বছর পেরোলেও গণমাধ্যমের সংস্কার হয়নি

নিজস্ব প্রতিবেদক:

গণ-অভ্যুত্থানের এক বছর হলেও গণমাধ্যমের সংস্কার ও সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়ন না করায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা। তারা বলেন, তথ্য মন্ত্রণালয় বারবার সাংবাদিকদের সঙ্গে ফাউল আচরণ করছে।

মঙ্গলবার (৫ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে ফ্যাসিবাদের দুঃশাসনের বর্ষপূর্তিতে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন নিয়ে তালবাহানা করছে। সাংবাদিক সমাজ তা সহ্য করবে না। গত সতেরো বছর ফ্যাসিবাদ বিরোধী সাংবাদিকরা সাহসী সাংবাদিকতা করছে। কিন্তু তাদের বঞ্চিত করে কথিত সাংবাদিকদের রুটি-রুজির ব্যবস্থা করেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এটি সাংবাদিকরা মেনে নেবে না। আমরা যে ঐক্যবদ্ধভাবে হাসিনাকে হটিয়েছি তেমনি আমাদের এখনও ঐক্যবদ্ধ থাকতে হবে। যেসব মিডিয়াতে স্বৈরাচার দোসররা রয়েছে তাদের চিহ্নিত করতে হবে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের জন্য গঠিত হয়েছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অন্যায্য কাজকে আমরা মেনে নেবো না। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। তারা কাদের প্রমোট করছে জাতি জানে। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। সাংবাদিকরা যখন রাস্তায় নেমে পড়বে তখন কারও ঠাঁই হবে না।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, আজ আনন্দ ও বেদনার দিন। ফ্যাসিবাদের পতনে আমাদের প্রাথমিক বিজয় হয়েছে। গণতন্ত্র সুরক্ষা ও ফ্যাসিবাদের বিচার করতে হবে। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না এটাই ঠিক। আমি জানি না রাজনৈতিক দলগুলো কেন নীরব। ভারতীয় চ্যানেল কেন বন্ধ হচ্ছে না? কিছু কিছু উপদেষ্টার অপরিপক্বতা ও অজ্ঞতা দেশকে অস্থিতিশীল করে তুলছে। কোনো অন্তর্বর্তীকালীন সরকার এতদিন ছিলেন না। আমরা চাই দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারা অব্যাহত করতে সরকারের বোধোদয় হবে।

সাইবার সিকিউরিটির সমালোচনা করে বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরি বলেন, কালো আইন সাইবার সিকিউরিটি আজও বাতিল করা হয়নি, এটা দুঃখজনক, হাসিনার সময়ে গুম খুন হয়েছে, এখন মব চলছে। ১৭ বছর ধরে আমরা ভোট দিতে পারিনি। আমরা চাই নির্বাচিত সরকার। কিন্তু সংস্কারের মুলো ঝুলিয়ে এক বছর হলেও নির্বাচিত জনপ্রতিনিধি আমরা পাই নাই।

তিনি আরও বলেন, বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিস্ট আসতে দেওয়া হবে না। আর কোনো সাংবাদিকের প্রাণ হারাতে দেবো না। আওয়ামী দোসরদের পুনর্বাসন করা হলে সাংবাদিক সমাজ মেনে নেবে না। খুনি হাসিনা রক্তচক্ষু উপেক্ষা করে আমরা ১৭ বছর রাজপথে ছিলাম। আমাদের আর রাস্তায় নামাবেন না। তাহলে হাসিনার পরিণতি হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম,বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, সাংবাদিক নেতা আরফানুল আইন, মুরসালীন নোমানী, আবু সাহেহ আকন, নিজাম উদ্দিন উদ্দিন দরবেশ, আব্দুল্লাহ মজুমদার, খন্দকার আলমগীর হোসেন, কবি রফিক মাহমুদ প্রমুখ।

সপ্তম বর্ষে পদার্পণ করল সংবাদ টিভি

নিজস্ব প্রতিবেদক:

আইপি সম্প্রচারের দীর্ঘ ছয় বছর পূর্তি ও সপ্তম বর্ষে পদার্পণ বার্ষিকীর আনুষ্ঠানিকতার আয়োজন করেছে দেশের জনপ্রিয় আইপি টেলিভিশন চ্যানেল সংবাদ টিভি।

সংবাদ টিভি’র চেয়ারম্যান জুয়েল খন্দকার কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করেন। গতকাল সোমবার রাত ৯টায় মতিঝিলের সংবাদ টিভি’র প্রধান কার্যালয়ে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে জুয়েল খন্দকার বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছর জাঁকজমক অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হয়নি। আশা করছি, ভবিষ্যতে মহা উৎসবের মধ্য দিয়ে অষ্টম বর্ষ পদার্পণের অনুষ্ঠান আয়োজন করতে পারব।’

গণমাধ্যমের সব সহকর্মীর প্রতি শুভেচ্ছা জানিয়ে সংবাদ টিভি’র চেয়ারম্যান বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে আইপি সংবাদমাধ্যম হিসেবে ৭ম বর্ষে পদার্পণ করেছে সংবাদ টিভি।

অনুষ্ঠানে দৈনিক দেশবাংলা’র সম্পাদক সাঈদুর রহমান রিমন বলেন, সর্বদাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে ও দেশ সংস্কারে সর্বদাই ভূমিকা রাখে সংবাদ টিভি। কোন প্রকার বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করে না সংবাদ টিভি। হাটি হাটি পা পা করে ৭ম বর্ষে পদার্পণ করলো সংবাদ টিভি, শুভ কামনা রইলো সংশ্লিষ্ট কলাকৌশলীদের প্রতি।

সংবাদ টিভি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আজিজুল ইসলাম যুবরাজ বলেন, সংবাদ টিভি জন্মলগ্ন থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অনড়। দেশ ও জাতির স্বার্থে সর্বদাই কাজ করে যাচ্ছে সংবাদ টিভি। আজ ৬ষ্ঠ বর্ষপূর্তি হলো এবং ৭ম বর্ষে পদার্পণ করলো, ইনশাআল্লাহ ৮ম বর্ষ পদার্পণ আরো জাকজমকপূর্ণ করে করবো আমরা।

দৈনিক রূপালীদেশ’র বার্তা সম্পাদক এস এম রাশেদ হাসান বলেন, সংবাদ টিভি’র সকল সংবাদ কেবলমাত্র দেশ ও জাতির কল্যাণেই প্রকাশিত হয়। আজ সংবাদ টিভি’র ৭ম বর্ষে পদার্পণ অনুষ্ঠানে সকলের প্রতি জানাই শুভ কামনা ও অভিনন্দন।

আরো উপস্থিত ছিলেন, দি টাইমস অব ঢাকা’র সম্পাদক মুস্তাকিম নিবিড়, দৈনিক প্রলয়’র যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, দৈনিক দিনকাল’র সোহেল সামি ও ডিজিটাল ইনচার্জ মেহেদী হাসান রিয়াদ, দৈনিক রূপালীদেশ’র বিশেষ প্রতিনিধি আরব আলী বিশ্বাস, বিডিসি ক্রাইম বার্তা’র সম্পাদক ফয়সাল হোসেন, মো. জাকির হোসেন সম্পাদক ও প্রকাশক
বাংলা খবর, নিউজ ব্যুরো অব বাংলাদেশ (এনবিবি)’র সম্পাদক নিয়ামুল হাসান নিয়াজ ও প্রতিনিধি জিয়াউল হক তুহিন প্রমূখ।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম