শেখ হাসিনার গাড়ির চালকরাও নেন প্লট বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক॥

ঢাকার কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পে রাষ্ট্রীয় অবদানের নামে শতাধিক প্লট বরাদ্দের পেছনে ব্যাপক অনিয়মের তথ্য উদঘাটন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দপ্তরের ১৫ জন গাড়িচালকের নামেও প্লট বরাদ্দের চিঠি পাঠানো হয়েছিল বলে নিশ্চিত হওয়া গেছে।

বুধবার (২৩ জুলাই) রাজধানীতে দুদকের প্রধান কার্যালয় থেকে পরিচালিত এক এনফোর্সমেন্ট অভিযানে এসব তথ্য উঠে আসে। পরদিন আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সংস্থাটির জনসংযোগ বিভাগ অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করে।

দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ‘জাতীয় পর্যায়ে অসামান্য অবদান’র ছায়ায় রাজউকের আওতাধীন ঝিলমিল আবাসিক প্রকল্পে শতাধিক প্লট দেওয়া হয়েছে যাদের অনেকেই প্রকৃতপক্ষে এসব অবদানের সঙ্গে সংশ্লিষ্ট নন। বিশেষ করে শেখ হাসিনার দপ্তরের ১৫ জন গাড়িচালকের অনুকূলে তিন ও পাঁচ কাঠা করে প্লট বরাদ্দের নির্দেশনা নিয়ে প্রশ্ন উঠেছে।

দুদক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিজানুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে রাজউক চেয়ারম্যানকে ১৫ জন গাড়িচালকের নামে প্লট বরাদ্দের নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে প্রতি দুইজন চালকের জন্য একটি তিন কাঠার প্লট এবং তিনজন চালকের জন্য একটি পাঁচ কাঠার প্লট বরাদ্দ দিতে হবে।

গাড়িচালক যাদের নাম রয়েছে:

প্লট পাওয়া চালক হলেন— ভিভিআইপি গাড়িচালক সাইফুল ইসলাম, সফিকুল ইসলাম, ভিডিআইপি অ্যাম্বুলেন্সচালক নূরুল ইসলাম লিটন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের গাড়িচালক রাজন মাদবর, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিবের গাড়িচালক মাহবুব হোসেন, একান্ত সচিব-১-এর গাড়িচালক মো. শাহীন, একান্ত সচিব-২-এর গাড়িচালক মতিউর রহমান, সহকারী একান্ত সচিব-১-এর গাড়িচালক নূর হোসেন বেপারী, সহকারী একান্ত সচিব-২-এর গাড়িচালক বোরহান উদ্দিন, বিশেষ সহকারীর (মশিউর রহমান হুমায়ুন) গাড়িচালক বেলাল হোসেন।

তাছাড়া চিফ ফটোগ্রাফারের গাড়িচালক মিজানুর রহমান, তৎকালীন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১-এর গাড়িচালক বাচ্চু হাওলাদার, তার একান্ত সচিব-১-এর শাখার নথিপত্র পরিবহনের দায়িত্বে নিয়োজিত গাড়িচালক নুরুল আলম, বিশেষ সহকারীর (ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া) গাড়িচালক নুরনবী (ইমন) এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২-এর গাড়িচালক মো. শাহীন।

তবে এই চালকরা প্রকৃতপক্ষে প্লট পেয়েছেন কি না, তা নিশ্চিত করে জানাতে পারেনি দুদক এনফোর্সমেন্ট টিম। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, ‘সম্ভবত তারা পেয়েছেন, কারণ সেই সময় সরকার ছিল আওয়ামী লীগের। তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না; তদন্তে বিস্তারিত বেরিয়ে আসবে।’

দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম জানান, পূর্বাচলে প্লট বরাদ্দের নথিপত্র পর্যালোচনার সময় ২০০৯ সালের বরাদ্দ নীতিমালার আলোকে ৯৩৪টি প্লট বরাদ্দের তথ্য পাওয়া গেছে। কিন্তু নীতিমালার ১৩(এ) ধারাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা লঙ্ঘন করে এসব বরাদ্দ দেওয়া হয়েছে বলেও প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

তিনি বলেন, ‘এনফোর্সমেন্ট টিম পুরো বিষয়টির বিস্তারিত রেকর্ডপত্র বিশ্লেষণ করছে। পর্যবেক্ষণের পর একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনের কাছে জমা দেওয়া হবে।’

দুদক সূত্র বলছে, তদন্ত প্রসারিত হলে আরও বিস্তৃত অনিয়মের চিত্র সামনে আসতে পারে।

চট্টগ্রাম রিপোর্টার্স এসোসিয়েশন’র পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

 

ডেস্ক নিউজঃ
চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বিকালে একঝাঁক তরুণ  ও পেশাদার সাংবাদিকের সমন্বয়ে সিআরএ এর আগামী এক বছর ২০২৪-২৫ বর্ষের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

এতে দৈনিক দেশ বাংলার চট্টগ্রাম বিভাগীয় প্রধান সোহাগ আরেফিন সভাপতি এবং সাপ্তাহিক মিডিয়া এক্সপ্রেস এর সম্পাদক নুরুল আমিন খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দৈনিক আমার সংবাদ এর বিশেষ প্রতিনিধি আজিজুল হক আজিজ, সহ-সভাপতি (১) মাই টিভির পাহাড়তলী থানা প্রতিনিধি নাছির উদ্দীন লিটন, সহ-সভাপতি (২)দৈনিক মুক্ত খবর পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান ওসমান সরওয়ার, যুগ্ম সাঃ সম্পাদক দৈনিক সাঙ্গু এর স্টাফ রিপোর্টার আবদুল কাদের রাজু ও দৈনিক প্রতিদিনের কাগজ’র আবাসিক সম্পাদক বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দৈনিক একুশে সংবাদ’র বিশেষ প্রতিনিধি মোঃ রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক সাপ্তাহিক মিডিয়া এক্সপ্রেস’র স্টাফ রিপোর্টার মোঃ রবিউল হোসেন, অর্থ সম্পাদক মুভি বাংলা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান মোঃ রাশেদ, দপ্তর সম্পাদক দৈনিক মুক্ত খবর এর স্টাফ রিপোর্টার মোঃ আশরাফ উদ্দীন, সহ-দপ্তর সম্পাদক সাপ্তাহিক মিডিয়া এক্সপ্রেস’র স্টাফ রিপোর্টার জুনায়েদ হাসান, প্রচার সম্পাদক দৈনিক সকালের সময়ের মাল্টিমিডিয়া চট্টগ্রাম বিভাগের প্রধান সাইফুদ্দিন রমিজ, সহ-প্রচার সম্পাদক ডেইলি ফাইন্যান্সিয়াল পোষ্ট এর চট্টগ্রাম ব্যুরো প্রধান রুবেল দাশ, ক্রীড়া সম্পাদক বাংলাধারা’র স্টাফ রিপোর্টার সাজ্জাদ হোসাইন, আপ্যায়ন সম্পাদক, দ্যা এশিয়ান এইজ এর চট্টগ্রাম জেলা প্রতিনিধি বশির আহম্মেদ রুবেল, সহ-আপ্যায়ন সম্পাদক দৈনিক প্রতিদিনের কাগজ’র স্টাফ রিপোর্টার আবুল হাসানাত মিনহাজ।
এছাড়াও কার্যকরী সদস্য নজিব চৌধুরী, সোহেল আমিন, মোঃ মুরাদ, মোঃ সাঈদ মোঃ এবাদুল হক প্রমূখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের