৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৭:০৫ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
সৈয়দা রোকসানা পারভীন(রুবি):
গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাব থানা রোডস্থ নিজস্ব কার্যালয়ে গতকাল ৩০ নভেম্বর মঙ্গলবার সকাল ৯টা হতে দুপর ২টা পর্যন্ত সাংবাদিকদের উৎসবমুখর পরিবেশে ২০২১-২২ কার্যকরী পরিষদের নির্বাচন হয়। ভোট গ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ মোঃ আতাউর রহমান আকাশ ও সহকারী কমিশনার মোঃ ফজলুল হক মুক্তা ও মোঃ জাহাঙ্গীর আলম বাবু নির্বাচন পরিচালনা করেন।
ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে মোঃ আকরাম হোসেন, কার্যকরী সভাপতি কাজী মোঃ মকবুল হোসেন ও আবুল বাশার পলাশ, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম মানিক, মনির হোসেন সরকার ও তারেক রহমান জাহাঙ্গীর, যুগ্ম-সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন, রুহুল আমিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক- তৌফিক ইসলাম, সহ-সাংগঠনিক মোঃ মোসলেম উদ্দিন, নির্বাহী সদস্য মোঃ ছফুর উদ্দিন ছফু, মোঃ কাজল মিয়া ও তমিজ উদ্দিন তমু। বিনা প্রতিদন্ধিতায় যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন সিনিয়র সহ-সভাপতি ফিরোজা নাজনীন বাঁধন, সাধারণ সম্পাদক- এম এ ফরিদ, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন, দপ্তর সম্পাদক- সৈয়দা রোকসানা পারভিন রুবি ধর্ম বিষয়ক সম্পাদক- এইচ এম মামুনুর রশিদ আরাবী, প্রচার ও প্রকাশনা সম্পাদক- নাসিমা আক্তার রেনু ও সমাজ কল্যাণ সম্পাদক- মোঃ নুরুজ্জামান। নির্বাচনে নিরাপত্তা ও আইন শৃঙ্খলায় নিয়োজিত ছিলেন গাজীপুর মেট্রো সদর থানার এএসআই মইনুল ইসলাম ও সফিকুল ইসলাম।
Leave a Reply