টঙ্গীতে বিএনপি নেতার সাধারণ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

মোঃ মোস্তফা মিয়া:টঙ্গী গাজীপুর প্রতিনিধি

গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী কামরুল ইসলাম কামু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনায় গাজীপুর মহানগরীর টঙ্গীতে সাধারন মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি ঈদ উপহার বিতরণ করেন।

শুক্রবার (২৮ শে মার্চ) সকালে টঙ্গীর এরশাদনগর ৪ নং ব্লকের টঙ্গী চিল্ড্রেন এডুকেশন প্রোগ্রাম (টিসিইপি) মাঠ প্রাঙ্গণে এ ঈদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগরের ৪৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে ও টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এস এম শাকিল পারভেজের সঞ্চালনায় বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক ১নং সহ-সংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু’র সার্বিক তত্ত্বাবধানে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি সাড়ে তিন হাজার নারী ও পুরুষের মাঝে ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।

এ সময় কামরুল ইসলাম কামু বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার আমলে স্থানীয় আওয়ামী লীগের দোসরা আমাকে রাজনৈতিকভাবে মিথ্যা হত্যা মামলাসহ একাধিক মামলা দিয়ে দীর্ঘ বছর জেল খাটিয়ে আপনাদের কাছ থেকে দূরে সরিয়ে রেখেছিল। যদিও এখনো ষড়যন্ত্র থেমে নেই, দীর্ঘ বছর জেলে থাকার কারণে আমাকে রাজনীতির মাঠ থেকে দূরে থাকতে হয়েছে, কিন্তু আমি জেল থেকে বের হওয়ার পর আপনাদের ভালোবাসা ও আমার প্রতি আপনাদের জনপ্রিয়তা দেখে আমাদের দলীয় নেতারাই আমাকে প্রতিপক্ষ ভাবছে এবং আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। আমি আজ আনন্দিত, সম্ভাবনাময় বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক, আগামীর প্রধানমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আপনাদের মাঝে এই উপহার তুলে দিতে পেরে আমি আনন্দিত এবং আপনারা যদি এভাবে আমার পাশে আগামীতে এই ওয়ার্ডবাসীর জন্য সেবা করার সুযোগ দেন তাহলে এই ওয়ার্ড থেকে মাদক ও সন্ত্রাস নির্মল করে পরিকল্পিত একটি আধুনিক ওয়ার্ড আপনাদের উপহার দিবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, ৪৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, টঙ্গী পূর্ব থানা বিএনপির মহিলা দলের দপ্তর সম্পাদক হালিমা আক্তার সুমি, ৪৯ নং ওয়ার্ড বিএনপির মহিলা দলের সভাপতি প্রার্থী লাইলী বেগমসহ অত্র ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তোলপাড়

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান আবাসিক দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. মোঃ মাসুম বিল্লাহ (মিলন)-এর বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয় বিভিন্ন সংগঠন, ভুক্তভোগী ও ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন, তিনি দীর্ঘদিন ধরে সরকারি ঔষধ বিক্রি, নারী কেলেঙ্কারি, সরকারি বাসা ভাড়া দেয়া, ভূয়া মেডিকেল সনদ ব্যবসা, রোগী ও সহকর্মীদের সাথে দুর্ব্যবহারসহ নানা ধরনের দুর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েছেন।
সূত্র জানায়, ২০১৬ সালে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক হিসেবে যোগদানের পর থেকেই ডা. মাছুম বিল্লাহ নানা অনিয়মে লিপ্ত হন। সরকারি ঔষধ বাইরে পাচার, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়া, সরকারি আবাসিক কোয়ার্টার ভাড়া দিয়ে অর্থ উপার্জন—এসব কর্মকাণ্ডে স্থানীয় জনমনে ক্ষোভ বাড়তে থাকে এবং এই অনিয়মের পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণ তাঁকে হাসপাতাল কোয়ার্টার থেকে বের দিয়েছিল। ঐ সমস্ত অভিযোগের ভিত্তিতে তাকে সরকারি বিধি অনুযায়ী শাস্তি স্বরূপ সিলেট সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয় এবং সেখান থেকে আরও কয়েক স্থানে পর্যায়ক্রমে শাস্তি স্বরূপ বদলি করা হয়।

সবচেয়ে আলোচিত অভিযোগ হলো ভূয়া মেডিকেল সনদ ব্যবসা। ভুক্তভোগীরা জানিয়েছেন, ২০২৪ সালের আগস্ট মাসে এবং ২০২৫ সালেও ডা. মাসুম বিল্লাহ বেশ কিছু ভূয়া মেডিকেল সনদ প্রদান করেন, যা আদালতে প্রমাণিত হয়। গাজীপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা মামলার (মামলা নং–২০৬/২৫) ভিত্তিতে আদালত ওইসব সনদ বাতিল ঘোষণা করেন। পরে বিষয়টি তদন্ত করে স্বাস্থ্য বিভাগের উচ্চ মহলেও অবহিত করা হয়।
এমন অনিয়মের প্রতিবাদে স্থানীয় ক্ষতিগ্রস্তরা সম্প্রতি গাজীপুরে এক সংবাদ সম্মেলন করেন। সেখানে লিখিত বক্তব্যে বলা হয়, ডা. মাসুম বিল্লাহ সরকারি পদে থেকে দীর্ঘদিন ধরে অসৎ উপায়ে বিপুল অর্থ উপার্জন করেছেন। সরকারি ঔষধ বিক্রি করে রোগীদের বঞ্চিত করেছেন। এমনকি রোগী ও সহকর্মীদের সাথেও অমানবিক আচরণ করেছেন বলে অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে তিনি আইনের ফাঁকফোকর ব্যবহার করছেন। এ কারণে সাধারণ রোগীরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ নষ্ট হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বলেন—
“একজন চিকিৎসকের কাছে মানুষ সুস্থতা ও সেবার আশা করে। অথচ ডা. মাসুম বিল্লাহ নিজের দায়িত্ব ভুলে দুর্নীতি, অনিয়ম আর প্রতারণায় জড়িয়ে পড়েছেন। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া না হলে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা আরও বিপর্যস্ত হবে।”
তারা অবিলম্বে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের হস্তক্ষেপ দাবি করেছেন।
ডা. মাসুম বিল্লাহর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো ইতোমধ্যে এলাকায় তীব্র আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ভুক্তভোগীরা বলছেন, যথাযথ কর্তৃপক্ষ যদি দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে, তবে স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা ভেঙে পড়বে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের