সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না

স্টাফ রিপোর্টারঃ

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার এতই যোগ্য যে, থানা থেকে ওসি পালিয়ে যায় কিন্তু টেরই পায় না। আগের দিনে দেখেছি চোর পালাতে পারে না। আর এখন চোরের সরদার যারা, তারা পালিয়ে যায়। যারা লুটপাট করেছে, তাদের কাউকে ধরার মতো বাস্তব কাজ সরকার করতে পারেনি।

শনিবার (১১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে টিসিবির ট্রাক সেল বন্ধ, ৪৩ লাখ পরিবারের কার্ড বাতিল এবং শতাধিক পণ্যে শুল্ককর বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ মানববন্ধনের আয়োজন করে নাগরিক ঐক্য।

মাহমুদুর রহমান বলেন, আমরা সংস্কারের কথা বলেছি এবং আমরা সংস্কার চাই। এ সরকার (অন্তর্বর্তীকালীন সরকার) সংস্কারের কথা বলেছেন। একটা অনির্বাচিত সরকার, বিশেষ একটা পরিস্থিতিতে গড়ে তোলা সরকার, একটা সরকার থেকে আরেকটা সরকার বানাতে যে সময় লাগে, সেই মধ্যবর্তী সময়ের জন্য তারা সরকার। এসময়ের মধ্যে যতখানি যা করা দরকার, তারা সেটা করবেন। কিন্তু তারা গরিব মানুষের কল্যাণে আজ পর্যন্ত একটা কাজও করেননি।

ড. ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, আইএমএফ বাংলাদেশকে ৬৪০ কোটি ডলার বা ৬৭০ কোটি ডলার দেবে। টাকা দেওয়ার বদলে তারা ১০০টা দ্রব্যের ওপর ভ্যাট-ট্যাক্স বাড়াতে বলেছে। আপনি ভালো লোক। আপনি আরও ভালো থাকেন। আমরা আপনাকে তো অসম্মান করছি না। কিন্তু আমার পেটে যদি ক্ষুধায় আগুন জ্বলে তাহলে আমি বলব, আপনি এসব ট্যাক্স কেন তুলে দিয়েছেন। কাজের কাজ এখনো কি করতে পেরেছেন? ব্যাংকগুলো সব ঠিকমতো চলে? যেরকম চেক দেয়, সেরকম টাকা দিতে পারে? এখন পর্যন্ত ব্যাংকগুলো তার নিয়ম অনুযায়ী চলে? সবগুলো ব্যাংকে যথাযথ তারল্য আছে? আমরা সেজন্য ড. ইউনূসকে কাঠগড়ায় তুলছি না। অন্তর্বর্তী সরকারকে কাঠগড়ায় তুলছি না। কিন্তু আমরা যে শুনলাম ড. ইউনূস এলে দেশের চেহারা বদলে যাবে, সারা দুনিয়ায় তার এত বন্ধুবান্ধব, এত ভক্ত; ওরা সবাই টাকা দেবে আর আমাদের সংকট কেটে যাবে। এরকমভাবে এখনো পর্যন্ত বিদেশ থেকে আমাদেরকে তো কোনো টাকা পয়সা দেয়নি।

 

সবা:স:জু- ৭৪৬/২৫

ভাইরাল হলো রাজশাহী  আওয়ামী লীগ নেতার অশ্লীল ভিডিও 

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী  মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের অশ্লীল ভিডিও ভাইরাল হয়েছে। শুক্রবার দুপুরে ওই ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি নিয়ে দাবি করা হয়েছে, ডাবলু সরকার এক নারীর সঙ্গে ভিডিও কলে অশ্লীল কাজ করেছেন। যদিও ওই নারীর ছবির জায়গাটি ব্লার করে দেওয়া হয়েছে। কথোপকথনও মিউট করে রাখা হয়েছে।

এ ব্যাপারে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার ওই ভিডিওটি নিজের দাবি করলেও কোনো নারীর সঙ্গে তিনি এমন করেননি বলে দাবি করেছেন। তার বাড়ির বাথরুমে কেউ ক্যামেরা সেট করে ভিডিও ধারণ করে থাকতে পারে বলে দাবি তার। ভিডিওটিতে দেখা যায়, ডাবলু সরকার মোবাইলে কারও সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। এক পর্যায়ে তিনি শরীর থেকে সব পোশাক খুলে ফেলেন।

এ সময় তার মোবাইলে অন্য আরেকটি কল আসলে তিনি কেটে দেন। ভিডিওতে কোনো অডিও রাখা হয়নি। এদিকে এমন ভিডিও ছড়িয়ে পরায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের