অতিরিক্ত আইজিপি হলেন পুলিশের ১২ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার:

পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক বা অতিরিক্ত আইজিপি করা হলো পুলিশের অ্যাডিশনাল আইজি, ডিআইজি ও অতিরিক্ত আইজি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে।

রোববার (১৮ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. তৌহিদ বিন হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ড বিসিএস (পুলিশ) ক্যাডারে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে ১২ কর্মকর্তাকে পদোন্নতি প্রদানে সুপারিশ করে, যা প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা এতদিন অতিরিক্ত আইজিপি, ডিআইজি বা সমমর্যাদার পদে কর্মরত ছিলেন। পদোন্নতির ফলে তাদের দায়িত্ব ও মর্যাদা আরও বৃদ্ধি পেল।

 

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা দেখুন নিচে-

 

 

সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ডিআইজি গাজী জসীম

স্টাফ রিপোর্টার:

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিআইজি গাজী জসীম উদ্দিন। সোমবার (১৭ মার্চ) সিআইডির ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, রোববার (১৬ মার্চ) গাজী জসীম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। পূর্বে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত আইজিপি মো. মতিউর রহমান শেখ। ৯ মার্চ তাকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়।

এদিকে, নতুন দায়িত্ব গ্রহণের পর ডিআইজি গাজী জসীম উদ্দিন সিআইডি প্রধান হিসেবে অপরাধ তদন্তের কার্যক্রম আরও গতিশীল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

এ অবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসীম উদ্দিন এ দায়িত্ব পালন করবেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম