স্টাফ রিপোর্টার: ৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশনের নতুন কমিটিতে টানা চতুর্থবারের মতো সভাপতি মনোনীত হলেন আব্দুল্লাহ আলহাদী। এবং প্রথম নারী সম্পাদক হলেন আকতারুন্নেসা। এছাড়াও পূর্ববর্তী পদে বহাল আছেন এ কে হিরো কোষাধক্ষ, দপ্তর সম্পাদক আহসান হাবীব জিতু। উপদেষ্টা পরিষদেরও কোন পরিবর্তন হয় নাই। আজ মঙ্গলবারঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে বসে পূর্ব নির্ধারিত মিটিং থেকে এ কমিটি ঘোষণা করা হয়। ত্রিবার্ষিক কাউন্সিল ২০২৩।৩১তম বিসিএস ক্যাডার এসোসিয়েশন। সেখান থেকে আরো জানানো হয় আগামী শুক্রবার ৮ সেপ্টেম্বর ধানমণ্ডি ৩২ নম্বরেজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ কমিটি তাদের কার্যক্রম শুরু করবে। নিচে নতুন ২০১ সদস্য বিশিষ্ট্য কমিটি প্রেস রিলিজ আকারে দেওয়া হলো সভাপতি আব্দুল্লাহ আল হাদী – ফ্যামিলি প্লানিং সাধারণ সম্পাদক মোসাঃ আকতারুন্নেসা – প্রশাসন উপদেষ্টা পরিষদ কাজী সাইফুদ্দিন অভি – খাদ্য এফ এম ফয়সাল সুমন – পুলিশ আনিস উদ্দিন বাহাদুর মিঠু – পুলিশ সাইফুল ইসলাম মিলন – পুলিশ আহসান খান রবিন – পুলিশ সামসুজ্জামান বাবু – পুলিশ ইফতেখার আলম ভুঁইয়া – কাস্টমস সহ- সভাপতি মাহমুদা আক্তার – প্রশাসন, মুশফিকুর রহমান – শিক্ষা সৈয়দ ফয়েজুল ইসলাম উজ্জ্বল – প্রশাসন,মোঃ মহিউদ্দিন – কাস্টমস,সাইফুল ইসলাম – স্বাস্থ্য মিজানুর রহমান – ট্যাক্স,কাজী শাহ্ নেওয়াজ – পুলিশ মুহিত চৌধুরী – পুলিশ,হাবীব শাহীন – … Read more