
শরীয়তপুর সংবাদদাতা:
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন শরীয়তপুরের গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আবু তাহের (৪২)। সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত আবু তাহের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মলংচড়া গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত সফিজউদ্দিন সরদার। সহকর্মীদের কাছে তিনি ছিলেন একজন পরিশ্রমী, সৎ ও প্রাণবন্ত শিক্ষক।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন আবু তাহের। তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। সেখানে দুই দিন চিকিৎসা নেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ধানমন্ডির পপুলার হাসপাতালে টানা চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি সকালেই মৃত্যুর খবর আসে পরিবারের কাছে।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্তব্ধ হয়ে পড়ে শামসুর রহমান কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষে যাকে পাওয়া যেত সব সময় হাসিমুখে, সেই প্রিয় মুখের চিরবিদায়ে অশ্রুসিক্ত সহকর্মীরা।
আবু তাহেরের স্ত্রীর বড় ভাই মোস্তাফিজুর রহমান বলেন, আমরা সব চেষ্টাই করেছি, ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা দিয়েছি। কিন্তু আল্লাহ তাকে আমাদের কাছ থেকে নিয়ে নিলেন। তার তিনটি ছোট ছোট বাচ্চা রয়েছে। কী করে ওদের নিয়ে তার স্ত্রী সামনে এগোবে এই প্রশ্নেই আমাদের বুক ফেটে যাচ্ছে।
প্রয়াত এই প্রভাষকের সম্পর্কে শোক প্রকাশ করে কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ বলেন, আবু তাহের ছিলেন দায়িত্বশীল, হাসিখুশি একজন শিক্ষক। শিক্ষার্থীদের খুব আপন করে নিতেন। আমরা এক অনন্য সহকর্মীকে হারালাম। প্রিয় মানুষটিকে হারিয়ে শোকে মুহ্যমান পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীরা। ডেঙ্গুতে এক শিক্ষকের এই মৃত্যু শুধু এক পরিবার নয়, গোটা শিক্ষা সমাজকেই কাঁদিয়েছে।