বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

মৌলভীবাজার সংবাদদাতা:

মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে ৩৬ জুলাই। মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৯টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নব নির্মিতব্য শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশ প্রশাসনের পুষ্পন্তবক অর্পণ করা হয়।

পরে বিভিন্ন বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মসলিসসহ রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন দপ্তরের লোকজন, প্রেসক্লাব, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামসুল ইসলাম। জেলা প্রশাসনের আয়োজনে এদিন সারাদিনের কর্মসূচির মধ্যে ছিল যোহরের নামাজের পর জেলার প্রতিটি ধর্মীয় উপসানলয়ে মোনাজাত ও প্রার্থনা, বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজয় উদযাপন কনসার্ট, বিকেল ৫টায় জুলাই বিজয় উদযাপন এবং জেলার গুরুত্বপূর্ণ স্থানে জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী।

বরগুনা-২ আসনে নির্বাচনের জন্য প্রস্তুত শামীম আহমেদ

বরগুনা-২ আসনে নির্বাচনের জন্য প্রস্তুত শামীম আহমেদ

নিজস্ব প্রতিবেদক:

ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতনের স্বীকার হয়ে লন্ডনে নির্বাসিত হয়েছিলেন শামীম আহমেদ। বিএনপি নেতা হওয়ায় তার বিরুদ্ধে ছিল ৬৮টি মামলা। পাথরঘাটা উপজেলার সদর পৌরসভার তিন নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা শামীম আহমেদ জেলা থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে বিএনপির হয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেছেন জাতীয়তাবাদী কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ন আহব্বায়ক হিসেবে বর্তমানে কেন্দ্রীয় ওলামা দলের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

হাসিনার পতনের পরে বিএনপি সহ একাধিক দল দ্রুত জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিলে শামীম আহমেদ লন্ডন থেকেই তার নেতাকর্মীদের ভোটের মাঠ প্রস্তুতের নির্দেশনা দেন। অনলাইন ভিডিও প্লাটফর্মে উপস্থিত হয়ে একাধিক নির্বাচনী সমাবেশ সম্পন্ন করেছেন তিনি। দ্রুত দেশে ফিরে স্ব-শরীরে নির্বাচনী প্রচারনায় অংশ নেয়ার কথা জানিয়েছেন শামীম আহমেদ।

বিভিন্ন জেলা উপজেলায় কমিটি পুনর্গঠন সহ বিভিন্ন সমাবেশ নিয়ে ব্যস্ত বিএনপি। বিএনপি চাচ্ছে দ্রুত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নিতে। এরই ধারাবাহিকতায় বরগুনার আসন গুলোতে বিএনপির হয়ে যারা প্রার্থী হতে চান তারা সক্রিয় হয়েছেন।

বিএনপির হয়ে নির্বাচনে অংশ নিতে চাওয়া মাওলানা শামীম আহমেদ বলেন, আমি দীর্ঘদিন পর্যন্ত এলাকায় কাজ করেছি। গনতন্ত্র পুনরুদ্ধার ও প্রগতির টানে আগামীর দিনের রাষ্টনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার প্রত্যয় জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করার জন্য প্রস্তুত আছি। তিনি আরো বলেন বিগত দিনে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলাম, আছি, ইন-শা-আল্লাহ থাকবো।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