
স্টাফ রিপোর্টার:
ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ রবিবার দেশব্যাপী মহাসমাবেশ করছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শিক্ষার্থীদের সংগঠন ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’।
শনিবার ‘রাইজ ইন রেড’ কর্মসূচি শেষে আয়োজিত মানববন্ধনে আন্দোলনকারীরা জানান, দেশের প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। তাদের দাবি, সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ ছাড়া দীর্ঘদিনের বৈষম্য ও সমস্যার সমাধান সম্ভব নয়।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জোবায়ের পাটোয়ারী বলেন, “আমাদের যৌক্তিক দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে আমরা রাজপথ ছাড়ব না। কুমিল্লায় আমাদের সহপাঠীদের ওপর হামলার বিচার এবং চিকিৎসা নিশ্চিত করতে হবে। আলোচনার জন্য আমরা প্রস্তুত।”
আরেক শিক্ষার্থী মো. মাশফিক ইসলাম দেওয়ান বলেন, “কারিগরি শিক্ষাখাতে যে বৈষম্য ও অবহেলা চলে আসছে, তা এখনই বন্ধ হওয়া উচিত। আমরা সমান মর্যাদা চাই।”
‘রাইজ ইন রেড’ কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা শনিবার দুপুর ১টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের মূল ফটকে মানববন্ধন ও প্রতীকী প্রতিবাদ করেন। প্রতিবাদ শেষে লাল কাপড় টাঙিয়ে মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়।
আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার বিচার ও সার্বিক সমস্যার সমাধান চেয়ে তারা সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।