১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । রাত ২:১৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
রেখা খাতুন, ইবি।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নতুন নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। রবিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামীলীগের পার্টি অফিসে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
জানা যায়, কেন্দ্রীয় ছাত্রলীগের নতুন সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ (ইনান) কে ফুলেল শুভেচ্ছা জানান ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।
প্রসঙ্গত,গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের জাতীয় সম্মেলন হয়। কিন্তু সম্মেলনে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়নি। তখন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, ২৪ ডিসেম্বরের আগেই নতুন কমিটি ঘোষণা করা হবে। এর আগেই নতুন কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি আগামী দিনে ছাত্রলীগের কাণ্ডারি হিসেবে কাজ করবে।
Leave a Reply