ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটি” নতুন কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টারঃ

এ কে এম তসলিম আফজল হোসাইনকে সভাপতি ও হাফিজুর রহমান শফিক সাধারণ সম্পাদক এবং রাসেল আহমেদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করে ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার সোসাইটি” এর ঢাকা মহানগর শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার(২০ডিসেম্বর) রাজধানীর পল্টনে একটি অভিজাত হোটেলে সন্ধায় সংগটনটির কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ মাসুদ এর উপস্থিতিতে উপদেষ্টা আনোয়ার হোসেন এ কমিটি ঘোষণা করেন।

গত ২০০৭ সালে নিবন্ধিত পাওয়া সংগঠনটির কার্যক্রম কিছুদিন পরেই নানা জটিলতায় গতিহীন হয়ে যায়। গতিশীলতা ফিরিয়ে আনতে নতুন কমিটি ঘোষণা করা হয় বলে জানা কেন্দ্রীয় নেতারা।

কেন্দ্রীয় কমিটির মহাসচিব দৈনিক সবুজ বাংলাদেশের সম্পাদক মোহাম্মদ মাসুদ বলেন, সাংবাদিকদের কল্যাণে ২০০৭ সালে এ সংগঠনটি সরকারি ভাবে নিবন্ধন পায়।কিন্তু সদস্যদের ব্যক্তিগত দূর্বলতার কারণে গতিশীলতা হারায়।তাই আমরা এ সংগঠনের কার্যক্রম বেগবান করতে পেশাদার সাংবাদিকদের নিয়ে নতুন কমিটি ঘোষণা করেছি। আশা করছি এ কমিটি সংগঠনের গতিশীলতা ফিরিয়ে আনবে।

জানাযায় নতুন কমিটির সভাপতি এ কে এম তসলিম আফজল হোসাইন দৈনিক সবুজ বাংলাদেশের সিনিয়র রিপোর্টার।সাধারন সম্পাদক হাফিজুর রহমান শফিক সকালের সংবাদের বিশেষ প্রতিবেদক।৷ সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ জাতির সংবাদ২৪ এর বিশেষ প্রতিবেদক।
এ সময় মুহাম্মদ আবুল কাশেম
(ভ্রাম্যমাণ প্রতিনিধি, দৈনিক যুগান্তর) আব্দুর রহমান (সিটি রিপোর্টার, রিপোর্টার যুগান্তর)
জাহাঙ্গীর আলম (রিপোর্টার, নিউজ ২৪),মোশাররফ হোসেন ভুঁইয়া
(সিনিয়র রিপোর্টার দৈনিক বাংলাদেশ কণ্ঠ),সাইদুল ইসলাম (এশিয়ান টেলিভিশন) রাহমাতুল্লাহ(আমারসংবাদ)
গাজী আক্তার(প্রতিদিনের কাগজ)
সাগর চৌধুরী সহ অনেক সিনিয়র সাংবাদিক নেত্রবৃন্দ উপস্থিত ছিলেন।

কুকুর যদি কামড় দেয়…

লাইফস্টাইল ডেস্কঃ

কুকুরের কামড় অনেক বেশি যন্ত্রণাদায়ক এবং মারাত্নক। কুকুরের কামড় থেকে জলাতঙ্ক রোগ হতে পারে। রেবিস নামক ভাইরাস থেকে জলাতঙ্ক রোগ হয়ে থাকে। এটি একটি স্নায়ুর রোগ।

রেবিস ভাইরাস কুকুরের লালা থেকে ক্ষতস্থানে লেগে যায় এবং সেখান থেকে স্নায়ুতে পৌঁছে জলাতঙ্ক রোগে সৃষ্টি করে।

সময় মতো চিকিৎসা না করানো গেলে জলাতঙ্কের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। তবে কুকুর কামড়ালে সঙ্গে সঙ্গে কয়েকটি পদক্ষেপ নেওয়া জরুরি। কুকুর কামড়ানোর পর সময় মতো এই কাজগুলি করতে পারলে তেমন আর কোনও ঝুঁকি থাকে না।

কুকুর কামড়ালে প্রাথমিকভাবে কী করবেন, সেটি জানিয়েছে লাইফস্টাইল-বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই। আসুন জেনে নেই কুকুর কামড়ালে কী করবেন?

রক্ত বন্ধ করুনঃ কুকুড় কামড়ালে ক্ষত স্থানে চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখুন। এতে রক্ত পরা বন্ধ হয়ে যাবে। প্রথমে পরিষ্কার পানি দিয়ে ক্ষত পরিষ্কার করুন। প্রয়োজনে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করতে পারেন জায়গাটি ভালোভাবে পরিষ্কারের জন্য। এটি ব্যাকটেরিয়া ও জীবাণু পরিষ্কার করতে সাহায্য করবে।

ব্যান্ডেজঃ ক্ষতস্থানটিতে অ্যান্টিবায়েটিক ক্রিম বা অয়েন্টমেন্ট লাগিয়ে তার পর একটি গজ দিয়ে ভাল করে ব্যান্ডেজ করে ফেলুন। ক্ষত স্থান খোলা থাকলে এতে বিভিন্ন রোগ জীবাণুর সংক্রমণের আশঙ্কা থাকে।

ব্যথার ওষুধঃ যদি অনেক বেশি ব্যথা হয়, তবে ব্যথানাশক ওষুধ খেতে পারেন। চিকিৎসকের পরামর্শ নিয়ে প্যারাসিটামলজাতীয় ব্যথার ওষুধ খাওয়া যেতে পারে এ সময়।

ভ্যাকসিন দিনঃ কুকুর কামড়ানোর পর দ্রুত চিকিৎসকের কাছে যান। চিকিৎসকের পরামর্শ নিয়ে র্যাবিস ভ্যাকসিন দিন। এটি খুব জরুরি বিষয় কুকুর কামড়ানোর পর।

চিকিৎসকঃ প্রাথমিক চিকিৎসার পর দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে এবং তার চিকিৎসকের পরামর্শ মেনে টিটেনাস ইনজেকশন দিতে হবে। কুকুর কামড়ের ২৪ ঘণ্টার মধ্যে এই ইনজেকশন দেওয়া উচিত। রাস্তার কুকুরের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মেনে পরবর্তী ওষুধ, ইনজেকশন বা প্রয়োজনীয় চিকিত্সা অবশ্যই করাতে হবে।

সতর্কতাঃ কুকুরের কামড়ে অনেক সময় রোগী মানসিকভাবে ভেঙ্গে পড়েন বা মারাত্মক ভয় পেয়ে যান। তবে এই পরিস্থিতিতে ভেঙে পড়লে চলবে না। প্রাথমিক চিকিৎসার পর অব্যশই রোগীকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে এবং দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা শুরু করতে হবে।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান বিমানবন্দর অগ্নিকান্ডে পুড়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বৈদ্যুতিক সরঞ্জাম কুমিল্লায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পালিয়েছেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন ঢাকা এলজিইডিতে দুর্নীতির একচ্ছত্র অধিপতি বাচ্চু মিয়া বিমান বন্দরের সামনে এখোনো উৎসুক জনতার ভীড় নেভেনি আগুন বাড়িভাড়া ৫০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি শিক্ষকদের সাগর-রুনি হত্যাকাণ্ড মামলার পথেই হাঁটছে বকশীগঞ্জের সাংবাদিক নাদিম হত্যা মামলা রাজউকের ইমারত পরিদর্শক মনিরুজ্জামান ৭ বছরেই শত কোটি টাকার মালিক শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ নতুন ইতিহাস গড়লেন দীপিকা পাড়ুকোন