নিখোঁজের দুইদিন পর খোঁজ মিললো জিহানের লাশ!

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মেঘনা উপজেলার জয়পুর উত্তর পাড়ার মো. জিহান (৪) নামের এক শিশুর লাশ জয়পুর বাঘাইকান্দি হইতে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) আনুমানিক ভোর ৫টার দিকে প্রতিবেশী কয়েকজন মহিলা ফজর নামাজের পর হাঁটতে বের হয়। পথিমধ্যে দেখতে পায় শেয়াল একটি মৃত লাশ পানি থেকে টেনে-হিঁচড়ে শুকনোর দিকে নিয়ে আসছে। স্থানীয়রা খবর দিলে মেঘনা থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। শিশুটি উপজেলার জয়পুর গ্রামের মো. লিটন মিয়ার ছেলে।

পরিবার সূথে জানা যায়, গত রবিবার (২৩ জুলাই) দুপুর ১২টার সময় বন্ধুদের সঙ্গে জয়পুর বাঘাইকান্দি রাস্তার দিকে খেলাধুলা করতে গিয়ে জিহান নিখোঁজ হয়। হঠাৎ জিহানকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং থেকে শুরু করে থানায় সাধারণ ডায়েরিও করা হয়।

শিশুটির বড় খালা রানু বেগম বলেন, জিহানের পরিবারের কোনো শত্রু নেই। তার পরিবার ও আমরা আত্মীয়-স্বজনরা ধারণা করছি। সে পানিতে ডুবে মারা গেছে।

এ ব্যাপারে মেঘনা থানার এসআই আবু হেনা মো. মোস্তফা রেজা বলেন, খবর পেয়ে শিশু জিহানের লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

আলোচিত-সমালোচিত হিরো আলমকে বগুড়ায় কান ধরে উঠবস!

 

মোঃ ইব্রাহিম হোসেন:

তা‌রেক রহমান‌কে নি‌য়ে কটূক্তির অভিযোগে বগুড়ায় আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলা হ‌য়ে‌ছে বলে অভিযোগ উঠেছে। এ সময় হি‌রো আলম‌কে কান ধ‌রে উঠবস করানো হয়। রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই ঘটনা ঘটে।

মারধরের শিকার হওয়ার পর সাংবাদিকদের হিরো আলম বলেন, এক স্বৈরাচারের পতনের পর আরেক দল নিজেদের সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। এইটা কি স্বাধীনতা? প্রকাশ্যে আমাকে হত্যার চেষ্টা করা হলো। আমি কখনো তারেক রাহমানকে নিয়ে কটূক্তি করিনি।

তিনি আরও বলেন, ডিবি হারুন আমার পরিবারকে জিম্মি করে রিজভী সাহেবের বিরুদ্ধে মামলা করিয়েছিল। এই কথা আগেও বলেছি। এরপরও আমাকে আদালতের মতো জায়গায় আপনাদের সামনে পেটানো হলো। যারা এই হামলা করেছে তাদের সবার ফুটেজ আছে। শনাক্ত করে এদের বিরুদ্ধে ব্যবস্তা নেওয়া হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম