নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধিন কোতোয়ালেরবাগ এলাকায় পাকিস্তানি খাদের সামনে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইনকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে এই হত্যাকাণ্ড ঘটে।

জানা গেছে, নিহত মামুন হোসাইন পাকিস্তানি খাদের বাসিন্দা সমন আলী বেপারীর ছেলে। তিনি নিজ এলাকায় ইট বালু সিমেন্ট ব্যবসা করতেন।

নিহত মামুনের ইট বালু সিমেন্ট ব্যবসা প্রতিষ্ঠানের ম্যানেজার আজাদ মিয়া বলেন, রাত ২টায় মামুন ব্যবসা প্রতিষ্ঠান থেকে হিসেব শেষ করে বাসায় চলে যান। ভোর সাড়ে চারটায় আমাদের প্রতিষ্ঠানের কাছেই একাধিক গুলির শব্দ শুনে এগিয়ে যাই। সেখানে গিয়ে দেখি দুই যুবক দৌড়ে পালিয়ে যাচ্ছে। তখন মামুনের রক্তাক্ত নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখি। এরপর তাকে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আওয়ামীলীগের লোকেরা পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন।

তিনি বলেন, ‘আওয়ামীলীগের দোসররা কিছুদিন পূর্বে বিএনপিতে যোগ দেয়ার চেষ্টা করে। আমরা থানা স্বচ্ছাসেবক দল, যুবদল, শ্রমিকদল মিলে এর প্রতিবাদ জানিয়ে তাদের প্রতিহত করার চেষ্টা করি। সেই থেকে আমাদের সাথে তাদের বিরোধ ও শত্রুতা সৃষ্টি হয়।’

তিনি বলেন, ‘এর আগে গত সেপ্টেম্বরে তারা আমাকেও কুপিয়ে হত্যা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল। এর জের ধরে ভোর চারটায় কে বা কারা মামুনকে বাড়ি থেকে ডেকে এনে তার বাড়ির পাশেই নিজের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গুলি করে হত্যা করে। আমরা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ন্যায়বিচার দাবি করছি।’

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আমরা তদন্ত করছি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছি।’

 

বগুড়া রেল স্টেশনের বস্তির শিশুদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

মহররম আলী, বগুড়া : পথের দিশা ভাসমান স্কুলের উদ্যোগে ২৩ মার্চ ২০২৫ রবিবার দুপুরে বগুড়া রেল স্টেশন বস্তির সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। পথের দিশা ভাসমান স্কুলের সভাপতি মহররম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়ার খাজা বেকারীর স্বত্তাধিকারী মোঃ বায়েজিদ আহম্মেদ। অন্যান্যদের মধ্যেও উপস্থিত ছিলেন পথের দিশা ভাসমান স্কুলের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ, পরিচালক মোস্তফা মোঘল প্রমূখ। অনুষ্ঠানে ৫০ জন সুবিধা বঞ্চিত শিশুকে ঈদু-উল-ফিতর উপলক্ষে ঈদসামগ্রী উপহার দেওয়া হয়। সামগ্রীর মধ্যে ছিল ১ কেজি পোলার চাল, ৪০০ গ্রাম লাচ্ছা, ৫০০ গ্রাম প্যাকেট চিনি, ৫০০ গ্রাম লবনের প্যাকেট, এক প্যাকেট গুড়ো দুধ, এক প্যাকেট নুডলস এবং হাফ লিটার সয়াবিন তেল।

উল্লেখ্য যে ২০১৬ সাল থেকে পথের দিশা ভাসমান স্কুল রেল স্টেশন বস্তির সুবিধা বঞ্চিত ছেলে-মেয়েদের মাঝে বিনামূল্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। প্রতি বছর ঈদ-উল-ফিতর নতুন পোষাক, ঈদসামগ্রী বিতরনের পাশাপাশি সারাবছর সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের