কাগজপত্র যাচাইয়ের কারণে সহায়তায় দেরি: সারজিস

স্টাফ রিপোর্টারঃ 

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে দুই হাজার ২২৯টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

আজ বুধবার রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

স্নিগ্ধ বলেন, ‘গত ১ অক্টোবর থেকে শহীদ ও আহতদের স্বজনদের আর্থিক সহায়তা দেওয়া শুরু হয়। এখন পর্যন্ত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ১০৯ কোটি ২০ লাখ ২৩ হাজার পাঁচ টাকা জমা হয়েছে। এর মধ্যে খরচ হয়েছে ৪৭ কোটি ৩২ লাখ ৭২৯ টাকা। বাকি ৬১ কোটি টাকা ফাউন্ডেশনের কাছে জমা আছে।’

‘এখন পর্যন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে সর্বমোট দুই হাজার ২২৯টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এরমধ্যে ৬২৮ জন নিহতের পরিবার ও এক হাজার ৬০১ জন আহতের পরিবারকে সহায়তা দেওয়া হয়েছে’, বলেন তিনি।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমআইএস থেকে পাওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, শহীদের সংখ্যা ৮২৬ জন। এরমধ্যে ৬২৮ জনের পরিবারকে ফাউন্ডেশন থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আর ১৯৮ জন শহীদের পরিবারের কাছে সহায়তা পৌঁছানো বাকি আছে।’

তিনি বলেন, ‘ওই তালিকায় আহতদের সংখ্যা ১১ হাজার ৩০৬ জন। এরমধ্যে এক হাজার ৬০১ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।’

আহতদের সহায়তা প্রদানে বিলম্ব কেন? এর ব্যাখ্যায় সারজিস কয়েকটি প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘এমআইএস তালিকাটি করেছে জেলা প্রশাসনের মাধ্যমে। বার বার যাচাই করা হচ্ছে তালিকা। এমন কেস পাওয়া যাচ্ছে, যারা আন্দোলনের সময় আহত হলেও আন্দোলনকারী ছিলেন না। এমআইএস-এর তালিকা ও ফাউন্ডেশনের তালিকার মধ্যে সমন্বয় করা হচ্ছে। ফাউন্ডেশনের যেসব আবেদন আসছে, আমরা সেগুলো যাচাই করছি।’

‘যাদের নাম এমআইএস তালিকায় আছে এবং ফাউন্ডেশনে আবেদন করেছেন, তাদের যাচাই করে সহায়তা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় নথি না থাকলে সহায়তা পেতে অনেক ক্ষেত্রে সময় লাগছে। হাসপাতাল থেকে ছাড়পত্রের প্রমাণ সঙ্গে থাকতে হবে’, বলেন সারজিস।

অনেকের হাসপাতালের ছাড়পত্রের কাগজ, প্রত্যয়নপত্র নেই বলে যাচাই করে তাদের আর্থিক সহায়তা দিতে দেরি হচ্ছে বলে জানান সারজিস।

তিনি বলেন, ‘ফাউন্ডেশনে মোট ৩৫ জন কাজ করছেন। এতদিন আমরা শহীদদের পরিবারকে সহায়তা দেওয়া নিয়ে বেশি কাজ করেছি। এখন আমাদের প্রায়োরিটি থাকবে আহতদের সহায়তা দেওয়া।’

 

সবা:স:জু- ৫৮৮/২৪

শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে নাঃ বরকত উল্লাহ বুলু

স্টাফ রিপোর্টার:

বিএনপির দাবিতে শতকরা নব্বই শতাংশ মানুষ ইতিমধ্যে সমর্থন জানিয়ে বিএনপি’র সমাবেশে যোগ দিচ্ছে বলে মনে করেন বিএনপি অন্যতম ভাইস চেয়ারম্যান বুলু।

আজ ২০ অক্টোবর সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ-জিসপ কর্তৃক আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বরকত উল্লাহ বুলু আরও বলেন,

বাংলাদেশের মানুষ নিজের অর্থ ও শ্রম দিয়ে শেখ হাসিনার পদত্যাগ চাই। শেখ হাসিনা গত নির্বাচনে বাবার নামে কসম খেয়ে দিনের ভোট রাতে করেছে সুতরাং এই সরকারের অধীনে নির্বাচন করা যায় না। গণতন্ত্র ধ্বংস করে গণতান্ত্রিক দেশগুলোর সাথে বাংলাদেশের শত্রুতার সৃষ্টি করেছে এই সরকার।
তিনি উল্লেখ করেন, শেখ পরিবারের ৬০ জন লোক দেশ চালাচ্ছে এবং লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশ ধ্বংস করেছে।

এ সময়ে প্রধান বক্তার বক্তব্যে জয়নাল আবেদীন ফারুক বলেন,
প্রশাসনের কিছু অতি উৎসাহী কর্মকর্তাদের দিয়ে এ সরকার আবারও ক্ষমতায় যেতে চায়।
তলে তলে সমঝোতার কথা বিএনপি বিশ্বাস করে না বিএনপি আদব কায়দার আর দল শান্তি পূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে, শ্রীলংকার মত করতে চায় না। আমাদের নেতা তারেক রহমান ক্ষমতায় গেলে আজীবন তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে সংযোজন করবে, বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা মন্ডলীর অন্যতম এই সদস্য।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার এ এম মাহাবুব উদ্দিন খোকন বলেন,
আওয়ামী লীগের ওয়াদা জনগণ এবং বিএনপি বিশ্বাস করে না। জাতির কাছে যদি আওয়ামী লীগ ক্ষমা চাই, তবে আওয়ামী লীগের সাথে আলোচনার পরিবেশ সৃষ্টি হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি নেতা মোঃ শাহজাহান খান,হাবিবুর রহমান হাবিব, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, রফিকুল আলম মজনু সহ সকল নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা ও রায় প্রত্যাহার সহ নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত এই অবস্থান কর্মসূচির সভাপতিত্ব করেন জিসপ কেন্দ্রীয় কমিটির সভাপতি গিয়াস উদ্দিন খোকন।
এডভোকেট মোঃ কামাল কামাল হোসেনের পরিচালনায় উক্ত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন,
বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ, বিএনপি নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট শাহিনুর, রকিবুল ইসলাম রিপন, মুক্তার আকন্দ প্রমূখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন