৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ৮:২৯ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
হাফসা আক্তারঃ
স্বাধীনতা দিবসের একটি বির্তকিত নিউজের কারণে প্রথম আলোর সাভার প্রতিনিধি শামসুজ্জামানকে আটকের অভিযোগ আইন শৃংখলা বাহিনীর বিরুদ্ধে।
ভোর চারটার দিকে তিনটি গাড়িতে মোট ১৬ জন পুলিশ সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের শামসুজ্জামানের আমবাগানের বাসায় যায়। তাঁদের মধ্যে ৫ জন বাসায় ঢোকে।
একজন বাসার একটি ব্যাগ খালি করে সেই ব্যাগে একটি ল্যাপটপ, দুইটো মুঠোফোন ও একটি পোর্টেবল হার্ডড্রাইভ নেয়। এরপর শামসুজ্জামানকে সঙ্গে নিয়ে ৭-৮ মিনিটের মধ্যে বাসা থেকে বের হয়ে যায়।
পরে গাড়ি তিনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় যায়। সেখানে নুরজাহান হোটেলে সাহরি সম্পন্ন করেন তাঁরা। পরে ভোর পাঁচটার দিকে নম্বরপ্লেটহীন একটি গাড়ি শামসুজ্জামানকে নিয়ে ঢাকার দিকে চলে যায়।
আর দুইটি গাড়ি (ঢাকা মেট্রো-চ ৫৬-২৭৪৭ এবং ঢাকা মেট্রো-জ ৭৪-০৩৩১) আবার বাসার সামনে গিয়ে ১৫ মিনিটের মতো অবস্থান নেয়। সাড়ে পাঁচটার দিকে এই গাড়ি দুটিও চলে যায়।
বাসা থেকে তুলে নেওয়ার সময় বাসার মালিককে ডাকেন পুলিশের এক কর্মকর্তা। এ সময় পুলিশ জানায়, শামসুজ্জামানের করা একটি প্রতিবেদনের বিষয়ে রাষ্ট্রের আপত্তি আছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নেওয়া হচ্ছে।
পুলিশের এই সদস্যরা নিজেদের সিআইডির লোক হিসেবে দাবি করেন। এই ১৬ জনের মধ্যে আশুলিয়া থানার উপ-পরিদর্শক রাজু ছিলেন। ঘটনার সময় ঘটনাস্থলে থাকা একাধিক সাংবাদিকের মাধ্যমে এই সকল তথ্য পেয়েছে করাপশন ইন মিডিয়া।
যে তিনটি গাড়ি প্রথম আলোর সাংবাদিককে তুলে নেয়ার কাজে ব্যবহৃত হয়,সেই বহরের একটি গাড়ির ছবিও হাতে পেয়েছে করাপশন ইন মিডিয়া।
Leave a Reply