ডেঙ্গুতে কলেজ শিক্ষকের মৃত্যু

ডেঙ্গুতে কলেজ শিক্ষকের মৃত্যু

শরীয়তপুর সংবাদদাতা:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন শরীয়তপুরের গোসাইরহাট সরকারি শামসুর রহমান কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আবু তাহের (৪২)। সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত আবু তাহের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের মলংচড়া গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত সফিজউদ্দিন সরদার। সহকর্মীদের কাছে তিনি ছিলেন একজন পরিশ্রমী, সৎ ও প্রাণবন্ত শিক্ষক।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে হঠাৎ জ্বরে আক্রান্ত হন আবু তাহের। তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়। সেখানে দুই দিন চিকিৎসা নেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ধানমন্ডির পপুলার হাসপাতালে টানা চিকিৎসা চললেও শেষ রক্ষা হয়নি সকালেই মৃত্যুর খবর আসে পরিবারের কাছে।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। স্তব্ধ হয়ে পড়ে শামসুর রহমান কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। শ্রেণিকক্ষে যাকে পাওয়া যেত সব সময় হাসিমুখে, সেই প্রিয় মুখের চিরবিদায়ে অশ্রুসিক্ত সহকর্মীরা।

আবু তাহেরের স্ত্রীর বড় ভাই মোস্তাফিজুর রহমান বলেন, আমরা সব চেষ্টাই করেছি, ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা দিয়েছি। কিন্তু আল্লাহ তাকে আমাদের কাছ থেকে নিয়ে নিলেন। তার তিনটি ছোট ছোট বাচ্চা রয়েছে। কী করে ওদের নিয়ে তার স্ত্রী সামনে এগোবে এই প্রশ্নেই আমাদের বুক ফেটে যাচ্ছে।

প্রয়াত এই প্রভাষকের সম্পর্কে শোক প্রকাশ করে কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ বলেন, আবু তাহের ছিলেন দায়িত্বশীল, হাসিখুশি একজন শিক্ষক। শিক্ষার্থীদের খুব আপন করে নিতেন। আমরা এক অনন্য সহকর্মীকে হারালাম। প্রিয় মানুষটিকে হারিয়ে শোকে মুহ্যমান পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীরা। ডেঙ্গুতে এক শিক্ষকের এই মৃত্যু শুধু এক পরিবার নয়, গোটা শিক্ষা সমাজকেই কাঁদিয়েছে।

মানিকনগরে সমাজ কল্যাণ সোসাইটি উদ্যোগে মতবিনিময় সভা

প্রিয়া চৌধুরী:

মানিকনগর সমাজ কল্যাণ সোসাইটি প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ সাহেব আলী চেয়ারম্যান ভরসা হাউজিংএন্ড ডেভেলপার্স লিমিটেড উদ্যোগে ৭ নং ওয়ার্ড বাড়িওয়ালা, ফ্ল্যাটের মালিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, মুগদা থানার ইনচার্জ, তদন্ত অফিসার, ফাঁড়ি ইনচার্জ ও সাংবাদিক বৃন্দ নিয়ে মানিকনগর সমাজকল্যাণ সোসাইটির উদ্যোগে মত বিনিময় সভা মানিকনগর মডেল হাই স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সভায় গ্যাস, মাদক, বাজার, রাস্তা মেরামত, কমিউনিটি সেন্টার নিয়ে আলোচনা করা হয়। পরিচালনা করেন মানিকনগর সমাজকল্যাণ সোসাইটি সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম। আলোচনা সভায় বক্তব্য রাখেন ভরসা হাউজিং এন্ড ডেভেলপার্স লিমিটেড চেয়ারম্যান ও মানিকনগর সমাজ কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠিাতা সভাপতি শেখ মো: সাহেব আলী তিনি বলেন আমাদের এলাকায় সরকারি অনুমতি যে গ্যাস লাইন আছে সারাদিন কোন গ্যাস থাকে না একটি কমিউনিটি সেন্টার নাই একটি ভালো বাজার নাই মানিকনগর বাসী বাজার করতে হয় যাত্রাবাড়ি, মতিঝিল বা মুগদাতে যা মানিক নগরবাসীর জন্য খুবই কষ্টসাধ্য। মানিকনগর বসবাসকারী প্রায় ৪০ হাজার, তাদের কোন সামাজিক অনুষ্ঠান করার কমিউনিটি সেন্টার নেই মানিকনগর রাস্তায় প্রায়ই রাস্তা কাটা থাকে গ্যাসে ,পানি ও বিদ্যুতের লাইন টানা এই কাজ অনবরত সারা বছর চলতেই থাকে যা চলাফেরা কষ্ট হয়। সিটি কর্পোরেশন যদি কোন জায়গা দেয় সেখানে তার নিজ খরচে মৃত ব্যক্তি লাশ গোসল খানা বানিয়ে দিবে।কোন ব্যক্তি যদি মারা যায় তার মৃত দেহ দেশে নিয়ে যাওয়ার জন্য অর্থ যোগান দিতে পারে না। সে ব্যক্তি আত্মীয়-স্বজন মারা গেলে তার হৃদয় ভেঙ্গে যায় তাকে সবাই সান্তনা দিবে, না সেখানে
তার আত্মীয় কিভাবে দেশে নেবে সবার দ্বারে দ্বারে হাত পাততে হয় যা একটি অমানবিক। আজকে থেকে কোন ব্যক্তি মারা যায় অর্থের জন্য লাশ বাড়িতে না নিতে পারে মানিকনগর সমাজকল্যাণ সোসাইটি সমস্ত খরচ বহন করবে। সবাই যদি একত্রিত হই তাহলে বাজার, কমিউনিটি সেন্টার, বাস্তবায়ন করা সম্ভব। মানিকনগরের সব বাড়িওয়ালা ফ্লাট মালিক গন সবাই সহযোগিতা এগিয়ে আসলে সব এলাকায় ছোট ছোট করে রাতে নিরাপত্তা প্রহরী দেওয়া সম্ভব।আমরা সবাই মিলে এই সমিতির মাধ্যমে ঢাকার বাইরে মাছের ঘের রিসোর্ট বিভিন্ন ধরনের ব্যবসা মালিক হয়ে পরিচালনা করা সম্ভব। মুগদা থানা ০৪ থেকে০ ৫ লক্ষ লোক বসবাস করে এত অল্প পুলিশ দিয়ে নিরাপত্তা ব্যবস্থা করা যায় না আমরা সবাই মিলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং পুলিশকে সহযোগিতা করব। বক্তব্য রাখেন মুগদা থানা ইনচার্জ তিনি বলেন মুগদা থানা কে মাদকমুক্ত থানা করব আমার এই থানায় কোন সমাজ ও রাষ্ট্রবিরোধী কোন কর্মকান্ড করতে দেওয়া হবে না আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। প্রাইম ডেভলভার্স লিমিটেড স্বত্বাধিকার আব্দুর রাজ্জাক তিনি জানান এই উদ্যোগ নেওয়া নতুন আশার দিগন্ত ফুটে উঠেছে আমরা সবাই মিলে যার যার এলাকায় এ ধরনের উদ্যোগ নেওয়া হয় পরবর্তী প্রজন্ম কে সুস্থ সমাজ উপহার দিতে পারব।সাবেক স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কিশোর বলেন একটি পরিষ্কার-পরিচ্ছন্ন সমাজকে নতুন প্রজন্মকে তুলে দিতে পারলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা জাতিকে উপহার দিতে পারব।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া