জকিগন্জে ভূমি নিয়ে প্রতিপক্ষের হামলায় মিয়াজানকে হত্যার চেষ্টা।। থানায় মামলা দায়ের।

এমডি আকাশ খান:

জকিগন্জ উপজেলার নয়া গ্রামে ভূমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলায় আব্দুর রশিদ মিয়াজান (৪৫) নামে এক ব্যক্তিকে প্রতিপক্ষ কর্তৃক একই এলাকার জিয়াউর রহমান গংরা হত্যার চেষ্টায় শেষমেষ সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়,আব্দুর রশিদ মিয়াজান তাদের বৈদ সম্পত্তি, প্রবাসি জিয়াউর রহমানের গঙ্গের নামে স্যাটেলমেন্ট জরিপে আর এস রেকর্ড হলে মিয়াজান রেকর্ড সংশোধনের জন্য লেন্ড স্যারবে মামলা ও সত্য মোকদ্দমা নং ১৭৬৯,২০২১ ইং এ মামলা গুলো দায় করলে মামলা তুলে নেওয়া জন্য জিয়াউর রহমান গংরা ভয় বিতি সহ বিভিন্ন ধরনের হুমকি দামকি সহ নির্যাতন করে আসছে এহেন অবস্থায় গত ০৬/০৪/২০২২ইং তারিখে জিয়াউর রহমান বিদেশ থেকে বাড়িতে এসে আব্দুর রশিদ মিয়াজান ও তা স্ত্রী হেনা বেগমকে ভিন্ন অকৃত্য ভাবে গালি-গালাজ করথে থাকে। শেষে গত ১০/০৪/২০২২ইং আনুমানিক বিকেল ৪ ঘটিকার সময় মিয়াজানদের বাড়ির উঠানে জিয়াউর রহমান সহ অন্নান্যরা লাঠি সটা নিয়ে ও সুপারি গাছের লাঠি নিয়ে একদল দাঙ্গাবাজ মিয়াজানের উপর হামলা চালায় এসময় তাদের কে এলো পাতারি মার পিঠে গুরুতর আহত অবস্থায় মিয়াজান মাঠিকে পরে লঠিয়ে পড়লে জিয়াউর রহমান হত্যার উদ্দেশ্যে আব্দুল রশিদ মিয়াজানের গলায় বটি দা ধরে মূত্যুর নিশ্চিত চান আব্দুল রশিদ মিয়াজানেরহাতে ও পায়ে সজুরে ধরে রাখে এসময় সাক্ষী মনাপ মিয়া জিয়াউর রহমানের হাত থেকে দা উদ্ধার করে মিয়াজানকে প্রানে বাচান এসময় তার স্ত্রী হেনা বেগম আগাইয়া আসিলে তাকে ও উল্লেখিত আসামিরা চুলে ধরে পছন্ড মার পিট করে মাটিতে পেলে দেয় এসময়ে জিয়াউর রহমান হেনা বেগমের গলায় থাকা ৭০ হাজার টাকার মূল্যের স্বর্নের চেইন চিনতাইয় করিয়া নাইয়া যায় শেষে আশপাশের লোকজন আহত এ দুজন কে উদ্ধার করে প্রথমে জকিগন্জ হাসপাতাল নিয়ে যাওয়া হয় শেষে আব্দুর রশিদ মিয়াজান এর অবস্থার অবনতি ঘটলে আশংকা জনক অবস্থায় সিলেট উসমানী মেডিক্যাল কলেজ বর্তি করা হয় এহেনে ঘটনায় গত ১১/০৫/২০২২ইং তারিখে মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে আব্দুর রশিদ মিয়াজান বাদি হয়েও একিই বাড়ির মৃত আতাউর রহমানের ছেলে জিয়াউর রহমান(৩৮) ফয়জুর রহমান (৩২) মহিবুর রহমান (৫২) কে আসামি করে জকিগন্জ থানায় একটি মামলা দায় করা হয়েছে এই ঘটনায় যদি কোনো মামলা দায় করা হয় তাহলে তাদের কেপ্রনে মেরে পেলব বলে প্রকাশস্যে দেয় জিয়াউর রহমান ও তা সহযোগিরা

বিশ্বনাথে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্টিত

 

বিশ্বনাথ(সিলেট)প্রতিনিধি:

বিপুল উৎসাহ উদ্দীপনায় সিলেটের বিশ্বনাথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রাম-বাংলার ঐতিহ্যকে ধারণ করতে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়। আজ রবিবার (২৮ জানুয়ারি) উপজেলার দশঘর ইউনিয়নের দশঘর গ্রামের উত্তরের মাঠে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় আশপাশের গ্রাসসহ-বিভিন্ন জেলা-উপজেলা থেকে কয়েক শত নারী-পুরুষ ও উৎসুক শিশুরা উপস্থিত হয়ে এ প্রতিযোগিতা উপভোগ করেন। সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন নামের ঘোড়া নিয়ে মালিকরা সকাল ৯টা থেকে ঘোড়ার দৌড় প্রতিযোগীতা অংশ নেন। সেই প্রতিযোগীতায় অংশ নেয় মেসি, নেইমার, টাইগার, সোনারতরী, বিজয়সিং, লালনশাহ ও মায়ের দোয়া নামের প্রায় শতাধিক ঘোড়া।

দর্শনার্থীরা জানান, গ্রামেগঞ্জে এখন আর ঘোড়া চোখেই পড়ে না। আমরা এখন নানা ধরনের বাহন ব্যবহার করি। এক সময় গ্রামীণ জীবনে পছন্দের বাহন ছিল ঘোড়া। কম বেশি সকলেই ঘোড়া ব্যবহার করতেন। গ্রামে গ্রামে হতো ঘৌড়দৌড়। এটাকে কেন্দ্র করে বিরাজ করতো উৎসবের আমেজ। দীর্ঘ দিন পর গ্রামের হারিয়ে যাওয়া ঐতিহ্য উপভোগ করতে পেরে সকলেই আনন্দিত।
আয়োজক কমিটির সদস্য রকিব মিয়া জানান, দীর্ঘদিন পর আমরা গ্রামবাসী ঐতিহ্যেও ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করি। এতে পুরনো দিনের সেই আনন্দ-আমেজ ফিরে পেয়েছি

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন