সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ

স্টাফ রিপোর্টার:

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ রবিবার দেশব্যাপী মহাসমাবেশ করছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’।

শনিবার ‘রাইজ ইন রেড’ কর্মসূচি শেষে আয়োজিত মানববন্ধনে আন্দোলনকারীরা জানান, দেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তাদের দাবি, সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ ছাড়া দীর্ঘদিনের বৈষম্য ও সমস্যার সমাধান সম্ভব নয়।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী বলেন, “আমাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আমরা রাজপথ ছাড়ব না। কুমিল্লায় আমাদের সহপাঠীদের ওপর হামলার বিচার এবং চিকিৎসা নিশ্চিত করতে হবে। আলোচনার জন্য আমরা প্রস্তুত।”

আরেক শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, “কারিগরি শিক্ষাখাতে যে বৈষম্য ও অবহেলা চলে আসছে, তা এখনই বন্ধ হওয়া উচিত। আমরা সমান মর্যাদা চাই।”

‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা শনিবার দুপুর ১টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে মানববন্ধন ও প্রতীকী প্রতিবাদ করেন। প্রতিবাদ শেষে লাল কাপড় টাঙিয়ে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়।

আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার বিচার ও সার্বিক সমস্যার সমাধান চেয়ে তারা সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

ইভিএম কিনতে ইসির ৮৭১১ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কিনতে নির্বাচন কমিশন নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর।

তিনি জানান, ইভিএম কিনতে ৮ হাজার ৭১১ কোটি ৪৪ লাখ টাকার প্রকল্প সম্মতি দিয়েছে ইসি। নতুন প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পাঠানো হচ্ছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কমিশনের সভায় এ প্রকল্পের সম্মতি দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, আমরা আজকের বৈঠকে বিষয়টি চূড়ান্ত করেছি।

করোনা আক্রান্ত হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সশরীরে উপস্থিত না থাকলেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন। এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, মো. আনিছুর রহমান ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

বৈঠকের পর নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএমে ভোট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। বর্তমানে আমাদের কাছে যে ইভিএম আছে, তা দিয়ে সর্বোচ্চ ৭০ থেকে ৮০টি আসনে ভোট করার সম্ভব। তাই ১৫০টি আসনে নির্বাচন করতে হলে নতুন করে ইভিএম কিনতে হবে। এজন্য ইসি সচিবালয় নতুন একটি প্রকল্প প্রস্তাব কমিশন সভায় তুলেছিল। আমরা এটার অনুমোদন দিয়েছি। মোট ২ লাখ ইভিএম কেনা হবে। ইভিএমের সংরক্ষণের জন্য ওয়্যারহাউজ, গাড়ি, প্রশিক্ষণ প্রভৃতি খাতের জন্য এই অর্থ ধরা হয়েছে।

তিনি আরও জানান, এখন এই প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। তারা অনুমোদন করবে কী করবে না এটা তাদের বিষয়।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম