জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করা হয়েছে। ঢাকা উত্তরে আলহাজ্ব বরকত খানকে সভাপতি ও মো. কালু শেখকে সাধারণ সম্পাদক এবং ঢাকা দক্ষিণে মো. ইব্রাহিমকে সভাপতি ও কাজী সেলিম সারোয়ারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গনে গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর কমিটির ত্রিবার্ষিক সম্মেলনে সংগঠনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের চলমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সমাপনী অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের সিদ্ধান্ত অনুযায়ী এ চার নেতার নাম ঘোষণা করেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান। এছাড়া অবিলম্বে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করার ব্যাপারেও অঙ্গিকার করেন তিনি।

জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান সাংবাদিকদের জানান, রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা রোধসহ নির্বাচনকে সামনে রেখে শ্রমিক লীগের ঢাকা মহানগর কমিটি অত্যন্ত শক্তিশালী নেতৃত্ব বাছাই করা হয়েছে। সাংগঠনিক ভাবে দক্ষ এ নেতৃবৃন্দ ঢাকা মহানগরে জাতীয় শ্রমিকলীগকে আরো গতিশীল করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সস্ত্রীক যুক্তরাজ্যে মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার: 

 

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছেন বিএন‌পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম।

শনিবার (৩০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সস্ত্রীক লন্ডনের হিথ্রো বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এ সময় তাকে যুক্তরাজ্য বিএন‌পি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা স্বাগত জানান।

উপ‌স্থিত ছিলেন যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মা‌লিক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ সংগঠনের বি‌ভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক বলেন, ‘মহাস‌চিবের স্ত্রী রাহাত আরা বেগমের চি‌কিৎসার জন্য মহাস‌চিব লন্ডনে এসেছেন। তা ছাড়া সফরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মহাস‌চিবের সাক্ষাৎ ও বৈঠক হবে। মহাস‌চিবের সম্মানে আগামী তিন ডিসেম্বর লন্ডনের রয়েল রিজে‌ন্সি হলে‌ এক‌টি অনুষ্ঠানের আয়োজন করেছে যুক্তরাজ্য বিএন‌পি। তার আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত লন্ডনে থাক‌ার কথা রয়েছে।’

 

সবা:স:জু-২৩৩/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম