১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৬:১৭ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
হাফসা আক্তারঃ
গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৫৭ নং ওয়ার্ড টঙ্গী বাজার মিতালী পাম্পের মালিক এবং টঙ্গী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন মনি সরকারের ছেলে মোঃ শামী সরকারের নেতৃত্বে একদল সন্ত্রাসী আকিব নামের এক যুবককে এলোপাথাড়ি মারধর করিয়া মিতালী পাম্পের একটি রুমে আটক রাখে। আকিবকে শারীরিক নির্যাতন করিয়া তাহার কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরে তাহাকে উলঙ্গ করে মোবাইলে ভিডিও ধারণ করে।পরে মোঃ আজিজুল ইসলাম বাবু বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।ঘটনাটি ঘটেছে গত ২০ শে ফেব্রুয়ারি ২০২৩ ইং তারিখ সময় আনুমানিক সন্ধ্যা ৫.৩০ থেকে রাত ১১.৩০ মিনিটের মধ্যে। অভিযোগের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানার সুদক্ষ অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম এর নির্দেশে চৌকস পুলিশ অফিসার এসআই- মোঃ মিলন মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ টঙ্গী বাজারে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিয়া ৫ জন আসামীকে গ্রেফতার করে এবং অন্যান্য আসামীরা পালিয়ে যায়। পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ ও পেনাল কোড ১৮৬০ এর অপরাধে জড়িত আটক আসামীরা হল ১। তাহের (২৩) পিতাঃ কাজিম উদ্দিন সাংঃ ঘুনগিয়াজুড়ি থানাঃ ধোবাউরা জেলাঃ ময়মনসিংহ এ/পিঃ টংগী বাজার থানাঃ টংগী পূর্ব জেলাঃশ গাজীপুর কে গ্রেফতার ও তার হেফাজত হতে উদ্ধারকৃত মোবাইল ফোন এবং এজাহার নামীয় আসামী ২। সাগর (১৯) পিতাঃ নজরুল ইসলাম সাং- টংগী বাজার থানাঃ টংগী পূর্ব জেলাঃ গাজীপুর , এজাহার নামীয় আসামী ৩। নাঈম ( ১৯) পিতাঃ শরিফুল ইসলাম সাংঃ টংগী বাজার থানাঃ টংগী পূর্ব জেলাঃ গাজীপুর, এজাহার নামীয় আসামী ৪। হাসনাইন ( ২২) পিতাঃ মেজবাহ উদ্দিন সাংঃ টংগী বাজার থানাঃ টংগী পূর্ব জেলাঃ গাজীপুর, এজাহার নামীয় আসামী ৫। রাকিব (২৬) আব্দুল মালেক সাংঃ টংগী বাজার থানাঃ টংগী পূর্ব জেলাঃ গাজীপুর দের গ্রেফতার করে অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে। আসামীদের নিকট থেকে পর্ণোগ্রাফি ভিডিও ধারণকৃত মোবাইল ও ভিডিওটি উদ্ধার করে। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশের পক্ষ থেকে অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম প্রেস ব্রিফিং করেন। ব্রিফিং এ তিনি বলেন পর্ণোগ্রাফি ভিডিও ধারণ ও পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবীর অভিযোগে মামলা হয়েছে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৫ জনকে আটক করতে সক্ষম হয়েছি আর পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে।
Leave a Reply