১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । দুপুর ১:০৪ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
আগুন নেভাতে সক্রিয় রোভার স্কাউট সদস্যরা
রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকার মিরপুর রোডে একটি ভবনে বিস্ফোরণ ঘটেছে। বিস্ফোরণের পর সেখানে আগুনও ধরে যায়।সায়েন্স ল্যাবরেটরি এলাকায় অগ্নিকান্ডের সক্রিয় ছিল স্কাউট সদস্যরা। ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার ও আগুন নেভানোর কাজে তাদের ভূমিকা ছিল প্রশংসনীয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাথে রোভার স্কাউট,রেড ক্রিসেন্টের সদস্যরা।
সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের পাশাপাশি ঢাকা কলেজ ও নো দাইসেলফ মুক্ত দলের স্কাউট সদস্যরা কাজ করছে সমানতালে। কেউ ফায়ার সার্ভিসের পাইপ তুলে ধরে রাখছে। কেউ ঘটনাস্থল থেকে সরাচ্ছে সাধারণ মানুষদের। তাদের একজন নো দাইসেফ ওপেন স্কাউট গ্রুপের একজন সদস্য এম এ এস হুমায়ুন কবির দৈনিক সবুজ বাংলাদেশকে বলেন, ‘খবর পেয়ে সকাল ১১:০০ টার দিকে আমরা ঘটনাস্থলে আসি। তার কিছুক্ষণের মাঝে ঢাকা কলেজ থেকে ৭/৮ জনের একটি দল ঘটনাস্থলে আসে। তখন থেকে আমরা আগুন নিভাতে কাজ করছি।রেড ক্রিসেন্টের এক জন বলেন, ‘সাধারণ মানুষের ভিড়ে আগুন নেভানো খুব কঠিন। সবাই দোষ দেয় ফায়ার সার্ভিসের, কিন্তু দোষ সাধারণ মানুষেরও আছে। ফায়ার সার্ভিস তাদের সাধ্যমতো কাজ করে।
Leave a Reply