বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মৌলভীবাজার সংবাদদাতা:

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে ৩৬ জুলাই। মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৯টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নব নির্মিতব্য শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশ প্রশাসনের পুষ্পন্তবক অর্পণ করা হয়।

পরে বিভিন্ন বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মসলিসসহ রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন দপ্তরের লোকজন, প্রেসক্লাব, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামসুল ইসলাম। জেলা প্রশাসনের আয়োজনে এদিন সারাদিনের কর্মসূচির মধ্যে ছিল যোহরের নামাজের পর জেলার প্রতিটি ধর্মীয় উপসানলয়ে মোনাজাত ও প্রার্থনা, বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজয় উদযাপন কনসার্ট, বিকেল ৫টায় জুলাই বিজয় উদযাপন এবং জেলার গুরুত্বপূর্ণ স্থানে জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী।

ফেনী সীমান্তে ভারতীয় মদসহ ৬ চোরাকারবারি আটক

ফেনী সীমান্তে ভারতীয় মদসহ ৬ চোরাকারবারি আটক

ফেনী সংবাদদাতা:

ফেনীর ফুলগাজী সীমান্তে ভারতীয় মদসহ ৬ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১১ আগস্ট) সকালে উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের আবদুল করিম (৩০), একই গ্রামের মমিন (২১), রোমান (২১), ইমন (২২), হানিফ (২৩) ও ফুলগাজী উপজেলার বসন্তপুর গ্রামের রবিউল হক (২৫)।

বিজিবি জানায়, ফেনীর ফুলগাজী উপজেলার সীমান্তবর্তী বসন্তপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় মদসহ ছয় মাদক চোরাকারবারিকে আটক করা হয়েছে। বিজিবি আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণের জন্য ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে৷

ফেনী ব্যাটালিয়ন- ৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির তৎপর রয়েছে। এছাড়া, মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন