১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । সকাল ১১:৩৮ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
রাহিমা আক্তার মুক্তা
১৯৯৪ সাল থেকে অঘাত পরিশ্রম করে আওয়ামী লীগের সাথে উতুপুত ভাবে জড়িয়ে আছে বেগম হোসনেয়ারা রানী।
যখন বিরোধী দলের রাজত্ব ছিল সেই সময় থেকেই কঠিন ভাবে আওয়ামী লীগ পন্থী ছিলেন হোসনেয়ারা রানী, যে নিজেকে নিয়ে কখনো ভাবেনি, আলহাজ্ব সাফিয়া খাতুন এমপির হাত ধরে তার রাজনীতিতে যোগদান করা। আওয়ামী লীগের দুঃসময়ে হোসনেয়ারা রানী আঘাত পরিশ্রম করেন, সে আওয়ামী লীগ এর জ্বলন্ত উদাহরণ।
বরগুনা দুই আসনের এক রাজনৈতিক কর্মঠ হাতিয়ার বেগম হোসনেয়ারা রানী।
যে সারা জীবন মানুষের কল্যাণ নিয়ে ভেবেছেন। সে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সে কখনো নিজেকে নিয়ে ভাবেনি,
বিরোধী দল যখন নেত্রীকে কারাগারে বন্দি করে, তখন বেগম হোসনেয়ারা রানীর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।
বেগম হোসনে আনা রানী রাজনীতি করতে গিয়ে কখনো নিজের জীবন সাজাতে পারেনি, কখনো চিন্তাও করেনি তার কখনো সংসার করা দরকার কিংবা প্রয়োজন।
বেগম হোসনেয়ারা রানী বিরোধীদল থাকা অবস্থায় নয় বার কারাবাসে যান। যা একটা নারীর জন্য বিরল ঘটনা। এত কঠিন ভাবে রাজনৈতিক মাঠে সেটিকে থাকবে সেটা কখনো চিন্তাও করেনি কিন্তু সে পেরেছে। এই রানী দলের কাছে কখনো কিছুই চাইনি।
বেগম হোসনেয়ারা রানীর বর্তমান ইচ্ছে সে জীবনের বাকীটা সময় বামনা বেতাগী ও পাথরঘাটার মানুষের সেবা করে কাটাতে চান। সরজমিনে গিয়ে দেখা যায় বেগম হোসনেয়ারা রানী একজন সৎ চরিত্র ও সুন্দর মনের মানুষ, এই দীর্ঘ সময় রাজনীতিতে তার কোন কলঙ্ক নেই,
আমরা ২ আসনের জনগন এই ত্যাগী নেত্রী কে এমপি হিসেবে দেখতে চাই।
Leave a Reply