এটিইউ প্রধান  অতিরিক্ত আইজিপি রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক॥

এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব মো. রেজাউল করিম। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তিনি দায়িত্ববার গ্রহণ করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) এন্টি টেরোরিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. রেজাউল করিম ১৫তম বিসিএসে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে ১৯৯৫ সালের ১৫ নভেম্বর সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি তার বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন পদে বগুড়া, লালমনিরহাট, খাগড়াছড়ি, চাঁদপুর, রাজবাড়ী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, ঝিনাইদহ জেলা, কেএমপি, হাইওয়ে পুলিশ, সিআইডি, এসবি, পিটিসি নোয়াখালী, আরআরএফ ঢাকা, এটিইউ এবং সর্বশেষ সিলেট মহানগর পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি সততা, মেধা ও দক্ষতার সঙ্গে স্বীয় দায়িত্ব পালনের স্বীকৃতি স্বরূপ পিপিএম পদক এবং ২ বার আইজিপি ব্যাজ পেয়েছেন।

তিনি জানান, মো. রেজাউল করিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে পেশাগত উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও পূর্ব তিমুর—এ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মো. রেজাউল করিম কুষ্টিয়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান। যোগদানের সঙ্গে সঙ্গেই তিনি এটিইউ’র সর্বস্তরের পুলিশ সদস্যদের ভবিষ্যতে আরও দক্ষ, যুগোপযোগী করার লক্ষ্যে নির্দেশনা দিয়েছেন।

তিনি আরও জানান, নবনিযুক্ত এটিইউ প্রধানের দায়িত্বভার গ্রহণের পর একইদিন এটিইউ সদর দপ্তরে সন্ত্রাসবাদ দমনে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফরাসি দূতাবাসের একটি প্রতিনিধি দলের সঙ্গে দুপুরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ফরাসি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ফরাসি দূতাবাসের ডেপুটি হোমল্যান্ড সিকিউরিটি অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল ক্রিস্টেল ফন্টেইন।

তিনি জানান, আলোচনার শুরুতে এটিইউ’র সার্বিক কার্যক্রম নিয়ে সংক্ষিপ্ত ব্রিফিং দেওয়া হয়। এ সময় ফরাসি প্রতিনিধি দল সন্ত্রাসবাদ দমনে এটিইউর কর্মকৌশলের প্রশংসা করেন এবং বিভিন্ন বিষয়ে সাগ্রহে জানতে চান। হোলি আর্টিজান ঘটনার পর বাংলাদেশে বড় ধরনের কোনো সন্ত্রাসী হামলা হয়নি বলে এসময় তাদের জানানো হয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং উচ্চপর্যায়ের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় সাধন করে সন্ত্রাসবাদ দমন কার্যক্রম পরিচালনা, দেশ ও বিদেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্তি, নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম চলমান রাখা, ইন্টারনেট ফোরাম, সোশ্যাল মিডিয়া এবং পাবলিক ডেটাবেস পর্যবেক্ষণের জন্য ওপেন সোর্স ইন্টেলিজেন্স (OSINT) টুলস্ ব্যবহার, জনবল বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে প্রতিনিধি দলকে অবহিত করা হয়। বৈঠকে উভয় পক্ষই সন্ত্রাসবাদ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা এবং তথ্য বিনিময় অব্যাহত রাখার বিষয়ে একমত হন।

একইদিনে এটিইউ সদর দপ্তরে অতিরিক্ত আইজিপির কার্যালয়ে যুক্তরাজ্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বিকেল পর্যন্ত এটিইউ প্রধানের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে সন্ত্রাসবাদ দমনে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

যুক্তরাজ্য প্রতিনিধি দলে ছিলেন– মিজ সাকিনা আলম, ডেপুটি হেড, কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট, ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এবং মিস্টার মুলিন। এছাড়াও, এটিইউর বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। আলোচনায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের ‘শূন্য সহিষ্ণুতা’ নীতি অনুসরণের বিষয়ে প্রতিনিধি দলকে অবহিত করা হয়। অন্যদিকে এটিইউর বিভিন্ন কার্যক্রম এবং সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সামগ্রিক অবস্থান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষই নিজ নিজ দেশের অভিজ্ঞতা ও কৌশল বিনিময়ের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা এবং গোয়েন্দা তথ্য বিনিময় অব্যাহত রাখার বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন।

খিলক্ষেত এলাকার সাধারণ জনগনের আস্থাভাজন ওসি হুমায়ুন কবির

শাহ রফিকুজ্জামান মিথুন:

খিলক্ষেত থানার সাবেক অপারেশন ইনচার্জ হুমায়ুন কবির পুনরায় অফিসার ইনচার্জ হিসেবে খিলক্ষেত থানাতে যোগদান করায় এলাকার সাধারণ জনগনের আস্থা ফিরে এসেছে। মানবিক এবং জনপ্রিয় এই পুলিশ অফিসারের কাছে সাক্ষাৎকার নিতে গেলে উনি বলেন, মাদক, অস্ত্র, সন্ত্রাস এবং বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে সার্বক্ষনিক সহযোগিতা করবে খিলক্ষেত থানা পুলিশ।
পবিত্র মাহে রমজান, সিয়াম সাধনের মাস। কয়েকদিন পর পবিত্র ঈদুল ফিতর(ঈদ)। ঈদকে সামনে রেখে সক্রিয় হয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন অপরাধী চক্র ।

সাম্প্রতিক সময়ে ডিএমপি খিলক্ষেত থানায় সদ্য যোগদানকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)হুমায়ুন কবীর খিলক্ষেত থানা এলাকায় জনদূর্ভোগ ও অপরাধ দমনে জিরো ট্রলারেন্স নীতিমালা ঘোষনা করেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)গুলশান বিভাগের আওতাধীন খিলক্ষেত থানা। উক্ত থানা এলাকাটি জনবহুল ও আবাসীক এলাকা।

রাজধানীর অন্য এলাকার জননিরাপত্তা চেয়ে এই এলাকার জননিরাপত্তা সর্বোচ্চ জোরদার করা হয় । ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এর আদেশ ক্রমে রমজান মাসে জনদূর্ভোগ কমাতে ট্রাফিক পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট থানা পুলিশ ও কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

তারাই ধারাবাহিকতায় যোগদানের পর থেকে খিলক্ষেত থানা এলাকায় জনদূর্ভোগ ও যানজট নিরসন ট্রাফিক পুলিশের পাশাপাশি প্রতিনিয়ত কাজ করছেন ওসি হুমায়ুন কবীর।খিলক্ষেত থানা এলাকায় রয়েছে বেশ কয়েকটি ফাইভ স্টার মানের হোটেল,তার মধ্য অন্যতম হলো বাংলাদেশের শীর্ষস্থানীয় হোটেলের লা-মেরিডিয়ান,রেজেন্সী ইন্টারন্যাশনাল,রাজউক কমপ্লেক্সসহ বেশকয়েকটি সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ।তাই এই এলাকায় জননিরাপত্তা ও জনদূর্ভোগ কমাতে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করেছেন বলে জানান ডিএমপি খিলক্ষেত থানার সদ্য যোগদানকৃত সুযোগ্য অফিসার ইনচার্জ(ওসি)হুমায়ুন কবীর।

খিলক্ষেত থানা এলাকার আশপাশের সড়কের জনদূর্ভোগ কমিয়ে আনতে ফুটপাত দখলমুক্ত রাখতে ও প্রতিনিয়ত কাজ করেছেন বলে জানান ডিএমপি খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)হুমায়ুন কবীর।

তারাই ধারাবাহিকতায় ডিএমপি খিলক্ষেত থানার সুযোগ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)হুমায়ুন কবীর এর সার্বিক দিক-নির্দেশনায় পবিত্র মাহে রমজান যোগদানের প্রথম দিনে থানার প্রতিটি অফিসার ফোর্সদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন পবিত্র রমজান মাসে থানা এলাকার জনগনের হাঁটার রাস্তায় কোনো রকম হকার থাকতে পারবেনা, হকারমু্ক্ত নগরী গড়তে নিরলস পরিশ্রম করে যাবেন বলে জানান ডিএমপি খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)হুমায়ুন কবীর।

এই বিষয়ে ডিএমপি খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হুমায়ুন কবীর এর কাছে জানতে চাইলে তিনি বলেন,রমজানকে বলা হয় সংযম ও আত্মশুদ্ধির মাস। রমজান মাসের শুরু থেকে রাজধানীতে যানজট সংকট প্রকট হয়ে ওঠে।বিশেষ করে রাজধানীর খিলক্ষেত থানা এলাকাটি একটি আবাসিক এলাকা বলা চলে,থানা এলাকাটি খুব ছোট এলাকা হলেও জনবহুল এলাকা। আমি যোগদানের পর থেকে চেষ্টা করছি আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আমার থানা এলাকায় চাঁদাবাজি,টেন্ডারবাজী,কিশোর গ্যাং,ইফটিজিং কারী,মাদকসেবন ও মাদক বিক্রির সাথে জড়িত,চুরি-ছিনতাই,ফুটপাত দখলসহ সকল ধরনের অপরাদ নির্মূলে কাজ করে যাবেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন রমজানে যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে ট্রাফিক পুলিশের পাশা-পাশি খিলক্ষেত থানা পুলিশ ও কাজ করবেন। রমজানে জনদূর্ভোগ কমাতে এ ধরনের তদারকির কার্যক্রম অব্যহত থাকবে বলে জানান তিনি।

ওসি হুমায়ুন কবির এর আগে খিলক্ষেত থানার ইন্সপেক্টর(অপারেশন)পরবর্তী হাজারীবাগ থানার ইন্সপেক্টর(তদন্ত)সর্বশেষ ডিএমপি গোয়েন্দা বিভাগের দায়িত্ব পালন করেছেন।গত ৪ এপ্রিল ২৪ ইং ডিএমপি গুলশান বিভাগের আওতাধীন খিলক্ষেত থানার নবাগত অফিসার ইনচার্জ ( ওসি) হিসেবে যোগদান করেন। সর্বপরি সকল’কে পবিত্র মাহে রমজান শুভেচ্ছা জানিয়েছেন ও সকলের দোয়া ভালোবাসা ও সহযোগিতা নিয়ে খিলক্ষেত থানার দায়িত্ব পালন করে যেতে চান তিনি।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম