
শরীয়তপুর সাংবাদদাতা:
শরীয়তপুরে ১৪তম গ্রেড প্রদান ও নিয়োগবিধি সংশোধনসহ মোট ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা।
রোববার (৫ অক্টোবর) সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেয় স্বাস্থ্য সহকারীরা। পরে তারা ব্যানার টাঙিয়ে কর্মবিরতি পালন করে। এ সময় হাসপাতালে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন রোগীরা।
স্বাস্থ্য সহকারীরা বলেন, দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন বৈষম্যের শিকার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়নি। ২০১৮, ২০২০ ও চলতি বছরের বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও এখনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করেন তারা।
তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) সংযোজন ১৪তম গ্রেড প্রদান ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নিতকরণ টেকনিক্যাল পদমর্যাদা ঘোষণা পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচিতে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা।