২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ । ভোর ৫:৩৭ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।
শাহিন আহমেদ, ভেদরগঞ্জ প্রতিনিধিঃ
শরীয়তপুর সখিপুর থানার ডিএমখালি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ওহাব ঢালী কান্দি রুবেল খান, (২৫) পিতা: হাসু খান, একই গ্রামেরই বাগিনা রাজীব (১৮) পিতা: রসুল গাইন এর হাতে খুন হয় ।
স্থানীয় সূত্রে জানা যায় রুবেলের স্ত্রীর সাথে রাজীবের দীর্ঘদিন যাবত অবৈধ সম্পর্ক রয়েছে। এ বিষয়টি জানতে পারলে মামা রুবেল ও বাগিনা রাজীবে মধ্যে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে রাজীব ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা ছুরি দিয়ে রুবেলকে আহত করেন। ২২/০২/২০২৩ তারিখে চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়, চিকিৎসাধীন অবস্থায় ঢাকা একটি হাসপাতালে ০১/০/২০২৩ তারিখে মৃত্যু হয়। মররদেহ ঢাকা থেকে শরীয়তপুরের সখিপুর ডিএম খালী গ্রামের বাড়ীতে আসলে একহৃদয় বিধায়ক দৃশ্যের সৃষ্টি হয়। গ্রামের মানুষ দলবেঁধে নিহতের বাড়ীতে আসতে থাকে।
এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার বলেন মৃত্যুর সংবাদ পেয়ে মামার বাড়ী থেকে আসামি রাজিবকে গ্রেফতার করি। এবং লাশ পোস্টমর্টেমের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আসামী রাজীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply