
মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে ৩৬ জুলাই। মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৯টায় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নব নির্মিতব্য শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। প্রথমে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে পুলিশ প্রশাসনের পুষ্পন্তবক অর্পণ করা হয়।
পরে বিভিন্ন বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মসলিসসহ রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন দপ্তরের লোকজন, প্রেসক্লাব, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন টাউন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামসুল ইসলাম। জেলা প্রশাসনের আয়োজনে এদিন সারাদিনের কর্মসূচির মধ্যে ছিল যোহরের নামাজের পর জেলার প্রতিটি ধর্মীয় উপসানলয়ে মোনাজাত ও প্রার্থনা, বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজয় উদযাপন কনসার্ট, বিকেল ৫টায় জুলাই বিজয় উদযাপন এবং জেলার গুরুত্বপূর্ণ স্থানে জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী।