৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

শরীয়তপুর সাংবাদদাতা:

শরীয়তপুরে ১৪তম গ্রেড প্রদান ও নিয়োগবিধি সংশোধনসহ মোট ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা।

রোববার (৫ অক্টোবর) সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নেয় স্বাস্থ্য সহকারীরা। পরে তারা ব্যানার টাঙিয়ে কর্মবিরতি পালন করে। এ সময় হাসপাতালে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন রোগীরা।

স্বাস্থ্য সহকারীরা বলেন, দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন বৈষম্যের শিকার হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেয়নি। ২০১৮, ২০২০ ও চলতি বছরের বিভিন্ন সময়ে আশ্বাস দেওয়া হলেও এখনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি বলে অভিযোগ করেন তারা।

তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা (স্নাতক) সংযোজন ১৪তম গ্রেড প্রদান ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নিতকরণ টেকনিক্যাল পদমর্যাদা ঘোষণা পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। তা না হলে কঠোর কর্মসূচিতে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা।

কুমিল্লায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

কুমিল্লায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

কুমিল্লা সংবাদদাতা:

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন, কুমিল্লার এরিয়া ব্যবস্থাপনায় এক ব্যতিক্রমী উদ্যোগে প্রায় দেড় হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়েছে। আজ সোমবার (২৮ জুলাই) কুমিল্লা নগরীর শাকতলা এলাকায় অবস্থিত দ্যা ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স প্রাঙ্গণে এই বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

কুমিল্লা সেনানিবাস থেকে আগত মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু রোগ, অর্থোপেডিক সহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিকেল অফিসার এবং প্যারামেডিকসরা এই ক্যাম্পে অংশ নেন। তারা সম্মিলিতভাবে রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন।

এই সেবামূলক কার্যক্রমে পুরুষ নারী ও শিশুসহ প্রায় দেড় হাজার স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করে বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করেন। শুধুমাত্র বিনামূল্যে ওষুধ বিতরণই নয়, ক্যাম্পে একটি অস্থায়ী ফিল্ড অপারেশন থিয়েটারও স্থাপন করা হয়েছিল। সেখানে প্রয়োজনীয় ছোটখাটো অপারেশন সফলভাবে সম্পন্ন করার ব্যবস্থা ছিল, যা রোগীদের জন্য এক বিশাল সুবিধা এনে দিয়েছে।

সেনাবাহিনীর এই মহতী উদ্যোগকে স্থানীয় জনসাধারণ উষ্ণভাবে স্বাগত জানিয়েছেন। তাঁরা এই সেবামূলক কাজের জন্য গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

ভাষা পরিবর্তন করুন »
সংবাদ শিরোনাম
জানানো যাচ্ছে অভিযোগ, থানায় বসলেই ভিডিওকলে হাজির এসপি প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে কার্গো ভিলেজের অগ্নিকাণ্ডে অত্যন্ত হতাশাজনক : মির্জা ফখরুল রাজনৈতিক দের মাঝে যে অনৈক্য কুমিরের দেখা মিলল রাজশাহীর পদ্মায় সরকার ও সেনাবাহিনী, গণতন্ত্রে উত্তরণ ও ন্যায়বিচার যেন ব্যাহত না হয় আজ থেকে আমরণ অনশন, প্রত্যাখ্যান শিক্ষকদের শিক্ষার্থীরা রোডম্যাপের দাবিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিলেন শাকসু নির্বাচনের জুলাই সনদে স্বাক্ষর করল গণফোরাম অন্যদেরও সই করার আহ্বান কমিশনের সূচক সাড়ে ৩ মাস আগের অবস্থানে লেনদেন ৪ মাসে সর্বনিম্ন আওয়ামীলীগ ফিরলে হাসিনার পা ধরেও মাফ পাবেন না: রাশেদ খান