জুলাই সনদ ঘোষণা ও গণহত্যার বিচারের দাবিতে ইসলামী ছাত্র মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডেস্ক রিপোর্ট :

আজ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জুলাই সনদ ঘোষণা ও গণহত্যার বিচারের দাবিতে ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি এইচ এম শাহাব উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি সাইফুদ্দিন আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট শাইখুল ইসলাম, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ইসমাইল।
আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান ত্বহা, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল, ঢাকা মহানগরী উত্তর সেক্রেটারি মোহিব আজিজ, ঢাকা মহানগর দক্ষিণ অফিস সম্পাদক শাহজাহান সৈকত, ঢাকা মহানগর উত্তর বাইতুলমাল সম্পাদক আবরার মাজহারি।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাইফুল ইসলাম তুহিন, সামিউল হাসান রনি, আশফাক নূর প্রমুখ।

বিএনপির ঢাকার গণসমাবেশ নয়াপল্টনেই করা হবে: মির্জা আব্বাস

১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

মির্জা আব্বাস অভিযোগ করেন, রাজধানীতে বিএনপির গণসমাবেশের স্থান নির্বাচন নিয়ে দুরভিসন্ধিমূলক তৎপরতা চলছে। গণসমাবেশ বানচালে গণগ্রেফতার ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের উৎসব চলছে।

তিনি বলেন, বিএনপির নামে স্লোগান দিয়ে বোমাবাজি করে দায় চাপানোর অপকৌশল নিয়েছে সরকার।

সরকারের দমন নির্যাতনে বিএনপি ভীত নয় উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, যেকোনো পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করা হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম