ডেমরায় লেগুনার ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

স্টাফ রিপোর্টারঃ

রাজধানীর ডেমরায় লেগুনার ধাক্কায় আরিফ হোসেন (৩৯) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি দক্ষিণ বনশ্রীতে এবি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক, পাশাপাশি সিঙ্গার কম্পানির মালামাল সার্ভিসিং ও মেরামতের কাজ করতেন।

গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে ডেমরার সুলতানা কামাল ব্রিজের ঢালে এ দুর্ঘটনাটি ঘটে।

ডেমরা থানার এসআই তাহমিনা বেগম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল শনিবার বিকেলে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় লেগুনাটিকে জব্দ করা হয়েছে, চালক পলাতক রয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছ।

নিহতের বড় ভাই শরিফ হোসেন বলেন, ‘আরিফ দুদিন আগে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া গ্রামের বাড়িতে সপরিবারে বেড়াতে গিয়েছিলেন।

সেখানে পরিবারকে রেখে গতকাল  শনিবার দুপুরে ঢাকার দক্ষিণ বনশ্রীর বাসায় ফেরার পথে ডেমরা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন।’

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চাঁনপুর গ্রামের মৃত হাবিব রহমানের ছেলে আরিফ। বর্তমানে দক্ষিণ বনশ্রীতে পরিবার নিয়ে থাকতেন।

সবা:স:জু- ৫৫৮/২৪

 

৩৪ ভরি সোনাসহ ২ ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

রাজধানীর কমলাপুর রেলস্টেশনে সোনা ছিনতাইকালে ২ ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। এসময় অনুমানিক ৩৯৯ গ্রাম (৩৪ ভরি) স্বর্ণ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- রাকিব হাওলাদার (২৬) ও মো. ইমন (২৩)।

আনোয়ার হোসেন বলেন, কমলাপুর রেলস্টেশনে স্বর্ণ ছিনতাইকালে রেলওয়ে পুলিশ ২ ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করেছে। এসময় অনুমানিক ৩৯৯ গ্রাম (৩৪ ভরি) স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি বলেন, গতকাল সকালে জনৈক কাইয়ুম (২৩) বিমানবন্দর রেলস্টেশন থেকে একতা ট্রেন যোগে কমলাপুর রেলস্টেশনে পৌঁছান। স্টেশন থেকে তিনি বের হওয়া মাত্রই স্টেশন চত্বরে আগে থেকে ওৎ পেতে থাকা ছিনতাইকারী চক্র পূর্বপরিকল্পনা মোতাবেক অতর্কিতে ভিকটিম কাইয়ুমকে ঘিরে ধরে। তার প্যান্টের পকেটে থাকা স্বর্ণগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এসময় ধস্তাধস্তি ও ভিকটিমের চিৎকারে স্টেশন চত্বরে কর্তব্যরত রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুজন সদস্য এগিয়ে গিয়ে ভিকটিমকে ছিনতাইকারী চক্রের কবল থেকে উদ্ধার করে। দুজন ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

এসময় উপস্থিত জনতা এগিয়ে এলে বাকি ছিনতাইকারীরা পালিয়ে যায়। ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন