শশীভূষণে ধর্ষণ মামলার পলাতক আসামি আটক

সবুজ বাংলাদেশ ডেস্ক: 

ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় দায়েরকৃত আলোচিত ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি মো. আব্দুল বারেক (৪৫) কে অভিযান চালিয়ে আটক করে  র‍্যাব-৮।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টায় উত্তর চর মঙ্গল সাকিনস্থ হাওলাদার বাড়ি থেকে তাকে সুস্থ অবস্থায় গ্রেফতার  করা হয়৷

গ্রেফতার আব্দুল বারেক শশীভূষণ থানার উত্তর চরমঙ্গল ৬নং ওয়ার্ডের মোশারফ হোসেন মশু হাওলাদারের ছেলে।

ক্যাম্প কমান্ডার লে. মো. শাহরিয়ার রিফাত অভি জানান, মো. আব্দুল বারেক ভোলা জেলার চরফ্যাশন উপজেলার  শষীভূষণ থানার আলোচিত ধর্ষণ মামলা (যাহার মামলা নং-০৬, তারিখ-০৯/১০/২০২৪ ইং) ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ ( সংশোধিত/২০২০) এর ৯(১) এর এজাহারনামীয় একমাত্র পলাতক আসামী।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে  পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের উদ্দেশ্যে শষীভূষণ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

 

সবা:স:জু- ৪৯৫/২৪

পটুয়াখালীতে নারী সমাবেশ ও মানব বন্ধন

মুন্নি বেগম,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

বিএনপি-জামায়াতের দেশ বিরোধী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে পটুয়াখালীতে নারী সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৫/১১/২০২৩খ্রিঃ সকালে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যেগে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গনে নারী সমাবেশ ও মানব বন্ধনে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক নাসিমা বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সোহানা হোসেন মিকি প্রমুখ। সমাবেশ ও মানব বন্ধনে মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন বিএনপি জামাত দেশে যে নৈরাজ্য সৃষ্টি করছে তার মূল্য দিতে হবে। ইতিমধ্যে তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সেটি বুঝতে পেরে তারা নির্বাচন বানচালের প্রক্রিয়া শুরু করেছেন। এসব জ্বালাও পোড়াও করে নির্বাচন বন্ধ করা যাবেনা। প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করছেন তাই জনসাধারন আবারো উন্নয়নের প্রতিক নৌকাকে বেছে নেবে। এদিকে জেলা জজ কোর্ট প্রঙ্গনে শান্তি মিছিল ও উন্নয়ন সমাবেশ করেছে জেলা আওয়ামী আইনজীবী পরিষদ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম