মেঘনায় ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত

মো. ইব্রাহীম খলিল মোল্লা:

কুমিল্লার মেঘনা উপজেলায় ৫২ তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর,২০২৩) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহে আলম এর সঞ্চালনায় উপজেলা পরিষদের সভা কক্ষে এ দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা সমবায় কর্মকর্তা দেবেশ কুমার সিংহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার।

অপরাপর ব্যক্তিবর্গদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রুমা পারভীন, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্মকর্তা মো. মতিউর রহমান, কুমিল্লা পল্লি বিদ্যুৎ (মেঘনা সাব-জোনাল) কর্মকর্তা প্রকৌঃ আহমেদ শাহরিয়ার সম্রাট, সরকারি মানিকারচর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ এর প্রভাষক মো. মামুনুর রশীদ, মুক্তিযোদ্ধা আলী হোসেন সহ অন্যরা।

এ দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তার বলেন, সমবায় আন্দোলনকে টেকসই রূপ দিতে কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগসহ উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা খুবই জরুরি। পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তির নিশ্চয়তার পাশাপাশি সমবায়ী প্রতিষ্ঠানকে হতে হবে জনমুখী। এছাড়াও সমবায়ী প্রতিষ্ঠানগুলোর প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত করতে হবে। তাহলেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমবায় ভাবনার আলোকে সকল ধরনের বৈষম্য দূর করে দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির দিকে।

৬০ হাজার রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে’ সীমান্তে দুর্নীতি, স্বীকার করলেন উপদেষ্টা

অনলাইন ডেস্ক: 

তৌহিদ হোসেন বলেন, ‘আমাদের নীতিগতগভাবে অবস্থান ছিল আমরা কোনও রোহিঙ্গাকে ঢুকতে দেব না। তবে পরিস্থিতি কখনও কখনও এমন দাঁড়ায় যে আমাদের আর কিছু করার থাকে না।

রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে বাংলাদেশে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এসবের মধ্য়েই রবিবার বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের প্রশ্নের উত্তর জানিয়েছেন, বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটছে। এই দুর্নীতির কারণে স্থল, জলসীমাসহ সীমান্তের নানা রুট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ আটকানো কঠিন হচ্ছে। জানিয়েছেন বাংলাদেশের বিদেশ দফতরের উপদেষ্টা।

সাংবাদিকরা বাংলাদেশের বিদেশ উপদেষ্টার কাছে গত দুই মাসে রাখাইন থেকে বাংলাদেশে নতুন করে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে তা নিয়ে জানতে চাওয়া হলে তৌহিদ হোসেন বলেন, ‘আমাদের নীতিগতগভাবে অবস্থান ছিল আমরা কোনও রোহিঙ্গাকে ঢুকতে দেব না। তবে পরিস্থিতি কখনও কখনও এমন দাঁড়ায় যে আমাদের আর কিছু করার থাকে না। সেই রকম পরিস্থিতিতে আমরা ৬০ হাজার রোহিঙ্গাকে ঢুকতে দিয়েছি। আনুষ্ঠানিকভাবে যে তাঁদের ঢুকতে দিয়েছি তাও নয়। তারা বিভিন্ন পথে ঢুকেছেন।’

সেই সঙ্গেই সীমান্তের দুর্নীতির প্রসঙ্গও তোলেন তিনি। তিনি বলেন, ‘আর একটি কথা আমাদের মনে রাখতে হবে প্রচুর দুর্নীতি আছে সীমান্তে। এটা সত্যি। এটা অস্বীকার করার কোনও অর্থ নেই। দুর্নীতির মাধ্যমে ( রোহিঙ্গারা) প্রচুর ঢুকে যাচ্ছে।  নৌকা নিয়ে ঢুকছে।  একটা সীমান্ত দিয়ে ঢুকছে বিষয়টা এমন নয়। বিভিন্ন সীমান্ত দিয়ে যে ঢুকছে এটা আটকানো খুব কঠিন হয়ে যাচ্ছে। তাও আমি মনে করি না যে আবার একটা ঢল আসবে। যদিও অনেকে আশঙ্কা করছেন। এই আশঙ্কা আমাদেরও আছে। তবে সেই ঢলকে আটকানোর ব্যবস্থা করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়েই। জানিয়েছেন বিদেশ উপদেষ্টা বাংলাদেশের।’

তিনি বলেন, ‘এখন বয়স্ক রোহিঙ্গা যারা আছেন তারা হয়তো পরিস্থিতি মেনে নেবেন। তবে আগামী ৫ বছর পরে যেসব তরুণ রোহিঙ্গার বয়স ২০ বছর হবে তাঁরা বেপরোয়া হয়ে উঠবেন। তখন আমাদের সমস্যা বেশি হবে ঠিকই তবে সেই সমস্যা প্রত্যেকেরই হবে। এর মধ্য়েই নৌকায় রোহিঙ্গারা অস্ট্রেলিয়া পর্যন্ত চলে গিয়েছেন।’

এদিকে থাইল্যান্ডের বিদেশমন্ত্রীর সভাপতিত্বে গত বৃহস্পতিবার ব্যাংককে ৬ দেশের মধ্য়ে আনুষ্ঠানিক সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে মায়ানমারের বিদেশমন্ত্রী থান সোয়ে ছিলেন। সেই বৈঠক প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘তাঁকে( সান থোয়ে) বলেছি মায়ানমার সীমান্তে তো তোমাদের নিয়ন্ত্রণ নেই। সীমান্ত তো রাষ্ট্র বহির্ভূত শক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছে। রাষ্ট্র হিসাবে তো আমরা নন স্টেট অ্যাক্টরের সঙ্গে যুক্ত হতে পারি না। তাদের দেখতে হবে কোন পদ্ধতিতে সীমান্ত ও রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হবে।’

 

সবা:স:জু- ৪৮৫/২৪

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
“নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স“ জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের