প্রধান বিচারপতির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট:

রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সোমবার (৭ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

তবে, কে বা কারা এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং এতে কেউ হতাহত হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে, রোববার (৬ জুলাই) রাতে রাজধানীর মহাখালী ও ফার্মগেট এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরমধ্যে রাত সাড়ে ১০টার দিকে ফার্মগেট-সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ এসে রাস্তায় দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর একটি বিস্ফোরিত হলেও আরেকটি অবিস্ফোরিত থেকে যায়। পরে ফুটপাতের এক আম বিক্রেতা পা দিয়ে ককটেলটি সরাতে গেলে সেটি বিস্ফোরিত হয়ে তিনি আহত হন। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।

এ ছাড়াও রোববার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে মহাখালীর এসকেএস টাওয়ারের সামনে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মহাখালী ফ্লাইওভার থেকে ককটেলটি নিচে ফেলা হয়েছিল

‎শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান

ডেক্স রিপোর্ট:

‎শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে শহীদ আব্দুল মালেক মিলনায়তনে বিকাল ৪ টায় ঢাকা জেলার সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে মাওলানা মোক্তার হোসেনের সঞ্চালন ‘ইউনিট দায়িত্বশীল সমাবেশ’ অনুষ্ঠিত হয়।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ- সভাপতি লস্কর মোঃ তসলিম আলম, দারস পেশ করেন উপদেষ্টা মাওঃ মুবিনুর রহমান উপস্থিত ছিলেন জেলা সহঃ সাধারণ সম্পাদক শেখ আল-আমিন, অর্থ সম্পাদক আঃ মান্নান রাসেল, ডা. জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম, মাজাহারুল ইসলাম, কাজী আশ্রাফ উদ্দিন, মাও. আহমদ উল্লাহ প্রমুখ।

‎বক্তারা বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও তাদের সার্বিক কল্যাণের জন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অপরিহার্য। এর মাধ্যমে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং সমাজে ইনসাফ প্রতিষ্ঠা হবে।” তারা আরও বলেন, “ইসলামী শ্রমনীতি শুধু শ্রমিকদের জন্যই নয়, বরং মালিক এবং সমাজের জন্যও কল্যাণকর।”

‎সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলবৃন্দ, যারা শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন