পাওনা টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক খুন

পাওনা টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক খুন

সিলেট সংবাদদাতা:

সিলেটের সদর উপজেলার খাদিম জাতীয় উদ্যান সংলগ্ন বড়গুল চা বাগান এলাকায় দুই হাজার টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে খুন হয়েছেন আজাদুর রহমান (২৫) নামের এক যুবক। এ ঘটনায় আহত হয়েছেন মো. বদরুল (২০) নামের আরেক যুবক। মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আজাদুর রহমান ও আহত বদরুল দুজনেই সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামের বাসিন্দা। আজাদুর পেশায় শ্রমিক এবং বদরুল ট্রলিচালক। ছুরিকাহত অবস্থায় দুজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজাদুরকে মৃত ঘোষণা করেন। আহত বদরুল বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। আজাদুরের ছোট ভাই সৈয়দুল আলম খালেদ অভিযোগ করে জানান একই গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন এই ছুরিকাঘাতের ঘটনার সঙ্গে জড়িত।

তিনি আরও জানান দেলোয়ার গতকাল বিকেলে ফোন করে আজাদুরকে খাদিম উদ্যানের দিকে ডাকেন। পরে সেখানেই তাকে ছুরিকাঘাত করা হয়। দেলোয়ারের দাবি ছিল আজাদুরের কাছে তার দুই হাজার টাকা পাওনা রয়েছে। এ নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল। বিষয়টি পরিবারকে জানালে তারা দেলোয়ারকে টাকা পরিশোধের আশ্বাস দেন।আজাদুরের মরদেহ বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওনা টাকা নিয়েই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত দেলোয়ার ঘটনার পর থেকেই পলাতক। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

রাজশাহীতে জুতা দেখে উদ্ধার হলো শিশুর লাশ

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহীর বাগমারা উপজেলায় পানিতে জুতা ভাসতে দেখে জাল ফেলে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার পর উপজেলার মাড়িয়া ইউনিয়নের যাত্রাগাছি গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করেন স্থানীয় লোকজন।
শিশুটির নাম ইমন হোসেন (৭)। সে যাত্রাগাছি গ্রামের কৃষক আমজাদ হোসেনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল ইমন। তার মৃত্যুতে পরিবারে শোক নেমে এসেছে।

শিশু ইমনের স্বজনেরা বলেন, প্রতিদিনের মতো গতকাল বিকেলে ইমন পাড়ার অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলছিল। বিকেল পাঁচটার দিকে ইমনকে অন্যদের সঙ্গে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। আশপাশের বাড়িতে খোঁজ করা হয় তার। তবে সন্ধান না পাওয়ায় আশপাশের পুকুর ও ডোবাতে খোঁজ করা শুরু হয়। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাড়ির পাশের একটি ডোবাতে শিশুর একটা জুতা ভাসতে দেখেন খুঁজতে যাওয়া লোকজন। পরে ডোবায় নেমে খোঁজ করা হয়। পাওয়া না গেলে সেখানে জাল ফেলা হয়, পাশাপাশি স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়দের ফেলা জালে শিশুটি উঠে আসে। পরে অচেতন অবস্থায় ইমনকে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়।

শিশু ইমনের বাবা আমজাদ হোসেন বলেন, ডোবাটি গভীর। খেলার ফাঁকে হয়তো ডোবায় জুতা পড়ে যায়। সেটা তুলতে গিয়ে সম্ভবত ডুবে মারা যায় ইমন। ছেলেকে এবার স্থানীয় মাদ্রাসায় ভর্তির চিন্তাভাবনা করেছিলেন তিনি। তা আর হলো না।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। পরিবার থেকে কোনো আপত্তি বা অভিযোগ নেই।

সবা:স:জু- ৬৩৩/২৫

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের বিদেশ যেতে না পারায় মাইক ভাড়া করে এলাকাবাসিকে গালিগালাজ করলেন কিশোরগঞ্জের যুবক জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের