চাঁদাবাজদের কথিত তালিকার তথ্য নিয়ে জামায়াতের আপত্তি

চাঁদাবাজদের কথিত তালিকার তথ্য নিয়ে জামায়াতের আপত্তি

রাজশাহী সংবাদদাতা:

চাঁদাবাজদের কথিত তালিকায় বিএনপির পাশাপাশি রাজশাহী জামায়াতে ইসলামীর নাম আসায় তীব্র আপত্তি জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার আমীর ড. কেরামত আলী ও সেক্রেটারি মু. ইমাজ উদ্দিন মন্ডল এক যৌথ বিবৃতিতে এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন। জানা যায় রাজশাহীতে কয়েকদিন আগে একটি তালিকা বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে। এতে চাঁদাবাজ হিসেবে ১২৩ জনের নাম উল্লেখ করা হয়। তালিকায় ছয়জনের নামের পাশে জামায়াত কর্মী হিসেবে উল্লেখ রয়েছে। তালিকাটি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় এবং পরে এটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদৎ হোসাইনের পাঠানো বিবৃতিতে বলা হয় সম্প্রতি ফেসবুকসহ কিছু অনলাইন পোর্টালে রাজশাহীর ১২৩ জন চাঁদাবাজ শীর্ষক তালিকায় ছয়জনের নামের পাশে জামায়াতকর্মী হিসেবে যেসব আজগুবি ও অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কাল্পনিক এই তালিকাটি কতটুকু সঠিক ও নির্ভরযোগ্য সেটাও প্রশ্নবিদ্ধ। কারণ তালিকাটি কারা তৈরি করেছে তা কোথাও উল্লেখ নেই।

যৌথ বিবৃতিতে আরও বলা হয় আইনশৃঙ্খলা বাহিনীও এই তালিকা সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। মূলত জামায়াতে ইসলামীর ভাবমর্যাদা ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যেই একটি কুচক্রি মহল এই অপপ্রচার চালাচ্ছে। ছড়িয়ে পড়া তথাকথিত চাঁদাবাজের তালিকায় যাদের নামের পাশে জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতার কথা বলা হয়েছে সেখানে জামায়াতের কোনো জনশক্তির নাম পিতার নাম বা ঠিকানার সঙ্গে কোনো মিল নেই। তারা জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের কোনো পর্যায়ের সদস্যও নন।

বিবৃতিতে আরও বলা হয় কোনো ধরনের চাঁদাবাজির সঙ্গে জামায়াতে ইসলামীর দূরতম সম্পর্কও নেই। বরং চাঁদাবাজদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী সব সময় সোচ্চার ও কঠোর ভূমিকা পালন করে আসছে। জামায়াতের কোনো সদস্য চাঁদাবাজি করে না এবং কাউকে তা করতেও দেবে না। এ দেশের মাটি ও মানুষের হৃদয়ে জামায়াতে ইসলামীর অবস্থান রয়েছে ফলে অপপ্রচার চালিয়ে এই সংগঠনের ভাবমর্যাদা ক্ষুণ্ন করা যাবে না। বিবৃতিতে এই অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট সবাইকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

দিনাজপুরে ২ জনের করোনা শনাক্ত

দিনাজপুরে ২ জনের করোনা শনাক্ত

দিনাজপুর জেলা সংবাদদাতাঃ দিনাজপুরে দুজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বুথে র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্টে তাদের দেহে করোনা শনাক্ত হয়। এদের মধ্যে একজন মেডিকেল কলেজের ছাত্র ও অপরজন গৃহবধূ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনা শনাক্তের জন্য র্যাপিড অ্যান্টিজেন্ট টেস্ট শুরু হয়। গত দুদিন কেউ টেস্ট করতে না আসলেও মঙ্গলবার উপসর্গ নিয়ে আসা ১১ জনের করা হয়। টেস্টে দুজনের পজিটিভ পাওয়া যায়।

দিনাজপুরের ডেপুটি সিভিল সার্জন ডা. শাহ মুহাম্মদ শরিফ জানান, প্রাথমিক রিপোর্টে দুজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তাদের নমুনা নেওয়া হয়েছে। আবারও আরপিসিআর ল্যাবে পরীক্ষা করা হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম