ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১২

স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরের রামগঞ্জে ওয়ার্ড কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা-ধাওয়া হয়েছে। এতে বিএনপি নেতাসহ উভয়পক্ষের ১২ জন আহত হয়েছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ভোলাকোট ইউনিয়নের নাগমুদ বাজারে ছাত্রদল নেতা আরমান হোসেন রাকিব ও ফাহিম চৌধুরীসহ তাদের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন, স্থানীয় বিএনপি নেতা কবির পাটোয়ারী, আহাম্মেদ তফু, অহিদ উল্যা, যুবদল নেতা রাজু পাটোয়ারী, শাহাদাত পাটোয়ারী, সিরাজ মিয়া, ছাত্রদল নেতা শরীফ হোসেন, মিরাজ হোসেন, সিয়াম, ফারুক হোসেন, মো. ফাহিম ও শাকিল। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দলীয় সূত্র জানায়, ওয়ার্ড কমিটি বিলুপ্তির ঘটনা নিয়ে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরমান হোসেন রাকিব ও সদস্য ফাহিম চৌধুরীর সঙ্গে দ্বন্দ্ব দেখা দেয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও একে অপরের বিরুদ্ধে লেখালেখি করে। এতে সোমবার ফাহিম ইউনিয়ন পরিষদে এলে রাকিবের অনুসারীরা তাকে মারধর করে। এ ঘটনায় বিকেলে ছাত্রদলের একাংশ প্রতিবাদ সভার আয়োজন করে। ওই সভায় রাকিবের পদত্যাগের দাবি উঠে। এর জের ধরে বাজারে দু’পক্ষের মধ্যে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে।

ভোলাকোট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরমান হোসেন রাকিব বলেন, ১, ২, ৬ ওয়ার্ড কমিটি বিলুপ্ত করায় একটি পক্ষ আমার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালায়। এখন আবার আমার বিরুদ্ধে ফাহিম মিথ্যা অভিযোগ তুলেছে।

ভোলাকোট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল খায়ের মুকসুদি বলেন, ছাত্রদলের একাংশ প্রতিবাদ সভা করেছে। আমরা সেখানে ছিলাম। সেখান থেকে চলে আসলে পরে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, হামলা-সংঘর্ষের ঘটনা কেউ আমাকে জানায়নি। খোঁজ নিয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুই পক্ষকে শান্ত থাকার জন্য দলের সিনিয়র নেতারা নির্দেশ দিয়েছেন।

১ মাস আগে বদলি হলেও চেয়ার ছাড়ছেন না প্রকৌশলী

স্টাফ রিপোর্টার:

রাজধানীর অদুরেই কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদ উল্লাহকে গত মাসে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বদলি করা হয়। আর তার স্থলে দেয়া হয় নারায়ণগঞ্জ আড়াইহাজারের উপজেলা প্রকৌশলী আরিফ রহমানকে। অথচ এক মাস অতিবাহিত হলেও চেয়ার ছাড়তে নারাজ মাহমুদ উল্লাহ। এ দিকে, এলজিইডিতে ডোর টু ডোর ঘুরছেন প্রকৌশলী আরিফ।

জানা গেছে, এলজিইডির প্রধান প্রকৌশলী মো: আলী আখতার হোসেন স্বাক্ষরিত অফিস আদেশ কপি যার তারিখ ২৭ -৮-২০২৪। নং ৪৬,০২,০০০,০০১,১৯,১৩০,১৭-৯৯৭৮। এতে উল্লেখ্য যে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদবি ও কর্মস্থলে বদলি করা হলো। অথচ এক মাস অতিবাহিত হলেও আজ পর্যন্ত পদে বহাল প্রকৌশলী কাজি মাহমুদ উল্লাহ। সরকারি এ আদেশ তোয়াক্কা করছেন না তিনি। সূত্র জানায়, গত ২৭ আগস্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো: আলী আখতার হোসেন স্বাক্ষরিত এক আদেশ প্রদান করা হয় এবং যথারীতি বিভিন্ন জায়গায় প্রয়োজনীয় কপি সরবরাহ করা হয় , তৎ প্রেক্ষিতে কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী হিসেবে মোহাম্মদ আরিফুর রহমান নির্বাহী প্রকৌশলীর দফতরে যোগদান করেন এবং যথারীতি তা গৃহীত হয় , সরকারি বদলির আদেশ পাওয়া মাত্রই সেই আদেশের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বর্তমান কর্মস্থলে থাকার জন্য বিভিন্ন পর্যায়ে তদবির করে বেড়াচ্ছেন, যা সরকারি বিধিবিধান এর সুস্পষ্ট লঙ্ঘন, সরকারি নির্দেশ পাওয়া মাত্রই নতুন প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান সাবেক প্রকৌশলীর চার্জ প্রদান করার প্রতিশ্রুতি মোতাবেক দুই দিন কেরানীগঞ্জের কর্মস্থলে এসেছিলেন কিন্তু তিনি চার্জ প্রদান করেননি। যোগদান করলেও চেয়ারে বসতে পারছেন না প্রকৌশলী মো: আরিফুর রহমান।

