স্টাফ রিপোর্টার :
আজ মহান বিজয় দিবস। ঐতিহাসিক এ দিনটি উদযাপনে মেতে ওঠেছে এ দেশের মানুষ। সর্বস্তরের মানুষ শহিদদের শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবস উপযাপন করছেন। সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও বিজয়োৎসবে মেতেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে আসছে তারকাদের বিজয়োল্লাস। বিদ্যা সিনহা মিম, শবনম বুবলী, জিয়াউল ফারুখ অপূর্ব, শবনম ফারিয়ারা প্রকাশ করেছেন নিজেদের ভাবনা। সবাইকে জানিয়েছেন মহান বিজয়ের শুভেচ্ছা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে লাল সবুজের পতাকা দুহাতে তুলে ধরে নিজের ফেসবুকে মিম লিখেছেন, ‘মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
শবনম ফারিয়া লেখেন, ‘এই দেশের মানুষ চিরকাল গর্ববোধ করবে যে দিনটির জন্য, আজকে সেই দিন, ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করছি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
অপূর্ব লিখেছেন, ‘আমার বাংলাদেশ, আমার সার্বভৌমত্ব, আমার সার্বভৌমত্বের প্রতীক, আমার পরিচয়, আমার অহংকার। সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।’
সন্তান বীরকে সঙ্গে নিয়ে বিজয়ের আনন্দে মেতেছেন বুবলী। তিনি লিখেছেন, ‘সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা, বিনম্র শ্রদ্ধা সকল বীর শহীদদের প্রতি।’
পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশ বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হওয়ার মুহূর্তকে স্মরণ করে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে আজ বিজয় দিবস উদযাপন শুরু হয়।
বিজয় দিবস উপলক্ষ্যে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের শহীদ স্মৃতিস্তম্ভে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পুষ্পস্তবক করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণের জন্য উন্মুক্ত করা হয়।
সবা:স:জু- ৩৭০/২৪
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ || বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন, ঢাকা-১০০০ || মোবাইল : ০১৫১১৯৬৩২৯৪,০১৬১১৯৬৩২৯৪ || ই- মেইল: dailysobujbangladesh@gmail.com || ওয়েব : www.dailysobujbangladesh.com
Copyright © 2025 দৈনিক সবুজ বাংলাদেশ. All rights reserved.