
লক্ষ্মীপুর সংবাদদাতা:
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শেখ হাসিনা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। সে শুধু স্বৈরশাসক না, ফ্যাসিবাদ না, মাদকেরও নেত্রী ছিল। সমাজ ধ্বংসের নেত্রী ছিল। শনিবার (৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নের ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনে এসে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। নির্বাচন কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন এখনো দেশে এবং দেশের বাইরে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের টাকার অভাব নেই। কোটি কোটি টাকা পাচার করে এখন বিদেশে বসে পাশের দেশের সহযোগিতায় বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মাদক দিয়ে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ ও তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তিনি বলেন, জিয়াউর রহমান এ দেশটাকে সার্ক গঠনের মধ্য দিয়ে গড়েছেন। সার্ক গঠন করে বাংলাদেশের নেতৃত্বে আমাদের অবস্থান বিশ্বের সামনে তুলে ধরেছেন। বাংলাদেশের বড় অবলম্বন এটা। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই।
এ্যানি চৌধুরী বলেন এ মানুষকে কাজে লাগিয়ে ভবিষ্যতে তারেক রহমান কীভাবে বিদেশে আমাদের ভাবমূর্তিকে উজ্জ্বল করবেন, সেজন্য তিনি নির্বাচনের আগে পরিকল্পনা করছেন। ১৮০ দিনের ভেতরে কীভাবে ১-২ কোটি চাকরি দেওয়া যায়, কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ।
এ ছাড়া রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী, পৌর বিএনপির সদস্য সচিব জিএম আলমাস।