পটুয়াখালীতে পৌর ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত

মুন্নি বেগম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী প্রায় ৯ বছর পর পৌর শাখা ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর ২০২৩ খ্রিঃ শনিবার বেলা ১১ টায় জেলার ঐতিহ্যবাহী পটুয়াখালী সরকারী জুবিলী স্কুল মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান,জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি খলিলুর রহমান খলিল,জেলা ছাত্রলীগের সহ- সভাপতি হৃদয় আশীষ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ নাসির হাওলাদার। এছাড়াও বক্তব্য রখেন  জেলা ও পৌর শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
কর্মীসভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখাসহ ডিজিটাল স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা’র বিজয় অর্জনে ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা- কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
কর্মীসভায় বৃষ্টির মধ্যে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়ে শ্লোগানে শ্লোগানে এলাকা মুখরিত করে তোলে।

এসময় বক্তারা আরো বলেন, এই অক্টোবর মাসেই জামাত ও বিএনপির নেতাকর্মীরা রাজনীতির নামে অপরাজনীতি শুরু করবে। ছাত্রলীগকে সর্বদা সজাগ ও সতর্ক থাকতে হবে।
এছাড়া উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহবান জানানো হয়।

দুই পুলিশের লাশ উদ্ধার

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি ॥
পৃথক ঘটনায় মাগুরায় খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) লাবনী আক্তারের ঝুলন্ত লাশ এবং পুলিশ কনস্টেবল মাহমুদুল হাসানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানাবাড়ি থেকে এডিসি লাবনী আক্তারের ওড়না পেঁচানো লাশ এবং মাগুরা পুলিশলাইন্স ব্যারাকের ছাদ থেকে কনস্টেবলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, রাতে ডিউটি থেকে ফিরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ নামে ইস্যু করা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন মাহমুদুল হাসান।

মাহমুদুল হাসানের বাড়ি কুষ্টিয়া দৌলতপুর উপজেলায়। তিনি দেড় মাস আগে বদলি হয়ে মাগুরায় আসেন।

অন্যদিকে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসেন খুলনা মেট্রোপলিটনের (ডিবি) অতিরিক্ত উপ কমিশনার লাবনী আক্তার। সেখান থেকে বৃহস্পতিবার সকালে তার গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে খুলনা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) এস এম ফজলুল হক টেলিফোনে বলেন, লাবনী ছুটিতে ছিলেন। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু সেটি এখনই বলা যাচ্ছে না।

লাশ দুটির ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান।

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
ইসরায়েলের জাতীয় নিরাপত্তা প্রধানকে কেন বরখাস্ত করলেন নেতানিয়াহু কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে ওসাকা এক্সপো–২০২৫: কৃত্রিম দ্বীপে এ যেন এক টুকরা ফিলিস্তিন জেনেভা ক্যাম্পের মাদক সম্রাট বশির মোল্লার হাতে নাশকতার নীলনকশা বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নয়, সরকারের নিরপেক্ষ ভূমিকা চেয়েছে: আসিফ নজরুল রাজধানীতে পৃথক ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার শিশুকে বাসায় নিয়ে ধর্ষণ, ট্রাফিক কনস্টেবল কারাগারে আবহাওয়া অফিস বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো মায়ের বিয়ের বেনারসি শাড়িতে জয়া আহসান পিআর পদ্ধতি ছাড়া জামায়াত ৪-৫টা আসনও পাবে না: আবু হেনা রাজ্জাকী