শীতে নাকাল উত্তরাঞ্চল ১২ ডিগ্রিতে তাপমাত্রা

স্টাফ রিপোর্টার:

দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রিতে। ভোর ৬টায় জেলার তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।

গত তিনদিন মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রির মধ্যে রেকর্ড হলেও বৃহস্পতিবার ভোর ৬টায় তাপমাত্রা আরও কমে হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এখন দিন যত যাবে তাপমাত্রা আরও কমতে থাকবে।

এদিকে ভোর থেকে বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, কুয়াশা ভেদ করে সূর্যের কিরণ ছড়ালেও কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে শীত উপেক্ষা করেই নিজ নিজ কর্মে যেতে দেখা গেছে পাথর শ্রমিক, দিনমজুর, চা শ্রমিকসহ বিভিন্ন শ্রমজীবী মানুষদের।

স্থানীয় কয়েকজন কৃষক জানান, শীত পড়ে গেছে। ভোরে খেতে পাতা ও ফুলকপি, ধনিয়াপাতা, লাউ শাক, লাউ তুলতে গেলে গাছের পাতায় জমা শিশিরের স্পর্শে বরফের ঠান্ডা অনুভূত হচ্ছে। এতে হাত অবশ হয়ে আসে।

সবা:স:জু-২১৫/২৪

অসহায় কৃষ্ণ ত্রিপুরার জীবনে মানবতার দীপশিখা প্রজ্বলিত করল পানছড়ি যুবদল

অসহায় কৃষ্ণ ত্রিপুরার জীবনে মানবতার দীপশিখা প্রজ্বলিত করল পানছড়ি যুবদল

মোঃমাসুদ রানা,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের তারাবন গ্রামেনএক নিঃস্ব ও এতিম যুবক কৃষ্ণ ত্রিপুরার জীবনে নতুন আশার আলো জ্বালাল উপজেলা যুবদল। বহু বছর আগে পিতা-মাতাকে হারিয়ে একাকী জীবনযাপন করা কৃষ্ণ দীর্ঘদিন ধরে দারিদ্র্য ও অসহায়তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। কৃষিকাজ করে কোনোমতে জীবিকা নির্বাহ করলেও নিজের মাথা গোঁজার মতো একটি ঘর না থাকায় সামাজিক জীবনে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছিল তাকে। এমনকি এই কারণেই অনেকে তাকে মেয়ে বিয়ে দিতেও রাজি ছিলেন না।

এই করুণ বাস্তবতায় মানবিক উদ্যোগ নিয়ে কৃষ্ণ ত্রিপুরার পাশে দাঁড়ায় পানছড়ি উপজেলা যুবদল। জননেতা ওয়াদুদ ভুইয়া নির্দেশে তার জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়া হয় এবং জীবিকা নির্বাহের জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আফছার, সদস্য সচিব মোঃ সেলিমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

এই উদ্যোগ সম্পর্কে জননেতা ওয়াদুদ ভুইয়া বলেন, “রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রথম দায়িত্ব। অসহায় কৃষ্ণ ত্রিপুরার পাশে দাঁড়িয়ে আমরা মানবতার রাজনীতি করার অঙ্গীকারকে আরও একধাপ এগিয়ে নিলাম।”

পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি জনাব বেলাল হোসেন বলেন, “একটি রাজনৈতিক সংগঠনের শক্তি কেবল আন্দোলন-সংগ্রামে নয়, মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানোর মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত। আজ যুবদল সেই দায়িত্ব সুন্দরভাবে পালন করেছে।”

উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আফছার তার বক্তব্যে বলেন, “কৃষ্ণ ত্রিপুরার মুখে হাসি দেখতে পারা আমাদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। এ ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে আমরা সাধারণ মানুষের আস্থা অর্জন করতে চাই।”

সদস্য সচিব মোঃ সেলিম বলেন, “যুবদল শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি মানুষের সেবায় নিবেদিত একটি পরিবার। ভবিষ্যতেও সমাজের অবহেলিত ও প্রান্তিক মানুষের পাশে থেকে মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাব।”

কৃষ্ণ ত্রিপুরার চোখেমুখে এখন নতুন জীবনের আশার ঝলক। যুবদলের সহযোগিতা তার কাছে শুধু একটি ঘর নয়, এটি জীবনের নতুন সূচনার প্রতীক হয়ে উঠেছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের