1. md.zihadrana@gmail.com : admin :
মানিক নগরে জুয়াড় আস্তানা থেকে ১৬ জুয়ারীদের আটক করছে পুলিশ - দৈনিক সবুজ বাংলাদেশ

৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ । সন্ধ্যা ৭:২৬ ।। গভঃ রেজিঃ নং- ডিএ-৬৩৪৬ ।।

সংবাদ শিরোনামঃ
উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে বোমা হামলা সুপ্রীম কোর্টে কজলিস্টে অভিনব জালিয়াতি হায়ার ইন্সপায়ারিং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স রান ২০২৪ এর সাথে দৌড় মেঘনা উপজেলা প্রেসক্লাব’র পূর্ণাঙ্গ কমিটি গঠন খাদ্য অধিদপ্তরের সহযোগিতায় ও এম এস এর পণ্য চুরির অভিযোগ সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে কালবে চেয়ারম্যান পদে আগস্টিন পিউরিফিকেশন! জাফলং ট্যুরিস্ট পুলিশ কেবলই মুগ্ধতা ছড়ায় বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির পানি ও স্যালাইন বিতরণ বিপ্লব, রশিদ, মুসা এবং হাসান কিভাবে ভেজাল ও নিম্নমানের ঔষধের উৎপাদন ও বাজারজাত অব্যাহত রেখেছে? গাইবান্ধা সদরে হত্যার উদ্দেশ্যে যুবককে ছুড়িকাঘাত,গৃহবধুর শ্লীলতাহানি
মানিক নগরে জুয়াড় আস্তানা থেকে ১৬ জুয়ারীদের আটক করছে পুলিশ

মানিক নগরে জুয়াড় আস্তানা থেকে ১৬ জুয়ারীদের আটক করছে পুলিশ

প্রিয়া চৌধুরী:

রাজধানীর মুগদা থানার আওতাধীন মানিক নগর এলাকা থেকে কুখ্যাত জুয়াড়ি নুর ইসলামের জুয়ার আস্তানা থেকে জুয়া খেলা অবস্থায় নুর ইসলাম সহ ১৬ জন জুয়াড়ি কে আটক করছে মুগদা থানার পুলিশ সদস্যরা। যানাযায় গত কাল মঙ্গলবার গভীর রাতে মুগদা থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান এর নির্দেশনায়, আশীষ কুমার দেব ইন্সপেক্টর (অপারেশন) এর নেতৃত্বে সঙ্গীয় সাব ইন্সপেক্টর মেহেদী হাসান মৌসুম, সাব ইন্সপেক্টর কামরুজ্জামান সহ মুগদা থানার একটি চৌকস টিম রাতভর অভিযান পরিচালনা করে মুগদা থানা এলাকার মানিক নগর পাকা রাস্তার মাথা হুমায়ুন মাস্টারের বাড়ি থেকে গভীর রাতে খেলারত অবস্থায় প্রধান জুয়ারী নুর ইসলাম সহ ১৬ জনকে আটক করেন। আটক কৃতরা হলেন ১, নুর ইসলাম সে দীর্ঘদিন ধরে মানিকনগর এলাকায় এ জুয়ার ব্যবসা পরিচালনা করে আসছিলেন, ২,মোঃ আক্তার হোসেন, ৩,মোঃ শরিফুল ইসলাম, ৪,মোঃ জামাল ৫, মোঃ টুলু ৬,মোঃ শরিফ ৭,জাকির হোসেন ৮, মাসুদ বাদল ৯,মোঃ আল আমিন সিকদার ১০, মোঃ আবুল কালাম ১১,কবির হোসেন ১২,মোঃ নজরুল ইসলাম ১৩,মোঃ বাদশা মিয়া ১৪, মোঃ সারোয়ার আলী ১৫,মোঃ মনির হোসেন ১৬ মোঃ কবির হোসেন হাওলাদার। এ সময় তাদের কাছ থেকে আলামত হিসেবে সর্বমোট নগদ ১৪,১৮০/ চৌদ্দ হাজার একশত আশি টাকা সহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করেন। ধৃত আসামীদের প্রকাশ্য আদালতে হস্তান্তর করা হয়েছে । এ বিষয়ে মুগদা থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান বলেন নুর ইসলাম দীর্ঘ দিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঘন ঘন জায়গা বদল করে গোপনে জুয়ার আস্তানা তৈরি করে গভীর রাতে নিরিবিলি সময় জুয়া খেলার আসর বসাতো, এ সমস্ত জুয়ারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জুয়াড়ীদের গ্রেফতারের খবরে এলাকার বসবাসকারী লোকজনেরা মুগদা থানার পুলিশ সদস্য সহ অফিসার ইনচার্জ তারিকুজ্জামান কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। এরকম অভিযান অব্যাহত থাকলে নুর ইসলামের মত জুয়াড়ী গডফাদার দের উচ্ছেদ করতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2021
ভাষা পরিবর্তন করুন »