কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মা ছেলের মৃত্যু

কুষ্টিয়া সংবাদদাতা:

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে বিদ্যুতের তারে জড়িয়ে মা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার হাবিল সদ্দারের ছেলে বিপ্লব সরদার (৩৬) ও তার মা জোসনা খাতুন (৫২)।
স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো শনিবার সকালে বিপ্লব সরদার পাওয়ার টিলার দিয়ে মাঠে চাষ করতে যান। চাষ শেষে বাড়িতে ফেরার পথে তাদের নিজস্ব মুরগির খামারের ছিঁড়ে পড়া বিদ্যুতের তার টিলারের সঙ্গে জড়িয়ে যায়। এতে টিলারের চালক বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার শুরু করেন।

এ সময় খামারের ভেতরে থাকা তার মা জোসনা খাতুন ছেলের চিৎকার শুনে দৌড়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে মা ও ছেলেকে উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং স্থানীয় চিকিৎসককে খবর দিলে তিনি দুজনকেই মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মা ও ছেলে নিজস্ব মুরগির খামারের বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী আলমগীর

 

পঞ্চগড় প্রতিনিধি:

আসন্ন পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের (তেঁতুলিয়া) সদস্য প্রার্থী জেলা পরিষদের সাবেক সদস্য মো. আলমগীর কবির। তিনি জেলা নির্বাচন অফিস কার্যালয়ে জেলা নির্বাচন অফিসার আলমগীর হোসেনের কাছে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে উপস্থিত সকল ইউপি সদস্যদের (ভোটার) কাছ থেকে শেষ বারের মত মতামত গ্রহণ করেন আলমগীর কবির। সবার মতামত গ্রহণ শেষে মোনাজাত করা হয়।
এ সময় আলমগীর কবির বলেন, জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে প্রতিটি ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান , হাট-বাজারসহ ব্যাপক উন্নয়ন মূলক কাজের বাস্তবায়ন করেছি। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন সহ সবার কল্যাণে কাজ করেছি। কোন সাধারণ মানুষ বিপদগ্রস্থ হয়ে আমার স্বরণাপন্ন হলে আমি জেলা পরিষদের বরাদ্দের অপেক্ষা না করে ব্যক্তিগত ভাবে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়েছি । আমি আশাবাদী বিপুল ভোটে বিজয়ী হয়ে আবারো উপজেলার মানুষের উন্নয়নে কাজ করতে পারবো।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন বাংলাদেশকে রাজস্ব ও আর্থিক খাত সংস্কার অব্যাহত রাখতে হবে ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬১৯ ৩০ কোটি বছর আগে মহাকাশ থেকে ছুটে এসেছিল একটি বিশাল পাথর কুমিল্লায় হত্যার পর নারীর লাশ বেডশিট দিয়ে মুড়িয়ে খাটের নিচে রেখে গেল দুর্বৃত্তরা দীর্ঘদিন পর গাজায় একসঙ্গে জুমার নামাজ আদায় করলেন হাজারো ফিলিস্তিনি