তারাকান্দায় কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ  

মাসুদ মিয়া তারাকান্দা প্রতিনিধি:

ময়মনসিংহের তারাকান্দায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প এর আওতায় কৃষক ক্লাবের মাঝে কৃষি উপকরণ আজ রবিবার কৃষি অফিস প্রাঙ্গনে বিতরণ করা হয়েছে। কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৈাশলী(এলজিইডি)শফিউল্লাহ খন্দকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম,কৃষি সম্প্রসারণ অফিসার আরিফুল হক,উদ্ভিদ সংরক্ষন অফিসার আনিছুর রহমান.উপ-সহকারী কৃষি অফিসার রুবি বেগম প্রমূখ।কৃষি উপকরণের মধ্যে ছিল,এসি আই ভুট্টা মাড়াই যন্ত্র-৩ টি,হ্যান্ড স্প্রেয়ার-১০ টি,পাওয়ার স্প্রেয়ার-৮টি,ফুড স্প্রেয়ার-১০ টি। কৃষি উপকরণ গ্রহন করেন কৃষক ক্লাবের সভাপতি নাজিম উদ্দিন ও কৃষক হালিম,কামাল হোসেন। তারাকান্দা উপজেলা ১০ ইউনিয়নে একটি করে কৃষক ক্লাব গঠন করা হয়েছে। প্রতি কৃষক ক্লাবে ৩০ জন কৃষক নেয়া হয়েছে।

বকেয়া বেতন আদায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

স্টাফ রিপোর্টার: 

গাজীপুরে বকেয়া বেতন আদায়ের দাবিতে ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মাহমুদ জিন্স লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকরা। এতে ব্যস্ততম ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গাজীপুরের চন্দ্রা এলাকার মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা কাজে যোগদান না করে বকেয়া বেতনের দাবি জানিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা চন্দ্রা ফ্লাইওভারের সংযোগে সড়কের উভয় পাশে অবরোধ করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছেন।

এদিকে, কারখানার শ্রমিকরা জানান, গত মাসের বকেয়া বেতন এ মাসের ৭ তারিখের মধ্যে পরিশোধ করার কথা থাকলেও এখনো তা পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ নিয়ে বার বার শ্রমিকরা আবেদন করলেও তা প্রত্যাখ্যান করে।

এ ব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, ‌‘শ্রমিকদের বকেয়া বেতন, ছাটাইকৃত

শ্রমিকদের পাওনা পরিশোধসহ বিভিন্ন দাবিতে সকাল থেকে সড়ক অবরোধ করেছে মাহমুদ জেনিম নামের কারখানার শ্রমিকরা। তাদের পাওনা ২৫ কোটি টাকা দেওয়ার তারিখ ছিল আজ বৃহস্পতিবার। বিষয়টি নিয়ে আমরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করছি।’

 

সবা:স:মা-২২৪/২৪

 

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের