্পেনও অংশগ্রহণ করতে পারে।’

কামরাঙ্গীরচরের সামষ্টিক উন্নয়নে স্পেনের বিনিয়োগ প্রবাহ একটি বড় খাত হতে পারে উল্লেখ করে মেয়র তাপস বলেন, ‘আমরা বুড়িগঙ্গা নদীর তীরে কামরাঙ্গীরচরে নান্দনিক পরিবেশে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি কেন্দ্রীয় ব্যবসায়িক অঞ্চল (সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট-সিবিডি) গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছি। সেখানে ৫০ তলা-বিশিষ্ট একটি অত্যাধুনিক ভবন নির্মাণ করা হবে। ভবনে একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র গড়ে তোলার পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য অনুষঙ্গ সৃষ্টির পরিকল্পনাও আমাদের রয়েছে।

বৈঠকে অন্যদের মধ্যে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খান উপস্থিত ছিলেন।

 

কেরানীগঞ্জে বিদ্যুৎ সংযোগে দুর্নীতি: ডিজিএম রফিকুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ

জাহিদ হোসেন:
ঢাকার কেরানীগঞ্জের আটিবাজারে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, তার অফিসে টাকা ছাড়া কোনো কাজই হয় না। বিদ্যুৎ সংযোগের আবেদনে স্বাক্ষরের জন্যও গ্রাহকদের ঘুষ দিতে হয়, নইলে ফাইল বাতিল করে দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, তিনি ইলেকট্রিশিয়ানদের ‘দালাল’ আখ্যা দিয়ে কাজ বন্ধ করে নিজে অফিসার পরিচয়ে সংযোগ অনুমোদন করেন এবং পছন্দের লোক দিয়ে কাজ করিয়ে অবৈধ মুনাফা লুটে নেন। সম্প্রতি আটি মডেল টাউনের ১১ তলা ভবনে রাজউকের নিষেধাজ্ঞা ও ফায়ার সার্ভিসের ছাড়পত্র ছাড়াই বিদ্যুৎ সংযোগের ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এ সংক্রান্ত নথিতে গত ২৩ জুলাই সরাসরি স্বাক্ষর করেছেন রফিকুল ইসলাম।
তবে এটাই প্রথম নয়। মানিকগঞ্জে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ছিল। দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই কর্মকর্তা বর্তমানে কোটি টাকার মালিক, কিনেছেন জমি ও বাড়ি—যা তার বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে স্থানীয়দের অভিযোগ।
গত ২৫ আগস্ট আটিবাজার জোনাল অফিসের ইলেকট্রিশিয়ানরা জেনারেল ম্যানেজারের কাছে লিখিত অভিযোগ দেন। তারা জানান, প্রতিটি ধাপে ঘুষ নেওয়ার কারণে গ্রাহকদের সঙ্গে বিরোধ বাঁধছে এবং অফিসের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। অভিযোগ করার পর থেকে ইলেকট্রিশিয়ানরা হুমকিও পাচ্ছেন।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে ডিজিএম রফিকুল ইসলাম সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান এবং সব অভিযোগ অস্বীকার করে বলেন—“আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।” তবে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর জেনারেল ম্যানেজার মো. খালেদুর রহমান জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, প্রমাণ মিললে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের