স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার দৌলতপুর যেন মাদকের স্বর্গরাজ্য। হাত বাড়ালেই পাওয়া যায় নানা ধরনের মাদক। ভারতের সীমান্ত পেরিয়ে আসছে মাদকদ্রব্য। কুষ্টিয়া সীমান্ত দিয়ে পাচার হয়ে আসা এসব মাদক ছড়িয়েও পড়ছে দেশের নানা প্রান্তে। দু-একজন পাচারকারী ধরা পড়লেও নেপথ্যের গডফাদাররা রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে।
কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী উপজেলা দৌলতপুর। ৪৬ কিলোমিটার জুড়েই ভারত সীমান্ত। তার ১৮ কিলোমিটারে কাঁটাতারের বেড়া, বাকি ২৮ কিলোমিটার উন্মুক্ত। সেই পথে আসছে কোটি কোটি টাকার বিভিন্ন প্রকার মাদকদ্রব্য। হাত বদল হয়ে যা দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে।
ভারত থেকে পাচার হয়ে প্রতিদিন দেশে ঢুকছে প্রচুর ফেনসিডিল, গাঁজা, হেরোইন, ইয়াবা ও মদ।
উদ্বিগ্ন নাগরিক সমাজ বলছেন, পুলিশ প্রাশাসনের তদারকি কমে যাওয়ায় বেড়েছে মাদক পাচার ও ব্যবসা। প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা না গেলে ধ্বংস হয়ে যাবে দেশের যুব সমাজ।
প্রশাসনের কর্মকর্তারা বলছেন, মাদক পাচাররোধে অভিযান চলমান রয়েছে। অভিযানে মাদকসহ কারবারীদের আটকও করা হচ্ছে।
সবা:স:জু-২৩৪/৩৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.