তিনি এ প্রতিবেদককে বলেন, গত মাসের ২৮ আগস্ট যোগদানের জন্য কেরানীগঞ্জে যাই। আজ কাল বলে প্রায় এক মাস হলেও চেয়ার ছাড়তে নারাজ মাহমুদ উল্লাহ সাহেব। এ নিয়ে এলজিইডি নির্বাহী প্রকৌশলী এবং প্রধান প্রকৌশলীর দফতরে ঘুরতে হচ্ছে। তিনি বলেন, আমি কী করবো তাও কেউ বলছে না। তিনি এও বলেন, প্রধান প্রকৌশলীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কেরানীগঞ্জের মতো একটি উন্নয়নশীল উপজেলায় জনসম্পৃক্ত অবকাঠামে উন্নয়ন মতো একটি চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য মুখিয়ে আছি। তা ছাড়া বদলিকৃত প্রকৌশলীর প্রতি সম্মান দেখিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম কিন্তু সেই কাক্সিক্ষত দায়িত্ব হাতে পাইনি এখনো।
এ দিকে, এলজিইডি কেরানীগঞ্জের একাধিক ঠিকাদার এ প্রতিবেদককে বলেন, জুন মাসে বাজেট হয়েছে। সে অনুযায়ী এই উপজেলার ঠিকাদারি কাজ আগেই শুরু হয়েছে। তা ছাড়া ঠিকাদারের সাথে মৌখিক চুক্তিতে ঘুষ-বাণিজ্য আদায় না করে সে যাবে না বলে মনে হচ্ছে । ঠিকাদাররা বলেন, গত তিন বছর যাবত এলজিইডি কেরানীগঞ্জের দায়িত্বে ইঞ্জিনিয়ার মাহমুদ উল্লাহ। এ সময় তিনি মাদারীপুরের এমপি ও সাবেক মন্ত্রী শাহজাহানের পরিচয়ে দাপিয়ে বেড়াচ্ছেন। কোনো ঠিকাদার টুঁ শব্দ পর্যন্ত করতে পারিনি। ৫ আগস্ট পুনরায় দেশ স্বাধীন হওয়ার পরে স্থানীয় বিএনপি নেতাদের বিএনপি সেন্ট্রাল নেতাকে দিয়ে ফোন দেওয়াচ্ছেন মাহমুদ উল্লাহ। তার বিরুদ্ধে কেউ কিছু করতে পারে না। তা ছাড়া নির্বাহী প্রকৌশলী তার আত্মীয় হওয়ায় কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে জানান একাধিক ঠিকাদার।
অভিযুক্ত প্রকৌশলী কাজী মাহমুদ উল্লাহ নয়া দিগন্তকে বলেন, তার মা ক্যান্সারের রোগী হওয়ায় তিনি অন্যত্র বদলি হতে নারাজ। তাই এখনো বহাল রয়েছেন। তিনি আরো বলেন, তার আপন চাচাত মামা সাবেক মন্ত্রী ও এমপি শাহজাহান খান। তা ছাড়া মাদারীপুর জেলা বিএনপির সাবেক সভাপতিও তার আপন চাচা।

এ বিষয়ে জেলা নির্বাহী প্রকৌশলী ফিরোজ আলম ও প্রধান প্রকৌশলীকে গত এক সপ্তাহ যাবত ফোন দিলেও তা রিসিভ করেননি তারা।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের