মেঘনায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল।

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলায় বিআরটি চত্বরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৬ আগস্ট,২০২৩) বিকেলে মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী এর সভাপতিত্বে সদস্য সচিব মোঃ আজহারুল হক শাহিন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, কুমিল্লা (উঃ) জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান দিপু। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লুটেরচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, আঃ ওয়াদুদ মুন্সি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহাবুদ্দিন, যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ আঃ মতিন, যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক প্রফেসর মো. শহিদুল হক, গোবিন্দ পুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তাররুজ্জান সরকার (কাজল)।

অপরাপর ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক মানিকারচর ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ভূইয়া, ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, লুটেরচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম মিন্টু। ভাওরখোলা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সহ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতারা।

উক্ত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন গোবিন্দ পুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বসির আহমেদ।

বিল থেকে অজ্ঞাত ২ যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: 

কুমিল্লার দেবিদ্বারে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সকালে জেলার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকার একটি বিল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার জাফরগঞ্জ এলাকার একটি বিলে অজ্ঞাত দুই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি। কি কারণে তাদের মৃত্যু হয়েছে, তা ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত জানাতে পারব।

 

সবা:স:জু-১৩৮/২৪

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান পিআর পদ্ধতি ছাড়া জামায়াত ৪-৫টা আসনও পাবে না: আবু হেনা রাজ্জাকী