চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ম্যাচসূচি, প্রতিপক্ষ যারা

খেলা ডেস্ক : 

দীর্ঘ নাটকীয়তার পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি– ২০২৫ আসর শুরুর মাত্র ৫৬ দিন আগে সময়সূচি ঘোষণা করা হয়েছে। যেখানে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের সঙ্গে ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। সেখানে তাদের আরেক প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির। টুর্নামেন্টের দ্বিতীয় দিন (২০ ফেব্রুয়ারি) ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা মাঠে নামবে।

পাকিস্তানের মাটিতে ভারত খেলতে যাবে না বলেই দীর্ঘ সময় ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা নিয়ে নাটকীয়তা চলেছে। শেষমেষ হাইব্রিড মডেলেই হতে যাচ্ছে বৈশ্বিক এই টুর্নামেন্টটি। সে অনুসারে পাকিস্তানের পাশাপাশি টুর্নামেন্টের ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে হবে। মধ্যপ্রাচ্যের ওই শহরেই ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ আসরের কাউন্টডাউন শুরু হয়েছিল অনেক আগে। সূচিও ঘোষণা করার কথা ছিল ন্যূনতম তিন মাস আগে। কিন্তু হাইব্রিড মডেল নিয়ে ভারত-পাকিস্তানের দ্বিধাগ্রস্ত অবস্থান ক্রমেই সেই সময় পিছিয়ে দিয়েছে। আসন্ন টুর্নামেন্টের গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশ। এ ছাড়া গ্রুপ ‘বি’তে খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। টুর্নামেন্টের পর্দা উঠবে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে।

টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যকার হাই-ভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৩ ফেব্রুয়ারি। এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে। ৮ দলের টুর্নামেন্টে সর্বমোট ১৫ টি ম্যাচ হবে। গ্রুপপর্বের ম্যাচগুলো হবে ২ মার্চ পর্যন্ত। এরপর ৪ ও ৫ মার্চ দুটি সেমিফাইনাল এবং ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ও ফাইনাল মিলিয়ে তিন ম্যাচের জন্য রয়েছে রিজার্ভ ডে।

সবা:স:জু- ৪৬৭/২৪

প্রধান উপদেষ্টার সংবর্ধনায় সিক্ত সাফজয়ীরা

স্পোর্টস ডেস্ক॥

নেপালে দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ জেতায় বাংলাদেশ নারী দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনার দেওয়া হয়।

এর আগে সকাল সাড়ে ১০টায় যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলটি। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন নারী দলের ২৩ সদস্য।

এসময় নারী দলের পক্ষ থেকে ফুটবলারদের অটোগ্রাফ সংবলিত অধিনায়ক সাবিনা খাতুনের একটি জার্সি উপহার দেওয়া হয় প্রধান উপদেষ্টাকে। পরে নারী দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশন সারেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টাকে সাফজয়ীদের উপহার
যাদের হাত ধরে দক্ষিণ এশিয়ায় নারী সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট জিতেছে বাংলাদেশ। সেই ২৩ নারী ফুটবলারকে সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা। সাফজয়ী ফুটবলারদের বাইরে সংবর্ধনায় যোগ দেন প্রধান কোচ পিটার বাটলার ও দলের ম্যানেজার মাহমুদা অনন্যা। তবে এই সংবর্ধনায় আসেননি কোনো বাফুফে কর্তারা। এর আগে, গত বুধবার নেপালকে তাদের মাটিতে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ। এরপর বৃহস্পতিবার দেশে ফেরে সাফজয়ীরা। ছাদখোলা বাসে তাদের বিমানবন্দর থেকে আনা হয় বাফুফে ভবনে। সেখানে ফুটবলারদের ফুল দিয়ে বরণ করে নেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই সঙ্গে পুরস্কার হিসেবে সাফজয়ীদের হাতে এক কোটি টাকা পুরস্কার তুলে দেন তিনি।

সবা:স:সু-০৫/১১/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম