শুধু স্বৈরশাসক নয় হাসিনা ছিল মাদকের নেত্রী

শুধু স্বৈরশাসক নয় হাসিনা ছিল মাদকের নেত্রী: এ্যানি

লক্ষ্মীপুর সংবাদদাতা:

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, শেখ হাসিনা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। সে শুধু স্বৈরশাসক না, ফ্যাসিবাদ না, মাদকেরও নেত্রী ছিল। সমাজ ধ্বংসের নেত্রী ছিল। শনিবার (৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়নের ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনে এসে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। নির্বাচন কার্যক্রম উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন এখনো দেশে এবং দেশের বাইরে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের টাকার অভাব নেই। কোটি কোটি টাকা পাচার করে এখন বিদেশে বসে পাশের দেশের সহযোগিতায় বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য মাদক দিয়ে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ ও তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। তিনি বলেন, জিয়াউর রহমান এ দেশটাকে সার্ক গঠনের মধ্য দিয়ে গড়েছেন। সার্ক গঠন করে বাংলাদেশের নেতৃত্বে আমাদের অবস্থান বিশ্বের সামনে তুলে ধরেছেন। বাংলাদেশের বড় অবলম্বন এটা। বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই।

এ্যানি চৌধুরী বলেন এ মানুষকে কাজে লাগিয়ে ভবিষ্যতে তারেক রহমান কীভাবে বিদেশে আমাদের ভাবমূর্তিকে উজ্জ্বল করবেন, সেজন্য তিনি নির্বাচনের আগে পরিকল্পনা করছেন। ১৮০ দিনের ভেতরে কীভাবে ১-২ কোটি চাকরি দেওয়া যায়, কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হারুনুর রশিদ।

এ ছাড়া রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএম নাজমুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী, পৌর বিএনপির সদস্য সচিব জিএম আলমাস।

কবর খুঁড়ে তোলা হলো গোপালগঞ্জে নিহত ৩ যুবকের মরদেহ

কবর খুঁড়ে তোলা হলো গোপালগঞ্জে নিহত ৩ যুবকের মরদেহ

গোপালগঞ্জ সংবাদদাতা:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নিহতদের মধ্যে তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) দুপুরে শহরের পৌর কবরস্থান থেকে ইমন তালুকদার ও রমজান কাজী এবং টুঙ্গিপাড়ার কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার মরদেহ উত্তোলন করা হয়। এর আগে সকাল ১০টার দিকে মরদেহ উত্তোলনের নির্দেশ দেন গোপালগঞ্জ আদালত।

জানা যায়, গোপালগঞ্জে গুলিতে পাঁচজন নিহত হন; তবে চারজন নিহতের ঘটনায় ১৯ জুলাই রাতে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর আদালতের নির্দেশে তোলা হয়েছে নিহত তিনজনের মরদেহ। এ দিকে মামলার বিষয়ে কাউকেই জানানো হয়নি অভিযোগ রিবারের। ১৬ জুলাই গোপালগঞ্জের পৌর পার্কে এনসিপির সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন পাঁচজন। এর মধ্যে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় নিহত রমজান মুন্সী ছাড়া বাকিদের ময়নাতদন্ত ছাড়াই দাফন ও শেষকৃত্য সম্পন্ন হয়। পরিবারের পক্ষ থেকে করেনি কোনো মামলাও।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সোমবার (২১ এপ্রিল) দুপুরে শহরের পৌর কবরস্থান থেকে ইমন তালুকদার ও রমজান কাজী এবং টুঙ্গিপাড়ার কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার মরদেহ উত্তোলন করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। দীপ্ত সাহাকে দাহ করা হয় গোপালগঞ্জ পৌর শ্মশানে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের