মাদকের স্বর্গরাজ্য কুষ্টিয়ার দৌলতপুর

স্টাফ রিপোর্টার: 

কুষ্টিয়ার দৌলতপুর যেন মাদকের স্বর্গরাজ্য। হাত বাড়ালেই পাওয়া যায় নানা ধরনের মাদক। ভারতের সীমান্ত পেরিয়ে আসছে মাদকদ্রব্য। কুষ্টিয়া সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা এসব মাদক ছড়িয়েও পড়ছে দেশের নানা প্রান্তে। দু-একজন পাচারকারী ধরা পড়লেও নেপথ্যের গডফাদাররা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে।

কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুর। ৪৬ কিলোমিটার জুড়েই ভারত সীমান্ত। তার ১৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া, বাকি ২৮ কিলোমিটার উন্মুক্ত। সেই পথে আসছে কোটি কোটি টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। হাত বদল হয়ে যা দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে।

ভারত থেকে পাচার হয়ে প্রতিদিন দেশে ঢুকছে প্রচুর ফেনসিডিল, গাঁজা, হেরোইন, ইয়াবা ও মদ।

উদ্বিগ্ন নাগরিক সমাজ বলছেন, পুলিশ প্রাশাসনের তদারকি কমে যাওয়ায় বেড়েছে মাদক পাচার ও ব্যবসা। প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা না গেলে ধ্বংস হয়ে যাবে দেশের যুব সমাজ।

প্রশাসনের কর্মকর্তারা বলছেন, মাদক পাচাররোধে অভিযান চলমান রয়েছে। অভিযানে মাদকসহ কারবারীদের আটকও করা হচ্ছে।

 

সবা:স:জু-২৩৪/৩৪

বিআরটিএ অফিস সহকারী মনিরের দূর্নীতি ও দৌরাত্ম্য!

 

রাহিমা আক্তার মুক্তা :-
রাজধানীর মিরপুর ১৩ নম্বর বিআরটিএ মোটরসাইকেল মালিকানা বদলি শাখায় ১১৮ নম্বর রুমের চিত্র ও তথ্য অনুযায়ী দূর্নীতি — অনিয়মের ব্যাপক অভিযোগ পাওয়া গেছে দ্বায়িত্ব থাকা অফিস সহকারী মনির হোসেনের বিরুদ্ধে । অফিস চলাকালে বর্হিরাগত এক ঝাঁক দালাল নিয়ে মনির তার আশপাশে বসিয়ে তাদের মাধ্যমে বিভিন্ন অপকর্ম করে আসছেন । গ্রাহকদের কাগজপত্রে ফাইল আটকে রেখে ওই দালালদের মাধ্যমে অর্থের বিনিময়ে ফাইল ঠিক করে দেওয়ারও অভিযোগও পাওয়া গেছে। যে সব দালালদের মাধ্যমে মনির কাজ করে তারা হলো, জিকু, সজিব , হালিমসহ আরো অনেকেই। বিআরটিএতে তারা অবৈধ ভাবে কাজ করার জন্য তাদেরকে আইন প্রয়োগকারীরা কয়েক বার আটক করে । তাদের জেল জরিমানাও করা হয় । সেই দালালদের নিয়ে মনির হোসেন তার অপকর্ম চালিয়ে যাচ্ছে । সরজমিনে দেখা গেছে ১১৮ নম্বর রুমে গ্রাহকরা তাদের কাগজপত্রে ফাইল নিয়ে গেলে দায়িত্বরত মনির হোসেন কাগজপত্র দেখে বলে তাদের সঙ্গে কথা বলতে। তার নিয়োজিত ওই দালালদের সঙ্গে । দালালদের কাছে গেলে তারা কাগজপত্র দেখে বিভিন্ন অজুহাত দেখায় । পরে অর্থে বিনিময়ে ফাইলের কাজ করে দেয় তারা । জানা গেছে, ওই রুমটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ রুম । যে রুমে গ্রাহকদের সকল প্রকার গাড়ীর কাগজপত্রের ফাইল ( রেকর্ড রুম ) রাখা হয় । সেই রুমে ভেতরে আবার দালালদের বসিয়ে বিভিন্ন অপকর্ম কাজ করছেন মনির হোসেন । গ্রাহকদের অভিযোগে জানা যায়, কাগজপত্র সঠিক থাকা সত্ত্বেও তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করতে থাকে । তারা বলে পুলিশ ভেরিফিকেশন লাখবে । পুলিশ ভেরিফিকেশন না থাকলে তারা কাগজপত্রের ফাইল রাখবে না। পরে দালালদের মাধ্যমে অর্থ চাওয়া হয় । ১৫০০ থেকে ২০০০ হাজার টাকা দিতে হবে ।তাহলে কাজ করার যাবে । পরে গ্রাহকদের কাগজপত্রে ফাইল ঠিক করে দেওয়া হয় ।
সরেজমিনে আরো চিত্র ভেসে ওঠে, নির্বাহী থাকা কালীন সময়ে তার কম্পিউটারের সার্ভার ডাউন থাকে, এ বিষয়ে জানতে চাইলে সে বলেন নির্বাহী আছে, একা কী কাজ করা যায়, গ্যাটিসরা সব বাহিরে। যার জন্য দরজা বন্ধ করে রুমের সামনে বসে থাকতে দেখা যায় অফিস সহকারী মনির কে। আরো জানা যায় অফিসের সময় শেষ হয়ে গেলেও তারা রাত ১০ টা নাগাত অফিসে থাকে, এবং তখন তার সার্ভার এক্টিভ থাকে। তখন উপড়ের ইশারায় সব কাজ হয়ে যায়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে আরও দেড় হাজারের বেশি আবেদন সতর্ক মন্ত্রণালয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের