লালবাগ থানা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লালবাগ থানা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ শাহ আলম, স্টাফ রিপোর্টার:

জুলাই-আগস্ট মাসের ঘোষিত গণঅভ্যর্থনা ও কর্মসূচিকে সফল করার লক্ষ্যে লালবাগ থানা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতৃবৃন্দ খন্দকার এনামুল হক এনাম ও রবিউল ইসলাম নয়ন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক ও রাজপথের সংগ্রামী নেতা শফিকুল ইসলাম নাদিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির।

এছাড়াও লালবাগ থানা যুবদলের সকল যুগ্ম আহ্বায়ক, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সভাটি পরিচালনা করেন লালবাগ থানা ছাত্রদলের সাবেক সফল সভাপতি ও যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন স্বপন।

সভায় বক্তারা ১, ৪ ও ৬ আগস্টের কর্মসূচিগুলো সফল করতে দলীয় ঐক্য ও সাংগঠনিক প্রস্তুতির উপর গুরুত্বারোপ করেন এবং সবাইকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

হাজী সেলিমের অন্যতম সহযোগী মুরাদ গ্রেপ্তার

হাজী সেলিমের অন্যতম সহযোগী মুরাদ গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের অন্যতম সহযোগী এ চকবাজার থানার ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল হক মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও সরবরাহের অভিযোগে পরিবেশ আইনে আমিনুল হক মুরাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। তিনি স্থানীয়দের কাছে ‘পলিথিন’ মুরাদ নামেই বেশি পরিচিত।

রোববার (০৫ সেপ্টেম্বর) মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল রাজধানীর চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বলে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জানা গেছে, মুরাদকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া ধানমন্ডি থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মুরাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর অস্ত্রসহ হামলা ও নির্যাতনের অভিযোগ রয়েছে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম