ভারতের পেট্রাপোলে শুল্ক দপ্তরের সার্ভার বিকল, বন্ধ রপ্তানি

স্টাফ রিপোর্টার:

ভারতের শুল্ক দপ্তরের সার্ভার বিকল হয়ে পড়ায় গত সাত দিন ধরে পেট্রাপোল স্থলবন্দরে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ বন্ধ। ইন্টারনেট সংযোগ না থাকায় বাংলাদেশে পণ্য আমদানি-রপ্তানি কার্যত পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এই সংকটের দ্রুত সমাধানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের হস্তক্ষেপ চেয়ে ই-মেইল পাঠিয়েছে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।

শুল্ক দপ্তরের সূত্রে জানা গেছে, ২৮ এপ্রিল থেকে দপ্তরের নির্দিষ্ট সার্ভার বিকল হয়ে পড়ে।

ফলে বন্দরসংলগ্ন শুল্ক দপ্তরের যাবতীয় ইন্টারনেটনির্ভর কাজ বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত সেই সংযোগ ফেরানো সম্ভব হয়নি। কী কারণে এই সমস্যা, তা-ও স্পষ্ট নয় বলে জানানো হয়েছে।

বর্তমানে শুধু পচনশীল পণ্যের ক্ষেত্রেই সীমিতভাবে রপ্তানি চালানো হচ্ছে, তা-ও বিকল্প পদ্ধতিতে ট্যাব ব্যবহার করে। তবে অন্যান্য পণ্য রপ্তানি কার্যত স্তব্ধ।

অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ‘সার্ভার কেন নষ্ট হয়েছে, তার কোনো স্পষ্ট উত্তর দিচ্ছে না কর্তৃপক্ষ। এই সমস্যা চলতে থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চাওয়া হয়েছে।’

বন্দর সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ট্রাক দাঁড়িয়ে থাকলে পণ্যের মান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। পাশাপাশি ব্যবসায়ীদের ডিটেনশন চার্জ দিতে হয়। বাংলাদেশে ঠিক সময়ে পণ্য না পৌঁছালে আর্থিক লেনদেনেও সমস্যা দেখা দেয়। প্রতিদিনের বাণিজ্যিক লেনদেন বন্ধ থাকার কারণে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন আমদানি-রপ্তানিকারকরা।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

ঠাণ্ডায় কাঁপছে দিল্লি তাপমাত্রা নামল ৫ ডিগ্রিতে

সবুজ বাংলাদেশ ডেস্ক:

ফের পাঁচ ডিগ্রির নীচে নেমে গেল দিল্লির তাপমাত্রা। রোববার ভোরে দেশের রাজধানী নয়াদিল্লি এবং সংলগ্ন এলাকার তাপমাত্রা ৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে।

 

আবহাওয়া দফতর জানিয়েছে, রোববার ভোরে নগরীর প্রাথমিক আবহাওয়া কেন্দ্র সফদরজংয়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪.৯ ডিগ্রি সেলসিয়াস!

মূলত গত এক সপ্তাহে এই নিয়ে তিন বার ৫ ডিগ্রির নীচে নেমে গেল তাপমাত্রা। গত কয়েক দিনে তাপমাত্রা এক ধাক্কায় তিন ডিগ্রি নেমে গিয়েছে। বৃহস্পতিবার ভোরে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪.৫ ডিগ্রি। চলতি মরসুমে এখনো পর্যন্ত সেটিই দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই আবহাওয়া দফতরকে উদ্ধৃত করে জানিয়েছে, গত ১৪ বছরের মধ্যে এই প্রথম ডিসেম্বরে এতটা তাপমাত্রা কমল দিল্লিতে।

আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গত কয়েক দিন ধরেই শৈত্যপ্রবাহ চলছে দিল্লিতে। রবিবারও তার অন্যথা হবে না। শুধু দিল্লিই নয়, পাশাপাশি রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ-সহ উত্তর ভারতের একাধিক রাজ্যে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, রাজস্থানের কোনো কোনো অংশে সোমবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে পারে। তবে শীত বাড়লেও বাতাসের গুণমানে বিশেষ পরিবর্তন হয়নি। বরং শনিবারের তুলনায় আরো হ্রাস পেয়েছে বাতাসের গুণমান।

 

সবা:স:জু- ৩৫৯/২৪

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম