
মোঃ শাহ আলম, স্টাফ রিপোর্টার:
জুলাই-আগস্ট মাসের ঘোষিত গণঅভ্যর্থনা ও কর্মসূচিকে সফল করার লক্ষ্যে লালবাগ থানা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতৃবৃন্দ খন্দকার এনামুল হক এনাম ও রবিউল ইসলাম নয়ন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ও রাজপথের সংগ্রামী নেতা শফিকুল ইসলাম নাদিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির।
এছাড়াও লালবাগ থানা যুবদলের সকল যুগ্ম আহ্বায়ক, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভাটি পরিচালনা করেন লালবাগ থানা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন স্বপন।
সভায় বক্তারা ১, ৪ ও ৬ আগস্টের কর্মসূচিগুলো সফল করতে দলীয় ঐক্য ও সাংগঠনিক প্রস্তুতির উপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।