এনআরবি লাইফের চেয়ারম্যান ও সিইও’র বিদেশ গমন রোধে পুলিশের চিঠি

স্টাফ রিপোর্টার:

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ ও সিইও মো. শাহ জামাল হাওলাদারের দেশত্যাগের শঙ্কায় তাদের বিদেশ গমন রোধে চিঠি দিয়েছে পুলিশ। রাজধানীর আদাবর থানায় দায়ের করা একটি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই চিঠি দেওয়া হয়।

আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের (তেজগাঁও বিভাগ) উপ-কমিশনারের মাধ্যমে পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) এবং বিশেষ পুলিশ সুপার (ল্যান্ড অ্যান্ড সি-পোর্ট)-এর কাছে এই চিঠি পাঠান।

চিঠিতে তাদের পাসপোর্ট নম্বরসহ ব্যক্তিগত তথ্য উল্লেখ করে জানানো হয়, আদাবর থানার মামলার এজাহারভুক্ত আসামি কিবরিয়া গোলাম মোহামাদ ও মো. শাহ জামাল হাওলাদার কোটা আন্দোলন দমনের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। তারা বিদেশে পালিয়ে গেলে মামলার তদন্তে বিঘ্ন ঘটতে পারে। ফলে সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানানো হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহামাদ বর্তমানে ইউরোপীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক পদে রয়েছেন। তার স্ত্রী হোসনে আরা বেগম ইউরোপীয় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। অভিযোগ রয়েছে, তাকে ওভারসিজ এজেন্সি ডিরেক্টর হিসেবে দেখিয়ে কোম্পানি থেকে কমিশনের নামে অর্থ লেনদেন ও পাচার করা হয়েছে।

সূত্র আরও জানায়, ২০২১ সালে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লাইসেন্স প্রাপ্তির পর থেকেই কোম্পানির আর্থিক অনিয়ম, অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) তদন্তেও এসব অনিয়মের তথ্য পাওয়া গেছে। ফলে কোম্পানিটি প্রতিষ্ঠার তিন বছরের মাথায় আর্থিক সংকটের মুখে পড়েছে এবং ঝুঁকিতে পড়েছে বীমা গ্রাহকদের আমানত।

রমজানে লেবুর বাজারে আগুন!

মোঃ হাসানুজ্জামান:

বছরের অন্যান্য সময়ের তুলনায় পবিত্র রমজানে দেশের বাজার হয়ে যায় অগ্নিশর্মা। বিশেষ করে খেজুর, চিনি, ছোলা, লেবু, কলা, শসা সহ প্রয়োজনীয় জিনিসগুলোর দাম হয় আকাশ ছোঁয়া। কারণ একশ্রেণির অসাধু ব্যবসায়ী ভালো করেই জানে, রমজানে সবাইকে ইফতার সামগ্রী কিনতেই হবে।

অন্যান্য পণ্য দ্রব্যের তুলনায় এবার আগ্রহ হয় লেবুর বাজার সম্পর্কে জানতে। বিশেষ করে রাজধানীর বাজার পরিস্থিতি জানতে ও জানাতে “দৈনিক সবুজ বাংলাদেশ” টিম হাজির হয় বাজার গুলোতে। ঘুরে দেখা হয় রাজধানীর বিভিন্ন লেবুর বাজার।

সাভার নামা বাজারে লেবু কিনতে ক্রেতাদের দর কষাকষির মধ্যে দিয়ে যে বিষয়টি নজর কেড়েছে তা হলো- প্রত্যেক দোকানদার গেন্ডা মোকাম থেকে লেবু কিনেছে শতকরা হিসাবে। তারা কেউ কেউ বলেছে আমরা শতকরা ৮০০ থেকে ১২০০ টাকার মধ্যে লেবু ক্রয় করেছি। কেউ কেউ বলেছে আমরা ওজনে ১১০ টাকা কেজি কিনেছি।

কিন্তু কেউ কোন রশিদ কিংবা ফর্দি দেখাতে পারেনি। অথচ তারা বাজারে বিক্রি করছে ৬০ টাকা থেকে ৮০ টাকা হালি। কেউ কেউ ১২০ টাকা কেজি হিসেবে বিক্রি করছে। এই অবস্থায় ক্রেতা সাধারণ কর্তৃপক্ষের সুষ্ঠু তদারকির এর মাধ্যমে এর একটা সু-ব্যবস্থা চান।

বাড্ডা, কারওয়ান বাজারেও একই পরিস্থিতি। মধ্য বাড্ডা কাঁচা বাজারে রাশেদ রাইহান নামে একজন ক্রেতা অভিযোগ করে বলেন, ব্যবসায়ীরা অনেক আগেই লেবু কিনে স্টক করে রেখেছে। অথচ আমাদের থেকে প্রতি পিচ লেবু ১৫-২০ টাকা করে নিচ্ছে। এরা এখন অযথাই বেশি দামে লেবু বিক্রি করছে। কে শুনে কার কথা ভাই ?

মিরপুর ১,২ ৬,১১,১২, ১৪, কালশী, বউবাজারের অবস্থা ভিন্ন নয়। সেখানেও চলছে বেশি দামে লেবু বিক্রি। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা। মিরপুরের কাঁচা বাজারে ইমন মোল্লা সহ সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, অন্যান্য সময়ের তুলনায় রমজানে একটু শরবত লাগে। এজন্যই লেবু প্রয়োজন। কিন্তু এই সুযোগে এইসব ব্যবসায়ীরা আমাদের পকেট কাটছে। অথচ এসব দেখার কেউ নেই।

এছাড়া ইসিবি, মানিকদি, ক্যান্টনমেন্ট, ভাষানটেক, মহাখালী, গাবতলী, কাফরুল, রুপনগর সহ বিভিন্ন বাজার ঘুরে তথ্য সংগ্রহ করা হয়। সে সকল বাজারেও প্রায়ই একই অবস্থা। নিরীহ ক্রেতারা দামাদামি করতে গেলেই বিক্রেতারা চড়াও হচ্ছে।

পৃথিবীর সকল দেশেই পবিত্র রমজান মাসে সকল পণ্যের দাম কমানো হয়। অথচ আমাদের দেশের অসাধু ব্যবসায়ী চক্র এই সুযোগে প্রতিটি জিনিসের দাম বাড়িয়ে দেয়। সরকার বিভিন্ন জিনিসের দাম নির্ধারণ করে দিলেও কার্যক্ষেত্রে তা ভিন্ন। যেখানে সামান্য লেবুর বাজার পরিস্থিতি এমন বেজায় গরম। সেখানে অন্যান্য জিনিসের দাম কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ফকরুল বাংলাদেশে ইতিহাস গড়ল উইন্ডিজ দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন রাজউক ইমারত পরিদর্শক শামীম রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কে জিতবে, তা নিয়ে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচেছ ট্রাম্প নাসার চন্দ্র মিশনে স্পেসএক্স জুলাই যোদ্ধা স্বীকৃতি পেতে নতুন করে দেড় হাজারের বেশি আবেদন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শুরু প্রধান প্রকৌশলীর আস্থাভাজন ইএম ২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী কায়কোবাদ সম্পদের পাহাড় জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে